মহম্মদ রফির জন্মশতবার্ষিকী উদযাপন, ক্যালেন্ডারের পাতায় রফির বিভিন্ন মুডের ছবি, সঙ্গে সমাজ কল্যাণের উদ্যোগ
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এটি সমাজের দুঃস্থ শিশুদের জীবন বাঁচাতে এক শক্তিশালী অবলম্বন হয়ে উঠেছে। এই উদ্যোগের মাধ্যমে পঞ্চাশটি ছোট্ট সুপারহিরোদের হার্ট অপারেশন সফলভাবে সম্ভব হয়েছে।
রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটি আয়োজিত 'ড্রাইভ হৃদয়া কার র‍্যালি কলকাতার অন্যতম বিশেষ অনুষ্ঠান। এবছর এর ষষ্ঠ সিজন, এই র‍্যালি কেবল একটি রোমাঞ্চকর গাড়ির দৌড় নয় বরং তার চেয়েও বেশি কিছু। এটি সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জীবন বাঁচাতে এক শক্তিশালী অবলম্বন হয়ে উঠেছে। এই উদ্যোগের মাধ্যমে পঞ্চাশটি ছোট্ট সুপারহিরোদের হার্ট অপারেশন সফলভাবে সম্ভব হয়েছে।
advertisement
advertisement
এই অনুষ্ঠানের মূল থিম হলো "হৃদয়", কারণ সুবিধাবঞ্চিত শিশুদের হৃদয়কে সুরক্ষিত রাখতে এই উদ্যোগ। সেই কারণেই এই ক্যালেন্ডারটিও অনুষ্ঠানের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং অনুষ্ঠানের উদ্দেশ্যকে অনুপ্রাণিত করে এবং এই অনন্য ক্যালেন্ডারের মাধ্যমে রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটি তাদের উদ্যোগ "ড্রাইভ হৃদয়া" সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে অবিচল।
advertisement
advertisement