RJ Praveen: এবার ছাদনাতলায় বিখ্যাত রেডিও জকি! বিয়ের ছবি দিয়ে চমকে দিলেন প্রবীণ, দেখুন পাত্রীকে
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
শীতের মরশুম পড়তেই একের পর এক বিয়ে বাংলাজুড়ে। চারদিকে বিয়ের সানাই। সাধারণ মানুষের সঙ্গে পাল্লা দিয়ে বিয়ের মণ্ডপে তারকারাও। টলি পাড়ায় একে পর এক বিয়ে। তার মধ্যেই প্রকাশ্যে রেডিও জকি প্রবীণের বিয়ের ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
তাঁদের বিয়ের ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করে, তিনি স্বভাবসিদ্ধ রসিকতায় ক্যাপশনে শ্রদ্ধা কাপুর ও শাহিদ কাপুর অভিনীত ছবির গান লাইন লেখেন। প্রবীণ লেখেন, ' ক্যায়া সে ক্যায়া হো গায়া দেখতে দেখতে'। সেই পোস্টে তাঁর বহু অনুরাগী কমেন্ট করেন। একজন লেখেন 'অবশেষে, ভুল করেই ফেললেন' আর একজন লেখেন 'দুজনকে খুব সুন্দর মানিয়েছে, শুভকামনা রইল।"
advertisement