৫টি কারণ, কেন 'নাটু নাটু' গানটি গোল্ডেন গ্লোব পেল? কী কী এক্স ফ্যাক্টরে বাজিমাত!

Last Updated:
শ্যুটিং হয়েছে ইউক্রেনে। শুধু তা-ই নয়, সে দেশের প্রেসিডেন্ট জেলেনস্কির আবাসনের ঠিক বাইরে ক্যামেরা পেতেছিলেন এস এস রাজামৌলি।
1/6
বিশ্বমঞ্চে সমাদৃত এস এস রাজামৌলির 'আরআরআর'। গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসে সেরা সঙ্গীত বিভাগে পুরস্কৃত এই ছবির গান 'নাটু নাটু'। প্রথমবার এশিয়ান গান পেল গোল্ডেন গ্লোব। আনন্দে উচ্ছ্বসিত গোটা দেশ। কিন্তু ঠিক কোন কোন কারণে এই গানটির ঝুলিতে এই পুরস্কার? রইল পাঁচটি কারণ।
বিশ্বমঞ্চে সমাদৃত এস এস রাজামৌলির 'আরআরআর'। গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসে সেরা সঙ্গীত বিভাগে পুরস্কৃত এই ছবির গান 'নাটু নাটু'। প্রথমবার এশিয়ান গান পেল গোল্ডেন গ্লোব। আনন্দে উচ্ছ্বসিত গোটা দেশ। কিন্তু ঠিক কোন কোন কারণে এই গানটির ঝুলিতে এই পুরস্কার? রইল পাঁচটি কারণ।
advertisement
2/6
সোজা হুক স্টেপ দিয়ে কোরিওগ্রাফি- রাজামৌলি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এই গানটিকে তিনি কোনওভাবেই কঠিন স্টেপ দিয়ে বানাতে চাননি। সোজা হুক স্টেপ দিয়ে তৈরি হয়েছে কোরিওগ্রাফি। যাতে দর্শকরা স্টেপগুলি নকল করার চেষ্টা অন্তত করতে পারেন। তাঁর সেই পরিকল্পনা সফল। সোশ্যাল মিডিয়া জুড়ে এই নাচের সঙ্গে পা মেলানোর চেষ্টা করেছেন অনেকেই। সিগনেচার স্টেপ হিসেবে তৈরি হয়েছিল ১১০টি, যার মধ্যে অনুমোদন পায় মাত্র ৩টি। ৬০ দিন ধরে কোরিওগ্রাফি করা হয়েছে।
সোজা হুক স্টেপ দিয়ে কোরিওগ্রাফি- রাজামৌলি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এই গানটিকে তিনি কোনওভাবেই কঠিন স্টেপ দিয়ে বানাতে চাননি। সোজা হুক স্টেপ দিয়ে তৈরি হয়েছে কোরিওগ্রাফি। যাতে দর্শকরা স্টেপগুলি নকল করার চেষ্টা অন্তত করতে পারেন। তাঁর সেই পরিকল্পনা সফল। সোশ্যাল মিডিয়া জুড়ে এই নাচের সঙ্গে পা মেলানোর চেষ্টা করেছেন অনেকেই। সিগনেচার স্টেপ হিসেবে তৈরি হয়েছিল ১১০টি, যার মধ্যে অনুমোদন পায় মাত্র ৩টি। ৬০ দিন ধরে কোরিওগ্রাফি করা হয়েছে।
advertisement
3/6
শ্যুট লোকেশন- অনেকেই জানেন না, এই গানের দৃশ্য শ্যুট ভারতে হয়নি। শ্যুটিং হয়েছে ইউক্রেনে। শুধু তা-ই নয়, সে দেশের প্রেসিডেন্ট জেলেনস্কির আবাসনের ঠিক বাইরে ক্যামেরা পেতেছিলে এস এস রাজামৌলি। জেলেনস্কি নিজে একজন টেলিভিশন অভিনেতা বলে তিনি কোনও আপত্তি জানাননি। তাই শ্যুটিং হয়েছে কোনও বাধা ছাড়াই।
শ্যুট লোকেশন- অনেকেই জানেন না, এই গানের দৃশ্য শ্যুট ভারতে হয়নি। শ্যুটিং হয়েছে ইউক্রেনে। শুধু তা-ই নয়, সে দেশের প্রেসিডেন্ট জেলেনস্কির আবাসনের ঠিক বাইরে ক্যামেরা পেতেছিলে এস এস রাজামৌলি। জেলেনস্কি নিজে একজন টেলিভিশন অভিনেতা বলে তিনি কোনও আপত্তি জানাননি। তাই শ্যুটিং হয়েছে কোনও বাধা ছাড়াই।
advertisement
4/6
প্রত্যেকের ছন্দ মেলানো নাচ- এমন একটি তীব্র বেগের গানের প্রতিটি ছন্দে পা মিলেছে প্রত্যেকের। অত তীব্র গতিতে পা মেলানো যে সহজ নয়, তা দেখলেই স্পষ্ট। সেই প্রসঙ্গে ছবির অভিনেতা জুনিয়র এনটিআর জানিয়েছেন, রাজামৌলি এই বিষয়টি নিয়ে অত্যন্ত খুঁতখুঁতে ছিলেন। প্রত্যেকের পা যেন একই তালে পড়ে, তাতে জোর দিয়েছেন পরিচালক।
প্রত্যেকের ছন্দ মেলানো নাচ- এমন একটি তীব্র বেগের গানের প্রতিটি ছন্দে পা মিলেছে প্রত্যেকের। অত তীব্র গতিতে পা মেলানো যে সহজ নয়, তা দেখলেই স্পষ্ট। সেই প্রসঙ্গে ছবির অভিনেতা জুনিয়র এনটিআর জানিয়েছেন, রাজামৌলি এই বিষয়টি নিয়ে অত্যন্ত খুঁতখুঁতে ছিলেন। প্রত্যেকের পা যেন একই তালে পড়ে, তাতে জোর দিয়েছেন পরিচালক।
advertisement
5/6
গানের ৬-৮ ছন্দ- 'বাহুবলী' হোক বা 'আরআরআর', রাজামৌলি এবং এম এম কিরাভানির জুটি চিরকাল দর্শকের মন কেড়েছে। এই গান নিয়ে সুরকার বলেন, "আমরা ৬-৮ ছন্দে গানটা বানিয়েছি। আমরা চেয়েছিলাম এই গানের মধ্যে দিয়ে শারীরিক দক্ষতা এবং এনার্জি ফুটিয়ে তুলতে। যেই ছন্দে বানানো হয়েছে, তা খুব একটা সহজ নয়। আর পশ্চিমী দেশে এই ৬-৮ ছন্দে গান বেশি শোনা যায় না। ভারতে এবং আফ্রিকার কোনও কোনও অংশে এই ছন্দ শুনতে পাওয়া যায়। আমার ধারণা, সেটাই ওদের আরও বেশি আকর্ষণ করেছে।"
গানের ৬-৮ ছন্দ- 'বাহুবলী' হোক বা 'আরআরআর', রাজামৌলি এবং এম এম কিরাভানির জুটি চিরকাল দর্শকের মন কেড়েছে। এই গান নিয়ে সুরকার বলেন, "আমরা ৬-৮ ছন্দে গানটা বানিয়েছি। আমরা চেয়েছিলাম এই গানের মধ্যে দিয়ে শারীরিক দক্ষতা এবং এনার্জি ফুটিয়ে তুলতে। যেই ছন্দে বানানো হয়েছে, তা খুব একটা সহজ নয়। আর পশ্চিমী দেশে এই ৬-৮ ছন্দে গান বেশি শোনা যায় না। ভারতে এবং আফ্রিকার কোনও কোনও অংশে এই ছন্দ শুনতে পাওয়া যায়। আমার ধারণা, সেটাই ওদের আরও বেশি আকর্ষণ করেছে।"
advertisement
6/6
গানের দৃশ্যায়ন- শ্যুট হয়েছে ইউক্রেনে। নাচ হয়েছে ছন্দে। গল্পের মোচড় দুর্দান্ত। সব মিলিয়ে অ্যাকশন প্যাকড ছবিতে এই গানটি মুক্ত বাতাসের মতো। আর তাকে যেন পর্দায় সুন্দর দেখতে লাগে, তার প্রচেষ্টা ছিল সকলের। তার জন্য অনেক ঘাম ঝরাতে হয়েছে। শ্যুটের আগে ৩০ দিন এই নাচটির অনুশীলন করা হয়েছে। ২০ দিন ধরে শ্যুটিং হয়েছে। কলাকুশলীর সংখ্যা ছিল ২ হাজার। ১৮টি রিটেক। এনটিআর-এর কথায় জানা যায়, শ্যুটিংয়ের সময়ে প্রতিটি শট রেকর্ড করেছেন নিজে। প্রত্যেক শটের পর শ্যুট থামিয়ে মন দিয়ে দেখেছেন রাজামৌলি, কোথাও যদি মনে হত, পা বা হাত মেলেনি এক চিলতে, অমনি আবার গোটাটা শ্যুট হত। ওই রকম হাই-এনার্জির একটি গান ১৮তম টেকের পর মুখে হাসি ফোটে রাজামৌলির।
গানের দৃশ্যায়ন- শ্যুট হয়েছে ইউক্রেনে। নাচ হয়েছে ছন্দে। গল্পের মোচড় দুর্দান্ত। সব মিলিয়ে অ্যাকশন প্যাকড ছবিতে এই গানটি মুক্ত বাতাসের মতো। আর তাকে যেন পর্দায় সুন্দর দেখতে লাগে, তার প্রচেষ্টা ছিল সকলের। তার জন্য অনেক ঘাম ঝরাতে হয়েছে। শ্যুটের আগে ৩০ দিন এই নাচটির অনুশীলন করা হয়েছে। ২০ দিন ধরে শ্যুটিং হয়েছে। কলাকুশলীর সংখ্যা ছিল ২ হাজার। ১৮টি রিটেক। এনটিআর-এর কথায় জানা যায়, শ্যুটিংয়ের সময়ে প্রতিটি শট রেকর্ড করেছেন নিজে। প্রত্যেক শটের পর শ্যুট থামিয়ে মন দিয়ে দেখেছেন রাজামৌলি, কোথাও যদি মনে হত, পা বা হাত মেলেনি এক চিলতে, অমনি আবার গোটাটা শ্যুট হত। ওই রকম হাই-এনার্জির একটি গান ১৮তম টেকের পর মুখে হাসি ফোটে রাজামৌলির।
advertisement
advertisement
advertisement