দেশের ৭৩তম প্রজাতন্ত্র দিবস। বলিউডে জাতীয়তাবোধ নিয়ে দেশকে গর্বিত করার ছবির সংখ্যা কম নয় (Republic Day 2022)। দর্শকের মনে এমনই দেশাত্মবোধক ছবিতে ইউনিফর্ম পরে বাজিমাত করেছেন অভিনেতারা (Republic Day 2022)। তালিকায় রয়েছেন ভিকি কৌশল থেকে সিদ্ধার্থ মালহোত্রা। দেখুন রয়েছেন আর কোন কোন অভিনেতা...
2/ 7
পরিচালক আদিত্য ধরের উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক ছবিতে ভিকি কৌশলকে দেখা গিয়েছিল সেনা জওয়ানের ভূমিকায় (Republic Day 2022)। মেজর বিহান শেরগিলের চরিত্রে দর্শকের মন জয় করেছিলেন ভিকি। এটি বলিউডের অন্যতম সেরা হিট ছবি।
3/ 7
সম্প্রতি কার্গিল যুদ্ধের নায়ক ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে শেরশাহ ছবিতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। পরিটালক বিষ্ণবর্ধনের এই ছবিতে দর্শকমনে ব্যাপক সাড়া ফেলেছে। করোনার কারণে হলে মুক্তি না পেলেও, ওটিটি-তেই হিট ছবি। রয়েছেন কিয়ারা আডবানীও।
4/ 7
পরমাণু: দ্য স্টোরি অফ পোখরান-এ পোখরান নিউক্লিয়ার টেস্ট দলের নায়ক অশ্বত রায়নার চরিত্রে অভিনয় করেছিলেন জন আব্রাহাম। পরমাণু পরীক্ষার উপর তৈরি এই ছবির পরিচালক ছিলেন অভিষেক শর্মা। ২০১৩-এ মুক্তি পেয়েছিল অফিসার বিক্রম সিংয়ের গল্প ম্যাডরাস ক্যাফে।
5/ 7
ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া ছবিতে স্কোয়াড্রন লিডার বিজয় করণিকের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন অজয় দেবগণ। ছবির পরিচালক ছিলেন অভিষেক দুধাইয়া। গুজরাতের এয়ারবেসে ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের উপর তৈরি এই ছবি।
6/ 7
একাধিক ছবিতে ইউনিফর্ম পরেছেন অক্ষয় কুমার। ২০১৪ সালে হলিডে: এ সোলজার ইজ নেভার অফ ডিউটি-তে অভিনয় করেছিলেন অক্ষয়। এর পর নীরজ পান্ডের বেবি ছবিতে র এজেন্টের ভূমিকায় কাজ করেছিলেন অভিনেতা।
7/ 7
অদিভি শেষ মেজর সন্দীপ উন্নিকৃষ্ণণের ভূমিকায় অভিনয় করতে চলেছেন। ২০০৮ সালের ২৬/১১ নিয়ে তৈরি ছবিতে অভিনয় করবেন তিনি। এ বছরেই মুক্তি পাবে এই ছবি।