Rekha || Untold True Story: কোটি কোটি টাকার সম্পত্তির মালকিন... বলিউডের গ্ল্যামার কুইন Rekha! তবু বার বার 'একই' শাড়ি কেন পরেন রেখা? কারণ শুনলে চমকে যাবেন!

Last Updated:
Rekha Untold True Story: এতই ঘটনা পূর্ণ জীবন রেখার যে বলিউডের এই অভিনেত্রীকে নিয়ে মিথের শেষ নেই আরব সাগরের তীরে। শেষ নেই অনুরাগীদের কৌতূহলেরও! স্বভাবাবিকভাবেই এই শাড়ি পরার নিয়ম নিয়েও তাঁর জীবনে কোনও অন্য গল্প আছে কিনা জানার ইচ্ছে ভক্তদেরও।
1/10
এককথায় এভারগ্রীন সুন্দরী বলিউড অভিনেত্রী রেখা। বর্তমানে তাঁর বয়স ৬৭ বছর। কিন্তু বয়সকে গুলি মেরে ইতিমধ্যেই চিরযৌবনা সুন্দরী হিসেবে বার বার উঠে এসেছে তাঁর নাম। চুল থেকে চোখ, সবেতেই তিনি যে চির সবুজ। তাঁকে দেখলে তাঁর বয়স বোঝার উপায় নেই।
এককথায় এভারগ্রীন সুন্দরী বলিউড অভিনেত্রী রেখা। বর্তমানে তাঁর বয়স ৬৭ বছর। কিন্তু বয়সকে গুলি মেরে ইতিমধ্যেই চিরযৌবনা সুন্দরী হিসেবে বার বার উঠে এসেছে তাঁর নাম। চুল থেকে চোখ, সবেতেই তিনি যে চির সবুজ। তাঁকে দেখলে তাঁর বয়স বোঝার উপায় নেই।
advertisement
2/10
এককথায় এভারগ্রীন সুন্দরী বলিউড অভিনেত্রী রেখা। বর্তমানে তাঁর বয়স ৬৭ বছর। কিন্তু বয়সকে গুলি মেরে ইতিমধ্যেই চিরযৌবনা সুন্দরী হিসেবে বার বার উঠে এসেছে তাঁর নাম। চুল থেকে চোখ, সবেতেই তিনি যে চির সবুজ। তাঁকে দেখলে তাঁর বয়স বোঝার উপায় নেই। রেখার মতো সুন্দরীর গ্ল্যামার দেখলে হিংসেতে জ্বলে পুড়ে মরেন অষ্টাদশীরাও। রেখা যে তাঁর সমসাময়িক অভিনেত্রীদের চাইতে অনেক বেশি সুন্দরী তা তাঁর অতি বড় নিন্দুকেও স্বীকার করে নেবেন।
এককথায় এভারগ্রীন সুন্দরী বলিউড অভিনেত্রী রেখা। বর্তমানে তাঁর বয়স ৬৭ বছর। কিন্তু বয়সকে গুলি মেরে ইতিমধ্যেই চিরযৌবনা সুন্দরী হিসেবে বার বার উঠে এসেছে তাঁর নাম। চুল থেকে চোখ, সবেতেই তিনি যে চির সবুজ। তাঁকে দেখলে তাঁর বয়স বোঝার উপায় নেই। রেখার মতো সুন্দরীর গ্ল্যামার দেখলে হিংসেতে জ্বলে পুড়ে মরেন অষ্টাদশীরাও। রেখা যে তাঁর সমসাময়িক অভিনেত্রীদের চাইতে অনেক বেশি সুন্দরী তা তাঁর অতি বড় নিন্দুকেও স্বীকার করে নেবেন।
advertisement
3/10
বলিউডের সেলিব্রিটি পার্টি হোক কিংবা অ্যাওয়ার্ড অনুষ্ঠান, রেখার উপস্থিতির সঙ্গে সঙ্গে সেখানে যেন চাঁদের হাট বসে। কাঞ্জিভরম শাড়ি, তার সঙ্গে ভারী গয়না, একমাথা সিঁদুর এবং সেই সঙ্গে মানানসই মেকআপ, রেখাকে দেখলে যেন চোখ ফেরানো যায় না। আজ পর্যন্ত কখনও তাকে শাড়ি ছাড়া দেখা যায়নি। আবার শাড়ির মধ্যে কাঞ্জিভরম তার প্রথম পছন্দ। কিন্তু কেন সবসময় এই একই ধরণের শাড়ি বেছে নেন বলিউড সুন্দরী?
বলিউডের সেলিব্রিটি পার্টি হোক কিংবা অ্যাওয়ার্ড অনুষ্ঠান, রেখার উপস্থিতির সঙ্গে সঙ্গে সেখানে যেন চাঁদের হাট বসে। কাঞ্জিভরম শাড়ি, তার সঙ্গে ভারী গয়না, একমাথা সিঁদুর এবং সেই সঙ্গে মানানসই মেকআপ, রেখাকে দেখলে যেন চোখ ফেরানো যায় না। আজ পর্যন্ত কখনও তাকে শাড়ি ছাড়া দেখা যায়নি। আবার শাড়ির মধ্যে কাঞ্জিভরম তার প্রথম পছন্দ। কিন্তু কেন সবসময় এই একই ধরণের শাড়ি বেছে নেন বলিউড সুন্দরী?
advertisement
4/10
আজ পর্যন্ত কখনও তাকে শাড়ি ছাড়া দেখা যায়নি। আবার শাড়ির মধ্যে কাঞ্জিভরম তার প্রথম পছন্দ। কিন্তু কেন সবসময় এই একই ধরণের শাড়ি বেছে নেন বলিউড সুন্দরী?
আজ পর্যন্ত কখনও তাকে শাড়ি ছাড়া দেখা যায়নি। আবার শাড়ির মধ্যে কাঞ্জিভরম তার প্রথম পছন্দ। কিন্তু কেন সবসময় এই একই ধরণের শাড়ি বেছে নেন বলিউড সুন্দরী?
advertisement
5/10
বস্তুত এতই ঘটনা পূর্ণ জীবন রেখার যে বলিউডের এই অভিনেত্রীকে নিয়ে মিথের শেষ নেই আরব সাগরের তীরে। শেষ নেই অনুরাগীদের কৌতূহলেরও! স্বভাবাবিকভাবেই এই শাড়ি পরার নিয়ম নিয়েও তাঁর জীবনে কোনও অন্য গল্প আছে কিনা জানার ইচ্ছে ভক্তদেরও।
বস্তুত এতই ঘটনা পূর্ণ জীবন রেখার যে বলিউডের এই অভিনেত্রীকে নিয়ে মিথের শেষ নেই আরব সাগরের তীরে। শেষ নেই অনুরাগীদের কৌতূহলেরও! স্বভাবাবিকভাবেই এই শাড়ি পরার নিয়ম নিয়েও তাঁর জীবনে কোনও অন্য গল্প আছে কিনা জানার ইচ্ছে ভক্তদেরও।
advertisement
6/10
রেখা যখন যেখানেই যান তাকে কাঞ্জিভরম শাড়িতেই দেখা যায় শুধু। এই নিয়ে অনেক সময় তাকে প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছে। কেন সব সময় শুধু কাঞ্জিভরম শাড়িই পরেন রেখা? অন্য কোনও শাড়ির প্রতি তার টান নেই কেন? এই প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী নিজেই।
রেখা যখন যেখানেই যান তাকে কাঞ্জিভরম শাড়িতেই দেখা যায় শুধু। এই নিয়ে অনেক সময় তাকে প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছে। কেন সব সময় শুধু কাঞ্জিভরম শাড়িই পরেন রেখা? অন্য কোনও শাড়ির প্রতি তার টান নেই কেন? এই প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী নিজেই।
advertisement
7/10
সম্প্রতি একটি অনুষ্ঠানে এই প্রশ্নের উত্তর দিয়েছেন রেখা। তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেখানে তাকে বলতে শোনা যায় কাঞ্জিভরম শাড়ির প্রতি তার এত টানের আসল কারণ ঠিক কী। রেখা বলেন, বিষয়টি তার একান্তই ব্যক্তিগত তবে গোপনীয় নয়।
সম্প্রতি একটি অনুষ্ঠানে এই প্রশ্নের উত্তর দিয়েছেন রেখা। তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেখানে তাকে বলতে শোনা যায় কাঞ্জিভরম শাড়ির প্রতি তার এত টানের আসল কারণ ঠিক কী। রেখা বলেন, বিষয়টি তার একান্তই ব্যক্তিগত তবে গোপনীয় নয়।
advertisement
8/10
গ্ল্যামার কুইনের কথায়, তিনি কোনও স্টাইল কিংবা ফ্যাশনের জন্য শাড়ি পরেন এমনটা নয়। শাড়ি আসলে তার কাছে একটি ঐতিহ্য। ভারতীয় ঐতিহ্য এবং পরম্পরা জড়িয়ে রয়েছে এই পোশাকের সঙ্গে। তবে শুধুই তাই নয়। রেখা আরও বলেন, আসলে শাড়ি পরলে তিনি তাঁর মাকে নিজের কাছাকাছি অনুভব করেন। এর সঙ্গে জড়িয়ে রয়েছে মায়ের প্রতি টানের সেই অনুভূতি। রেখা সবশেষে এই ভিডিও বার্তায় তাঁর মাকে ধন্যবাদ জানিয়েছেন তাঁকে এত স্টাইলিশ হিসেবে গড়ে তোলার জন্য।
গ্ল্যামার কুইনের কথায়, তিনি কোনও স্টাইল কিংবা ফ্যাশনের জন্য শাড়ি পরেন এমনটা নয়। শাড়ি আসলে তার কাছে একটি ঐতিহ্য। ভারতীয় ঐতিহ্য এবং পরম্পরা জড়িয়ে রয়েছে এই পোশাকের সঙ্গে। তবে শুধুই তাই নয়। রেখা আরও বলেন, আসলে শাড়ি পরলে তিনি তাঁর মাকে নিজের কাছাকাছি অনুভব করেন। এর সঙ্গে জড়িয়ে রয়েছে মায়ের প্রতি টানের সেই অনুভূতি। রেখা সবশেষে এই ভিডিও বার্তায় তাঁর মাকে ধন্যবাদ জানিয়েছেন তাঁকে এত স্টাইলিশ হিসেবে গড়ে তোলার জন্য।
advertisement
9/10
রেখা আরও বলেন, আসলে শাড়ি পরলে তিনি তাঁর মাকে নিজের কাছাকাছি অনুভব করেন। এর সঙ্গে জড়িয়ে রয়েছে মায়ের প্রতি টানের সেই অনুভূতি। রেখা সবশেষে এই ভিডিও বার্তায় তাঁর মাকে ধন্যবাদ জানিয়েছেন তাঁকে এত স্টাইলিশ হিসেবে গড়ে তোলার জন্য।
রেখা আরও বলেন, আসলে শাড়ি পরলে তিনি তাঁর মাকে নিজের কাছাকাছি অনুভব করেন। এর সঙ্গে জড়িয়ে রয়েছে মায়ের প্রতি টানের সেই অনুভূতি। রেখা সবশেষে এই ভিডিও বার্তায় তাঁর মাকে ধন্যবাদ জানিয়েছেন তাঁকে এত স্টাইলিশ হিসেবে গড়ে তোলার জন্য।
advertisement
10/10
প্রসঙ্গত, ৮০ র দশকের অন্যতম সেরা বলিউড সুন্দরীর জীবন যেন একটা রহস্য। তাঁর প্রেম জীবন, বিবাহ জীবন থেকে তাঁর ছোটবেলা, ব্যক্তিগত জীবন নিয়ে কিছু কম চর্চা হয় না আজও। সেই সঙ্গে তাঁকে ঘিরে ছড়িয়ে থাকা মিথের অন্যতম কারণ তাঁর চোখ ঝলসানো সৌন্দর্য, চলকে পড়া গ্ল্যামার। সৌন্দর্যের সঙ্গে ঐতিহ্যের অদ্ভুত এক মিশেল রয়েছে তার স্টাইল স্টেটমেন্টের সঙ্গে যা মন কেড়ে নেয় অনুরাগীদের এক নিমেষে!
প্রসঙ্গত, ৮০ র দশকের অন্যতম সেরা বলিউড সুন্দরীর জীবন যেন একটা রহস্য। তাঁর প্রেম জীবন, বিবাহ জীবন থেকে তাঁর ছোটবেলা, ব্যক্তিগত জীবন নিয়ে কিছু কম চর্চা হয় না আজও। সেই সঙ্গে তাঁকে ঘিরে ছড়িয়ে থাকা মিথের অন্যতম কারণ তাঁর চোখ ঝলসানো সৌন্দর্য, চলকে পড়া গ্ল্যামার। সৌন্দর্যের সঙ্গে ঐতিহ্যের অদ্ভুত এক মিশেল রয়েছে তার স্টাইল স্টেটমেন্টের সঙ্গে যা মন কেড়ে নেয় অনুরাগীদের এক নিমেষে!
advertisement
advertisement
advertisement