Rekha-Radha: রেখা নন, ইনি রাধা! রেখাই তাঁর কেরিয়ারের সব থেকে বড় বাধা ! জানলে অবাক হবেন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Rekha-Radha: একেবারে রেখার মতোই দেখতে। কে এই রাধা? রেখা কেন এই মেয়েকে আসতে দেননি বলিউডে? জানলে অবাক হবেন
advertisement
রাধা আসলে রেখার নিজের বোন। রেখার বাবা জেমিনি গণেশন ছিলেন তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত অভিনেতা, যিনি একসময় ৩টি বিয়ে করেছিলেন। তাঁর দ্বিতীয় স্ত্রী পুষ্পাবল্লীর মেয়ে রেখা ও রাধা। যদিও রেখার সঙ্গে তার বাবা জেমিনি গণেসানের সম্পর্ক ভালো ছিল না, কিন্তু তিনি তাঁর বোনদের খুব কাছের। রেখার বোনদের নাম জয়া শ্রীধর, নারায়ণী গণেশন, বিজয়া চামুন্ডেশ্বরী, রেবতী স্বামীনাথন, রাধা উসমান সৈয়দ এবং কমলা সেলভারাজ। (photo source collected)
advertisement
advertisement
advertisement
তামিল ও তেলুগু ছবির অভিনেত্রী পুষ্পাবল্লীর কাছে অভিনয়ের সুযোগ ক্রমশ কমে আসছিল। পরিবর্তে তাঁর মেয়ে রেখার কাছে শিশুশিল্পী হিসেবে কাজ করার সুযোগ আসতে থাকে। অভিনেত্রী হওয়ার ইচ্ছে কোনও দিন ছিল না রেখার। চেয়েছিলেন স্বাভাবিক শৈশব কাটাতে। কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে মাত্র ১৩ বছর বয়সে পড়াশোনায় ইতি টেনে অভিনয়জীবনে পা রাখতে বাধ্য হন তিনি। (photo source collected)
advertisement
তার পরেও বার বার অভিনয় ছেড়ে দিতে চেয়েছিলেন রেখা। কিন্তু পারেননি মায়ের কথা ভেবে। চেন্নাই থেকে বলিউডে অভিনয় করতে এসেছিলেন রেখা। প্রথম দিকে হিন্দি তাঁর কাছে দুর্বোধ্য ছিল। কিন্তু রক্তরক্ষণ সত্ত্বেও অভিনয় চালিয়ে গিয়েছেন তিনি। রেখার বোন রাধা যখন অভিনেত্রী হতে চাইলেন, তখন কিন্তু তীব্র আপত্তি জানালেন রেখা। তিনি চাননি, সিনেমা জগতের আলোতে তাঁর বোনের জীবন ক্ষত বিক্ষত হোক! কারণ রেখা নিজে অনেক কিছু সহ্য করেছেন। জীবনে প্রায় সব কিছুই হারাতে হয়েছে তাঁকে। এসেছে শুধু খ্যাতি আর খ্যাতি। (photo source collected)
advertisement
advertisement
advertisement
advertisement