প্রসঙ্গত, ৮০ র দশকের অন্যতম সেরা বলিউড সুন্দরীর জীবন যেন একটা রহস্য। তাঁর প্রেম জীবন, বিবাহ জীবন থেকে তাঁর ছোটবেলা, ব্যক্তিগত জীবন নিয়ে কিছু কম চর্চা হয় না আজও। সেই সঙ্গে তাঁকে ঘিরে ছড়িয়ে থাকা মিথের অন্যতম কারণ তাঁর চোখ ঝলসানো সৌন্দর্য, চলকে পড়া গ্ল্যামার। সৌন্দর্যের সঙ্গে ঐতিহ্যের অদ্ভুত এক মিশেল রয়েছে তার স্টাইল স্টেটমেন্টের সঙ্গে যা মন কেড়ে নেয় অনুরাগীদের এক নিমেষে!