বি-টাউনে নামীদামি তারকাদের বিপরীতে অভিনয় করেছেন; অথচ কেরিয়ারের ভরাডুবির জন্য নিজেকেই দায়ী করলেন এই বাঙালি অভিনেত্রী

Last Updated:
প্রথম ছবি থেকেই খ্যাতির শিখরে উঠে এসেছিলেন অভিনেত্রী। এরপরে বেশ কিছু হিট ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। অথচ তা সত্ত্বেও কোনও কারণে তাঁর কেরিয়ার সেই উচ্চতায় উঠতে পারেনি।
1/6
আজ থেকে প্রায় একুশ বছর আগে অর্থাৎ ২০০৩ সালে ‘হাঙ্গামা’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন প্রতিভাময়ী অভিনেত্রী রিমি সেন। ওই ছবিতে তাঁকে বিনোদ খান্নার পুত্র অক্ষয় খান্নার বিপরীতে দেখা গিয়েছিল। প্রথম ছবি থেকেই খ্যাতির শিখরে উঠে এসেছিলেন অভিনেত্রী। এরপরে বেশ কিছু হিট ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। অথচ তা সত্ত্বেও কোনও কারণে তাঁর কেরিয়ার সেই উচ্চতায় উঠতে পারেনি।
আজ থেকে প্রায় একুশ বছর আগে অর্থাৎ ২০০৩ সালে ‘হাঙ্গামা’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন প্রতিভাময়ী অভিনেত্রী রিমি সেন। ওই ছবিতে তাঁকে বিনোদ খান্নার পুত্র অক্ষয় খান্নার বিপরীতে দেখা গিয়েছিল। প্রথম ছবি থেকেই খ্যাতির শিখরে উঠে এসেছিলেন অভিনেত্রী। এরপরে বেশ কিছু হিট ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। অথচ তা সত্ত্বেও কোনও কারণে তাঁর কেরিয়ার সেই উচ্চতায় উঠতে পারেনি।
advertisement
2/6
রিমি সেনের ঝুলিতে রয়েছে ‘হাঙ্গামা’, ‘ধুম’, ‘দিওয়ানে হুয়ে পাগল’ এবং ‘ফির হেরা ফেরি’-র মতো ছবি। আর তাঁর বেশির ভাগ ছবিই কমেডি ধারার। অভিনেত্রী জানিয়েছিলেন যে, তেমন ভাল চরিত্র পান না বলেই বলিউড থেকে দূরত্ব বাড়িয়েছেন তিনি।
রিমি সেনের ঝুলিতে রয়েছে ‘হাঙ্গামা’, ‘ধুম’, ‘দিওয়ানে হুয়ে পাগল’ এবং ‘ফির হেরা ফেরি’-র মতো ছবি। আর তাঁর বেশির ভাগ ছবিই কমেডি ধারার। অভিনেত্রী জানিয়েছিলেন যে, তেমন ভাল চরিত্র পান না বলেই বলিউড থেকে দূরত্ব বাড়িয়েছেন তিনি।
advertisement
3/6
হিন্দুস্তান টাইমস-এ প্রকাশিত এক খবরে জানা গিয়েছে, “বারবার একই রকম কমেডি ধারার ছবিতে অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। একই ধরনের চরিত্রের অফার আসত। আসলে আমি আমার পছন্দমতো কাজ পাচ্ছিলাম না।”
হিন্দুস্তান টাইমস-এ প্রকাশিত এক খবরে জানা গিয়েছে, “বারবার একই রকম কমেডি ধারার ছবিতে অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। একই ধরনের চরিত্রের অফার আসত। আসলে আমি আমার পছন্দমতো কাজ পাচ্ছিলাম না।”
advertisement
4/6
নবভারত টাইমস অনলাইন-এর সঙ্গে এক আলাপচারিতায় অভিনেত্রী বলেন যে, “আমি নিজের হাতেই নিজের কেরিয়ার শেষ করে দিয়েছি।” অর্থাৎ কেরিয়ারে ভরাডুবির জন্য শুধুমাত্র নিজেকেই দায়ী করেছেন তিনি। অবশ্য কেরিয়ারে একাধিক হিট ছবি দিয়েছেন রিমি। কাজ করেছেন বড় বড় তারকাদের সঙ্গেও। গোলমাল ছবিতে অজয় দেবগনের বিপরীতে দেখা গিয়েছিল রিমি সেনকে।
নবভারত টাইমস অনলাইন-এর সঙ্গে এক আলাপচারিতায় অভিনেত্রী বলেন যে, “আমি নিজের হাতেই নিজের কেরিয়ার শেষ করে দিয়েছি।” অর্থাৎ কেরিয়ারে ভরাডুবির জন্য শুধুমাত্র নিজেকেই দায়ী করেছেন তিনি। অবশ্য কেরিয়ারে একাধিক হিট ছবি দিয়েছেন রিমি। কাজ করেছেন বড় বড় তারকাদের সঙ্গেও। গোলমাল ছবিতে অজয় দেবগনের বিপরীতে দেখা গিয়েছিল রিমি সেনকে।
advertisement
5/6
একটি সাক্ষাৎকারে রিমি সেন নিজের কেরিয়ার এবং সলমন খানের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণের কথাও জানিয়েছিলেন। সলমন খানের সঙ্গে কাজের বিষয়ে কেন কথা বলছেন না, এই প্রশ্নের জবাবে রিমি বলেন, তিনি সলমনের থেকে কোনও সাহায্য নিতে চান না, কারণ তাঁর দ্বারা ভুল হয়ে থাকলে তিনি আর সলমনের থেকে সাহায্য নেবেন না।
একটি সাক্ষাৎকারে রিমি সেন নিজের কেরিয়ার এবং সলমন খানের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণের কথাও জানিয়েছিলেন। সলমন খানের সঙ্গে কাজের বিষয়ে কেন কথা বলছেন না, এই প্রশ্নের জবাবে রিমি বলেন, তিনি সলমনের থেকে কোনও সাহায্য নিতে চান না, কারণ তাঁর দ্বারা ভুল হয়ে থাকলে তিনি আর সলমনের থেকে সাহায্য নেবেন না।
advertisement
6/6
প্রসঙ্গত ২০১১ সালেই শেষ বারের মতো ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল রিমি সেনকে। এরপরে আচমকাই রুপোলি দুনিয়া থেকে যেন হারিয়ে যান অভিনেত্রী। সেই সঙ্গে অভিনয়জীবন থেকেও দূরত্ব বাড়িয়ে নিয়েছিলেন। কেরিয়ারকে দ্বিতীয় সুযোগ দেওয়ার জন্য বিগ বস-এ অংশ নিয়েছিলেন রিমি। কিন্তু তাতে তাঁর কেরিয়ারের বিশেষ উপকার হয়নি।
প্রসঙ্গত ২০১১ সালেই শেষ বারের মতো ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল রিমি সেনকে। এরপরে আচমকাই রুপোলি দুনিয়া থেকে যেন হারিয়ে যান অভিনেত্রী। সেই সঙ্গে অভিনয়জীবন থেকেও দূরত্ব বাড়িয়ে নিয়েছিলেন। কেরিয়ারকে দ্বিতীয় সুযোগ দেওয়ার জন্য বিগ বস-এ অংশ নিয়েছিলেন রিমি। কিন্তু তাতে তাঁর কেরিয়ারের বিশেষ উপকার হয়নি।
advertisement
advertisement
advertisement