Ritabhari Chakraborty : প্রেমিকের সঙ্গে ঋতাভরীর বিদেশ ভ্রমণের নানা মুহূর্ত! কেমন কাটল সময়, দেখুন ছবিতে

Last Updated:
Ritabhari Chakraborty : সময় পেলেই বাক্স প্যাঁটরা গুছিয়ে বেড়াতে যান। এই মুহূর্তে ইউরোপের বিভিন্ন দেশে ছুটি কাটাচ্ছেন তিনি।
1/8
অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর পায়ের তলায় সর্ষে। সময় পেলেই বাক্স প্যাঁটরা গুছিয়ে বেড়াতে যান। এই মুহূর্তে ইউরোপের বিভিন্ন দেশে ছুটি কাটাচ্ছেন তিনি।
অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর পায়ের তলায় সর্ষে। সময় পেলেই বাক্স প্যাঁটরা গুছিয়ে বেড়াতে যান। এই মুহূর্তে ইউরোপের বিভিন্ন দেশে ছুটি কাটাচ্ছেন তিনি।
advertisement
2/8
তবে ঋতাভরী এবার একা নন। তাঁর সঙ্গে গিয়েছেন তাঁর প্রেমিক তথাগত চট্টোপাধ্যায়। কিছুদিন আগেই নিজের লাভ লাইফের কথা প্রকাশ্যে আনেন ঋতাভরী। তথাগত পেশায় মনরোগ বিশেষজ্ঞ। এছাড়া গানও করেন তিনি।
তবে ঋতাভরী এবার একা নন। তাঁর সঙ্গে গিয়েছেন তাঁর প্রেমিক তথাগত চট্টোপাধ্যায়। কিছুদিন আগেই নিজের লাভ লাইফের কথা প্রকাশ্যে আনেন ঋতাভরী। তথাগত পেশায় মনরোগ বিশেষজ্ঞ। এছাড়া গানও করেন তিনি।
advertisement
3/8
ইউরোপের দেশ নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম ঋতাভরীর প্রথম গন্তব্যস্থল। কফি প্রেমী ঋতাভরী ঠিক মনের মতো ক্যাফে খুঁজে নিয়েছেন।
ইউরোপের দেশ নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম ঋতাভরীর প্রথম গন্তব্যস্থল। কফি প্রেমী ঋতাভরী ঠিক মনের মতো ক্যাফে খুঁজে নিয়েছেন।
advertisement
4/8
পোস্টকার্ডস ফ্রম আমস্টারডাম। গোলাপি ফ্লোরাল ড্রেসের সঙ্গে গোলাপি সাইকেল। ঝুড়িতে একঝাঁক গোলাপি ফুল।
পোস্টকার্ডস ফ্রম আমস্টারডাম। গোলাপি ফ্লোরাল ড্রেসের সঙ্গে গোলাপি সাইকেল। ঝুড়িতে একঝাঁক গোলাপি ফুল।
advertisement
5/8
ঠিক যেন বার্বি ডল। বিদেশে গিয়ে ঋতাভরীর ছবিগুলি দেখলে বেড়াতে যেতে চাইবে আপনার মনও।
ঠিক যেন বার্বি ডল। বিদেশে গিয়ে ঋতাভরীর ছবিগুলি দেখলে বেড়াতে যেতে চাইবে আপনার মনও।
advertisement
6/8
ঋতাভরীর প্রিয় ফুল। একঝাঁক হলুদ ফুল এই ছবিকে আরও উজ্জ্বল করে তুলেছে।
ঋতাভরীর প্রিয় ফুল। একঝাঁক হলুদ ফুল এই ছবিকে আরও উজ্জ্বল করে তুলেছে।
advertisement
7/8
বিদেশের রাস্তায় এক পশলা বৃষ্টি। এই ছবিটি ইউরোপের আর এক দেশ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তোলা।
বিদেশের রাস্তায় এক পশলা বৃষ্টি। এই ছবিটি ইউরোপের আর এক দেশ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তোলা।
advertisement
8/8
বিদেশ ভ্রমণে একের পরে এক ছবি পোস্ট। ঋতাভরী এই ফোটোশ্যুটের জন্য বেছে নিয়েছেন গোলাপি ও সিলভারের একটি গাউন।
বিদেশ ভ্রমণে একের পরে এক ছবি পোস্ট। ঋতাভরী এই ফোটোশ্যুটের জন্য বেছে নিয়েছেন গোলাপি ও সিলভারের একটি গাউন।
advertisement
advertisement
advertisement