Shaka laka Boom Boom- এর মিষ্টি ছেলেটিকে মনে আছে? কী করছেন সেই 'সঞ্জু'? এখন তাঁকে দেখলে মাথা ঘুরে যাবে!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
'শাকা লাকা বুম বুম'... এই গানটি মনে করে কেউ কেউ হয়তো এর মধ্যেই ফের শৈশবে ফিরে গিয়েছেন। ভাবতে পারেন, সেই ছোট্ট সঞ্জু এখন সুদর্শন এই যুবক! শুধু তা-ই নয়, সে এখন বিবাহিত।
Shaka Laka Boom Boom Fame Kinshuk Vaidya: ছোট পর্দার বিখ্যাত হিন্দি শো 'শাকা লাকা বুম বুম'-এর কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে! এই শো মাতিয়ে রাখত যে ছোট্ট মিষ্টি ছেলে, সঞ্জু, সে এখন কোথায় জানেন? কী করছে সঞ্জু? সম্প্রতি তার কিছু ছবি প্রকাশ্যে আসতেই হইচই নেটদুনিয়ায়! এ কী কাণ্ড! 'সঞ্জু' চরিত্রে অভিনয় করা অভিনেতা কিংশুক বৈদ্য আবারও খবরে।
advertisement
১৯ বছর আগে বাচ্চাদের শো 'শাকা লাকা বুম বুম' বেশ জনপ্রিয় হয়েছিল। শোটি একটি ম্যাজিক পেন্সিলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল যা সেই সময়ে বাচ্চাদের সঙ্গে বড়রাও বসে বসে দেখত। শোতে, সঞ্জু তার ম্যাজিক পেন্সিল দিয়ে যা আঁকত তা 'শাকা লাকা বুম বুম' বলার সঙ্গে সঙ্গেই বাস্তবে পরিণত হত। সঞ্জু চরিত্রে অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিল ছোট্ট কিংশুক।
advertisement
advertisement
advertisement
advertisement
'রাধা কৃষ্ণ', 'এক রিশতা সাজেদারি কা'-র মতো শোতেও কিংশুক প্রশংসা পেয়েছেন পরবর্তীকালে। কিংশুক বৈদ্য ছাড়াও 'শাকা লাকা বুম বুম' ছবিতে আরও দুই শিশুশিল্পীকে দেখা গিয়েছে, যারা আজ টিভি ও চলচ্চিত্র জগতে বড় নাম হয়ে উঠেছে। এই দুই অভিনেতার নাম হংসিকা মোতওয়ানি এবং জেনিফার উইঙ্গেট। যদিও হংসিকা সিনেমা জগতে সক্রিয়, জেনিফার উইঙ্গেট টেলিভিশন ইন্ডাস্ট্রিতে নাম করেছেন।
advertisement
advertisement
advertisement
কিংশুক বৈদ্য 'কে তো হ্যায় আলবেলা' ছবিতে অভিনয়ের জন্য বর্তমানে বিশেষ ভাবে পরিচিত। এটি তামিল সিরিজ ইরামানা রোজাভের উপর ভিত্তি করে তৈরি, যেটি মোট 807টি পর্ব সম্প্রচারের পর 2021 সালে শেষ হওয়ার আগে তিন বছর ধরে সফলভাবে চালানো হয়েছিল। অনুষ্ঠানটির হিন্দি রূপান্তরটি এর অনন্য কাহিনী এবং আকর্ষক পারফরম্যান্সের মাধ্যমে দর্শকদের মন জিতেছিল।