Saptapadi Song: 'পথ' বদলে হয়েছে 'পদ', সপ্তপদীর নতুন গানে মজাদার টুইস্ট রকস্টার রূপম ইসলামের

Last Updated:
সপ্তপদী বাংলার নানা পুরনো খাবার নতুন আঙ্গিকে ভোজনরসিকদের সামনে আনে৷ ঠিক সেভাবেই রূপম ইসলাম যে গান তৈরি করেছেন সেখানে সুর-ছন্দ কিছুটা বদলেছে ঠিকই, কিন্তু পুরনো সেই ম্যাজিকটা অটুট থাকছে৷
1/5
কলকাতার রেস্তোরাঁগুলির মধ্যে আরও একবার নজর কাড়ল সপ্তপদী রেস্তোরাঁ৷ এবার কোনও স্পেশ্যাল মেনু নয়, বরং তাঁদের গান এল সামন! ভাবছেন এটা আবার কী? এটাই তো বিশেষ চমক৷ এতদিন সপ্তপদী বললেই মনে হত উত্তম-সুচিত্রা জুটির বিশেষ সেই গান, এই পথ যদি না শেষ হয়৷ এবার এখানেই এল ট্যুইস্ট৷
কলকাতার রেস্তোরাঁগুলির মধ্যে আরও একবার নজর কাড়ল সপ্তপদী রেস্তোরাঁ৷ এবার কোনও স্পেশ্যাল মেনু নয়, বরং তাঁদের গান এল সামন! ভাবছেন এটা আবার কী? এটাই তো বিশেষ চমক৷ এতদিন সপ্তপদী বললেই মনে হত উত্তম-সুচিত্রা জুটির বিশেষ সেই গান, এই পথ যদি না শেষ হয়৷ এবার এখানেই এল ট্যুইস্ট৷
advertisement
2/5
খাবার ও সঙ্গীতের দারুণ মেলবন্ধন তৈরি করল সপ্তপদী রেস্তোরাঁ৷ তাঁদের বিশেষ উপস্থাপনা “ফুডসিক্যাল ফিল্ম”৷ যা প্রকাশিত হল রকস্টার রূপম ইসলামের হাত ধরে৷ রূপমের কথায় ও সুরে তৈরি হয়েছে এই গান৷ এই গানে তাঁকে বাইক চরতেও দেখা গিয়েছে৷ সপ্তপদীর কালজয়ী গানের সঙ্গে নতুন গানটি দুর্দান্ত ব্লেন্ড করেছেন রূপম৷
খাবার ও সঙ্গীতের দারুণ মেলবন্ধন তৈরি করল সপ্তপদী রেস্তোরাঁ৷ তাঁদের বিশেষ উপস্থাপনা “ফুডসিক্যাল ফিল্ম”৷ যা প্রকাশিত হল রকস্টার রূপম ইসলামের হাত ধরে৷ রূপমের কথায় ও সুরে তৈরি হয়েছে এই গান৷ এই গানে তাঁকে বাইক চরতেও দেখা গিয়েছে৷ সপ্তপদীর কালজয়ী গানের সঙ্গে নতুন গানটি দুর্দান্ত ব্লেন্ড করেছেন রূপম৷
advertisement
3/5
যেহেতু রেস্তোরাঁ কেন্দ্র করে গান, তাই তাতে উঠে এসেছে সপ্তপদীর বিভিন্ন জিভে জল আনা পদের নামও৷ যেমন কষা মাংস, সর্ষে ইলিশ, আলু পোস্ত, চিংড়ি মালাইকারি আরও বেশ কয়েকটা পদ৷ এই গানটা তৈরি করতে গিয়ে খুব আনন্দ পেয়েছেন, বলেছেন রূপম ইসলাম নিজেই৷
যেহেতু রেস্তোরাঁ কেন্দ্র করে গান, তাই তাতে উঠে এসেছে সপ্তপদীর বিভিন্ন জিভে জল আনা পদের নামও৷ যেমন কষা মাংস, সর্ষে ইলিশ, আলু পোস্ত, চিংড়ি মালাইকারি আরও বেশ কয়েকটা পদ৷ এই গানটা তৈরি করতে গিয়ে খুব আনন্দ পেয়েছেন, বলেছেন রূপম ইসলাম নিজেই৷
advertisement
4/5
সপ্তপদী বাংলার নানা পুরনো খাবার নতুন আঙ্গিকে ভোজনরসিকদের সামনে আনে৷ ঠিক সেভাবেই রূপম ইসলাম যে গান তৈরি করেছেন সেখানে সুর-ছন্দ কিছুটা বলেছে ঠিকই, কিন্তু পুরনো সেই ম্যাজিকটা অটুট থাকছে৷
সপ্তপদী বাংলার নানা পুরনো খাবার নতুন আঙ্গিকে ভোজনরসিকদের সামনে আনে৷ ঠিক সেভাবেই রূপম ইসলাম যে গান তৈরি করেছেন সেখানে সুর-ছন্দ কিছুটা বদলেছে ঠিকই, কিন্তু পুরনো সেই ম্যাজিকটা অটুট থাকছে৷
advertisement
5/5
গান তো গাইলেন রকস্টার, আর তাঁর পছন্দের সপ্তপদীর পদ কী কী? রূপমের সাফ উত্তর,
গান তো গাইলেন রকস্টার, আর তাঁর পছন্দের সপ্তপদীর পদ কী কী? রূপমের সাফ উত্তর," ভেটকি চিংড়ির পপকর্ন, মুরগির চিড়ে চ্যাপটা!"
advertisement
advertisement
advertisement