গাঁটছড়া বাঁধছেন ‘তোমায় আমায় মিলে’-এর ঊষসী, বিয়ের পর কি অভিনয় করবেন রুশা

Last Updated:
Roosha Chatterje wedding: গাঁটছড়া বাঁধছেন আগামী ১৯ জানুয়ারি৷ পরের মাসেই উড়ে যাচ্ছেন নতুন ঠিকানায়৷
1/10
প্রায় দেড় দশক আগে তাঁর ধারাবাহিক ‘তোমায় আমায় মিলে’ ছিল জনপ্রিয়তার শীর্ষে৷ পর্দায় নিখিল ও ঊষসীর রসায়ন বা যুগলবন্দি হয়ে উঠেছিল দর্শকদের ড্রয়িং রুমের নিত্য বিনোদন৷
প্রায় দেড় দশক আগে তাঁর ধারাবাহিক ‘তোমায় আমায় মিলে’ ছিল জনপ্রিয়তার শীর্ষে৷ পর্দায় নিখিল ও ঊষসীর রসায়ন বা যুগলবন্দি হয়ে উঠেছিল দর্শকদের ড্রয়িং রুমের নিত্য বিনোদন৷
advertisement
2/10
সেই অনস্ক্রিন জুটি ভেঙে যাওয়ার পরও অভিনয় করেছেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়৷ তবে দীর্ঘ কেরিয়ারে আপাতত ইতিই টানছেন তিনি৷ বিয়ে করে পাড়ি দিচ্ছেন আমেরিকার সিয়াটলে৷
সেই অনস্ক্রিন জুটি ভেঙে যাওয়ার পরও অভিনয় করেছেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়৷ তবে দীর্ঘ কেরিয়ারে আপাতত ইতিই টানছেন তিনি৷ বিয়ে করে পাড়ি দিচ্ছেন আমেরিকার সিয়াটলে৷
advertisement
3/10
আমেরিকাবাসী সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারের সঙ্গে রুশা গাঁটছড়া বাঁধছেন আগামী ১৯ জানুয়ারি৷ পরের মাসেই উড়ে যাচ্ছেন নতুন ঠিকানায়৷
আমেরিকাবাসী সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারের সঙ্গে রুশা গাঁটছড়া বাঁধছেন আগামী ১৯ জানুয়ারি৷ পরের মাসেই উড়ে যাচ্ছেন নতুন ঠিকানায়৷
advertisement
4/10
চিরাচরিত বাঙালি রীতি মেনে বিয়ে করছেন তিনি৷ সাজবেন সাবেকি সাজে৷ জানা গিয়েছে, থাকছে আলতা পরার বিশেষ অনুষ্ঠান৷ তবে হচ্ছে না সঙ্গীত, মেহন্দির মতো আয়োজন৷
চিরাচরিত বাঙালি রীতি মেনে বিয়ে করছেন তিনি৷ সাজবেন সাবেকি সাজে৷ জানা গিয়েছে, থাকছে আলতা পরার বিশেষ অনুষ্ঠান৷ তবে হচ্ছে না সঙ্গীত, মেহন্দির মতো আয়োজন৷
advertisement
5/10
বিয়ের পর রিসেপশন হবে আগামী ২২ জানুয়ারি৷ সেই অনুষ্ঠানে রুশার পছন্দ লেহঙ্গা সাজ৷ শোনা যাচ্ছে, মধুচন্দ্রিমার জন্য তাঁদের ইচ্ছে ইউরোপীয় কোনও দেশ৷
বিয়ের পর রিসেপশন হবে আগামী ২২ জানুয়ারি৷ সেই অনুষ্ঠানে রুশার পছন্দ লেহঙ্গা সাজ৷ শোনা যাচ্ছে, মধুচন্দ্রিমার জন্য তাঁদের ইচ্ছে ইউরোপীয় কোনও দেশ৷
advertisement
6/10
বাবা মায়ের পছন্দ করা পাত্রকেই বিয়ে করছেন রুশা৷ কার্যত ‘তোমায় আমায় মিলে’-এর মতো অ্যারেঞ্জড কাম লভ ম্যারেজই এল তাঁর বাস্তব জীবনেও৷
বাবা মায়ের পছন্দ করা পাত্রকেই বিয়ে করছেন রুশা৷ কার্যত ‘তোমায় আমায় মিলে’-এর মতো অ্যারেঞ্জড কাম লভ ম্যারেজই এল তাঁর বাস্তব জীবনেও৷
advertisement
7/10
‘তোমায় আমায় মিলে’ প্রথম জনপ্রিয় ধারাবাহিক হলেও রুশাকে তার আগে দেখা গিয়েছিল ‘ওগো বধূ সুন্দরী’-তে ঋতাভরীর বোনের ভূমিকায়৷
‘তোমায় আমায় মিলে’ প্রথম জনপ্রিয় ধারাবাহিক হলেও রুশাকে তার আগে দেখা গিয়েছিল ‘ওগো বধূ সুন্দরী’-তে ঋতাভরীর বোনের ভূমিকায়৷
advertisement
8/10
এছাড়াও খেলাঘর, মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছে তাঁকে৷ কিছুদিন আগে ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে তিনি অভিনয় করেছিলেন অতিথি ভূমিকায়৷
এছাড়াও খেলাঘর, মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছে তাঁকে৷ কিছুদিন আগে ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে তিনি অভিনয় করেছিলেন অতিথি ভূমিকায়৷
advertisement
9/10
একটানা অভিনয় না করলেও সামাজিক মাধ্যমে রুশা বেশ জনপ্রিয়৷ আপাতত জনপ্রিয়তার বৃত্ত ছেড়ে তিনি মন দিচ্ছেন নতুন জীবনে৷
একটানা অভিনয় না করলেও সামাজিক মাধ্যমে রুশা বেশ জনপ্রিয়৷ আপাতত জনপ্রিয়তার বৃত্ত ছেড়ে তিনি মন দিচ্ছেন নতুন জীবনে৷
advertisement
10/10
এখন মন দিয়ে সংসার করতে চান রুশা৷ ঘোর সংসারী জীবন ছেড়ে আপাতত অভিনয়ে ফেরার পরিকল্পনা নেই৷
এখন মন দিয়ে সংসার করতে চান রুশা৷ ঘোর সংসারী জীবন ছেড়ে আপাতত অভিনয়ে ফেরার পরিকল্পনা নেই৷
advertisement
advertisement
advertisement