বিগবস ১৪ সিজনে বিজয়ী হয়েছিলেন অভিনেত্রী রুবিনা দিলাইক। তার পর থেকেই দর্শকদের নজরে থাকেন তিনি। মহাশিবরাত্রিতে নাগিন সেজে দর্শকদের মুগ্ধ করলেন রুবিনা। সোশ্যাল মিডিয়াতেও তাঁর অনুরাগীর সংখ্য়া কম নয়। যে কোনও লুকেই তিনি সাড়া ফেলে দেন। আর এবার শিবরাত্রি উপলক্ষে নাগিন বেশে ধরা দিলেন। নিজেই সেই ছবিগুলি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। নাগিন সাজতে গিয়ে একটি সাদা পোশাক বেছে নিয়েছেন রুবিনা। সঙ্গে পরেছেন কিছু সোনার গয়না। তাহলে কি পর্দায় এবার নাগিন রূপে তাঁকে দেখা যাবে? প্রথমে শোনা যাচ্ছিল কালার্স-এর নাগিন ৬-এ দেখা যাবে রুবিনাকেই। কিন্তু এবার নাগিন রূপে দেখা যাচ্ছে বিগবস ১৫-র বিজয়ী তেজস্বী প্রকাশকে।