Rubina Dilaik: এক মাস পরে যমজ সন্তানের ছবি দেখালেন রুবিনা, কী নাম রাখলেন মেয়েদের? এ নাম আগে কখনও শোনেননি

Last Updated:
গত ২৭ নভেম্বর যমজ সন্তানের জন্ম দেন রুবিনা। ঠিক তার এক মাস পরে সন্তানদের মুখ দেখালেন অভিনেত্রী।
1/7
সম্প্রতি মা হয়েছেন অভিনেত্রী রুবিনা দিলায়ক। যমজ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
সম্প্রতি মা হয়েছেন অভিনেত্রী রুবিনা দিলায়ক। যমজ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
advertisement
2/7
বিগ বস ১৪-র বিজয়িনী রুবিনা দিলাইক। স্বামী অভিনব শুক্লাও একই সিজনের প্রতিযোগী ছিলেন।
বিগ বস ১৪-র বিজয়িনী রুবিনা দিলাইক। স্বামী অভিনব শুক্লাও একই সিজনের প্রতিযোগী ছিলেন।
advertisement
3/7
 হিন্দি টেলিভিশনের অতি জনপ্রিয় মুখ রুবিনা দিলায়ক। ‘ছোটি বহু’ ধারাবাহিকের দৌলতে দর্শকদের অন্দরমহলে বেশ পরিচিত রুবিনা। পাহাড়ি এই কন্য়া নাচেও অসাধারণ পারদর্শী।
হিন্দি টেলিভিশনের অতি জনপ্রিয় মুখ রুবিনা দিলায়ক। ‘ছোটি বহু’ ধারাবাহিকের দৌলতে দর্শকদের অন্দরমহলে বেশ পরিচিত রুবিনা। পাহাড়ি এই কন্য়া নাচেও অসাধারণ পারদর্শী।
advertisement
4/7
নয়া দায়িত্ব বেশ মন দিয়েই পালন করছেন দম্পতি। স্ত্রীর যথাসাধ্য় খেয়াল রাখছেন অভিনব
নয়া দায়িত্ব বেশ মন দিয়েই পালন করছেন দম্পতি। স্ত্রীর যথাসাধ্য় খেয়াল রাখছেন অভিনব
advertisement
5/7
গত ২৭ নভেম্বর যমজ সন্তানের জন্ম দেন রুবিনা। ঠিক তার এক মাস পরে সন্তানদের মুখ দেখালেন অভিনেত্রী। জানালেন নামও। মেয়েদের নাম রেখেছেন জীবা এবং ইধা।
গত ২৭ নভেম্বর যমজ সন্তানের জন্ম দেন রুবিনা। ঠিক তার এক মাস পরে সন্তানদের মুখ দেখালেন অভিনেত্রী। জানালেন নামও। মেয়েদের নাম রেখেছেন জীবা এবং ইধা।
advertisement
6/7
এক সময়ে টিভিতে রাজত্ব করতেন রুবিনা দিলায়েক। সন্ধ্যার নির্দিষ্ট স্লটে ঘরে ঘরে পৌঁছে যেত তাঁর বলিষ্ঠ অভিনয়।
এক সময়ে টিভিতে রাজত্ব করতেন রুবিনা দিলায়েক। সন্ধ্যার নির্দিষ্ট স্লটে ঘরে ঘরে পৌঁছে যেত তাঁর বলিষ্ঠ অভিনয়।
advertisement
7/7
এখন অবশ্য রুবিনার পরিচয় তিনি বিগ বসের বিজেতা। ‘বিগ বস’ এবং ‘খাতরোঁ কি খিলাড়ি’, ‘ঝলক দিখলা যা’ ছাড়াও রুবিনা একাধিক ধারাবাহিক ‘শক্তি: অস্তিত্ব কি এহসাস’, ‘পুনর্বিবাহ: এক নয়ি উম্মিদ’, ‘সিঁদুর বিন সুহাগন’, ‘ছোটি বহু’-এ অভিনয় করেছেন।
এখন অবশ্য রুবিনার পরিচয় তিনি বিগ বসের বিজেতা। ‘বিগ বস’ এবং ‘খাতরোঁ কি খিলাড়ি’, ‘ঝলক দিখলা যা’ ছাড়াও রুবিনা একাধিক ধারাবাহিক ‘শক্তি: অস্তিত্ব কি এহসাস’, ‘পুনর্বিবাহ: এক নয়ি উম্মিদ’, ‘সিঁদুর বিন সুহাগন’, ‘ছোটি বহু’-এ অভিনয় করেছেন।
advertisement
advertisement
advertisement