আড়াই বছর আগে 'গোপন বিয়ে'! আবার বিয়ে করার সিদ্ধান্ত নিলেন কেন রিচা-আলি

Last Updated:
বলি তারকাদের সঙ্গে আজ নবদম্পতি পার্টিতে মেতেছেন বাণিজ্যনগরীতে। উপস্থিত ছিলেন হৃতিক, সাবা, ভিকি, মনোজ, তাপসী, দিব্যা, করিশ্মা, স্বরা, সানিয়া, রেণুকা, আশুতোষ, টাব্বু, বিশাল, কুবরা, কল্কি, সায়নী, লিলেট প্রমুখ।
1/7
আলি ফজল ও রিচা চাড্ডা। প্রেমের বয়স ৭ বয়স। বিয়ের বয়স? সকলেই জানেন, জন্ম হতে চলেছে মাত্র। আগামী ৬ অক্টোবর বিয়ে করবেন তাঁরা।
আলি ফজল ও রিচা চাড্ডা। প্রেমের বয়স ৭ বয়স। বিয়ের বয়স? সকলেই জানেন, জন্ম হতে চলেছে মাত্র। আগামী ৬ অক্টোবর বিয়ে করবেন তাঁরা।
advertisement
2/7
কিন্তু এই তথ্য যে সামান্য ভুল! সদ্য অজানা তথ্য জানালেন, দুই তারকার মুখপাত্র। রিচা এবং আলি গত আড়াই বছর ধরেই বিবাহিত। এ তো কেবল আনুষ্ঠানিক। খাতায় কলমে অনেক আগেই বিয়ে সেরে নিয়েছিলেন তাঁরা।
কিন্তু এই তথ্য যে সামান্য ভুল! সদ্য অজানা তথ্য জানালেন, দুই তারকার মুখপাত্র। রিচা এবং আলি গত আড়াই বছর ধরেই বিবাহিত। এ তো কেবল আনুষ্ঠানিক। খাতায় কলমে অনেক আগেই বিয়ে সেরে নিয়েছিলেন তাঁরা।
advertisement
3/7
অর্থাৎ আড়াই বছর আগেই 'গোপন বিয়ে' সেরেছিলেন তারকা যুগল! আবারও বেশ কয়েক দিন ব্যাপী অনুষ্ঠান করছেন তাঁরা। দ্বিতীয় বার বিয়ে করার সিদ্ধান্ত নিলেন কেন রিচা-আলি?
অর্থাৎ আড়াই বছর আগেই 'গোপন বিয়ে' সেরেছিলেন তারকা যুগল! আবারও বেশ কয়েক দিন ব্যাপী অনুষ্ঠান করছেন তাঁরা। দ্বিতীয় বার বিয়ে করার সিদ্ধান্ত নিলেন কেন রিচা-আলি?
advertisement
4/7
করোনা অতিমারির জেরে তাঁদের আনুষ্ঠানিক বিয়ের পরিকল্পনা স্থগিত করা হয়েছিল। রিচা এবং আলির মুখপাত্র যে বিবৃতি প্রকাশ করেছেন, তাতে লেখা ''রিচা চাড্ডা এবং আলি ফজল আইনত আড়াই বছর ধরে বিবাহিত। বর্তমানে, বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে তাঁদের মিলনের উদযাপন করার জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।''
করোনা অতিমারির জেরে তাঁদের আনুষ্ঠানিক বিয়ের পরিকল্পনা স্থগিত করা হয়েছিল। রিচা এবং আলির মুখপাত্র যে বিবৃতি প্রকাশ করেছেন, তাতে লেখা ''রিচা চাড্ডা এবং আলি ফজল আইনত আড়াই বছর ধরে বিবাহিত। বর্তমানে, বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে তাঁদের মিলনের উদযাপন করার জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।''
advertisement
5/7
সেপ্টেম্বরের শেষ থেকেই শুরু হয়েছে বিয়ের সেলিব্রেশন, চলবে অক্টোবর শুরু পর্যন্ত। দিল্লির রাজকীয় ঐতিহ্যবাহী দুর্গে তিন দিনের প্রাক-বিবাহ অনুষ্ঠান। লখনউতে বিয়ের অনুষ্ঠান। তারপরই আজ, মঙ্গলবার মুম্বইয়ের পাঁচতারা হোটেলে বিয়ে ইন্ডাস্ট্রির বন্ধু এবং সহকর্মীর জন্য পার্টি।
সেপ্টেম্বরের শেষ থেকেই শুরু হয়েছে বিয়ের সেলিব্রেশন, চলবে অক্টোবর শুরু পর্যন্ত। দিল্লির রাজকীয় ঐতিহ্যবাহী দুর্গে তিন দিনের প্রাক-বিবাহ অনুষ্ঠান। লখনউতে বিয়ের অনুষ্ঠান। তারপরই আজ, মঙ্গলবার মুম্বইয়ের পাঁচতারা হোটেলে বিয়ে ইন্ডাস্ট্রির বন্ধু এবং সহকর্মীর জন্য পার্টি।
advertisement
6/7
বলি তারকাদের সঙ্গে আজ নবদম্পতি পার্টিতে মেতেছেন বাণিজ্যনগরীতে। উপস্থিত ছিলেন হৃতিক রোশন, সাবা আজাদ, ভিকি কৌশল, মনোজ বাজপেয়ী, তাপসী পান্নু, দিব্যা দত্ত, করিশ্মা তন্না, স্বরা ভাস্কর, সানিয়া মালহোত্রা, রেণুকা সাহানে, আশুতোষ রানা, টাব্বু, বিশাল ভরদ্বাজ, কুবরা শেঠ, কল্কি কেঁকলা, সায়নী গুপ্তা, লিলেট দুবে প্রমুখ।
বলি তারকাদের সঙ্গে আজ নবদম্পতি পার্টিতে মেতেছেন বাণিজ্যনগরীতে। উপস্থিত ছিলেন হৃতিক রোশন, সাবা আজাদ, ভিকি কৌশল, মনোজ বাজপেয়ী, তাপসী পান্নু, দিব্যা দত্ত, করিশ্মা তন্না, স্বরা ভাস্কর, সানিয়া মালহোত্রা, রেণুকা সাহানে, আশুতোষ রানা, টাব্বু, বিশাল ভরদ্বাজ, কুবরা শেঠ, কল্কি কেঁকলা, সায়নী গুপ্তা, লিলেট দুবে প্রমুখ।
advertisement
7/7
করোনার জন্য যে ইচ্ছাপূরণে বাধা পড়েছিল, তা সম্পূর্ণ করতেই এত দিন ব্যাপী এই অনুষ্ঠান। কেবল খাতায় কলমে সই করে মন ভরেনি 'রিআলি'র। তাই এই বন্দোবস্ত।
করোনার জন্য যে ইচ্ছাপূরণে বাধা পড়েছিল, তা সম্পূর্ণ করতেই এত দিন ব্যাপী এই অনুষ্ঠান। কেবল খাতায় কলমে সই করে মন ভরেনি 'রিআলি'র। তাই এই বন্দোবস্ত।
advertisement
advertisement
advertisement