Sriparna Roy Marriage: লাল শাড়ি, মানানসই সোনার গয়না, বিয়ে সারলেন অভিনেত্রী শ্রীপর্ণা! হাজির টলিপাড়া

Last Updated:
বিয়েতে শ্রীপর্ণা সেজেছিলেন টুকটুকে লাল শাড়িতে, সঙ্গে মানানসই গয়নায়। অপরদিকে, লাল পাঞ্জাবি আর সাদা ধুতি পরে বিয়ে করতে এসেছিলেন পাত্র শুভদীপ।
1/6
টেলিপাড়ায় ফের খুশির খবর। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বাংলা মেগা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী শ্রীপর্ণা রায়।
টেলিপাড়ায় ফের খুশির খবর। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বাংলা মেগা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী শ্রীপর্ণা রায়।
advertisement
2/6
গতকালে, ২৮শে নভেম্বর মঙ্গলবার বালিতে আয়োজন হয় শ্রীপর্ণার বিয়ের আসার। পাত্র শুভদীপ ভট্টাচার্য। বর্তমানে, ‘গাঁটছড়া’ সিরিয়ালের মুখ‍্যচরিত্র ঋদ্ধিমান সিংহ রায়ের স্ত্রী রুক্মিণীর চরিত্রে দেখা যাচ্ছে শ্রীপর্ণাকে।
গতকালে, ২৮শে নভেম্বর মঙ্গলবার বালিতে আয়োজন হয় শ্রীপর্ণার বিয়ের আসার। পাত্র শুভদীপ ভট্টাচার্য। বর্তমানে, ‘গাঁটছড়া’ সিরিয়ালের মুখ‍্যচরিত্র ঋদ্ধিমান সিংহ রায়ের স্ত্রী রুক্মিণীর চরিত্রে দেখা যাচ্ছে শ্রীপর্ণাকে।
advertisement
3/6
বিয়েতে শ্রীপর্ণা সেজেছিলেন টুকটুকে লাল শাড়িতে, সঙ্গে মানানসই গয়নায়। অপরদিকে, লাল পাঞ্জাবি আর সাদা ধুতি পরে বিয়ে করতে এসেছিলেন পাত্র শুভদীপ।
বিয়েতে শ্রীপর্ণা সেজেছিলেন টুকটুকে লাল শাড়িতে, সঙ্গে মানানসই গয়নায়। অপরদিকে, লাল পাঞ্জাবি আর সাদা ধুতি পরে বিয়ে করতে এসেছিলেন পাত্র শুভদীপ।
advertisement
4/6
পাত্রর বাড়ি চন্দননগর। অন্যদিকে বালি, ঘোষপাড়ার মেয়ে শ্রীপর্ণা। বালিতেই বসছিল শ্রীপর্ণার বিয়ের আসর। মেডিক্যাল পেশার সঙ্গে পর্দার রুক্মিণীর অফ স্ক্রিন বর।
পাত্রর বাড়ি চন্দননগর। অন্যদিকে বালি, ঘোষপাড়ার মেয়ে শ্রীপর্ণা। বালিতেই বসছিল শ্রীপর্ণার বিয়ের আসর। মেডিক্যাল পেশার সঙ্গে পর্দার রুক্মিণীর অফ স্ক্রিন বর।
advertisement
5/6
শ্রীপর্ণার বিয়ের অনুষ্ঠানে হাজির ছিল টেলিপাড়ার চেনা মুখেরা। উপস্থিত ছিলেন শ্রীমা ভট্টাচার্য, রিয়াজ সরকার, অনুষা গোস্বামী, সায়ক প্রমুখও।
শ্রীপর্ণার বিয়ের অনুষ্ঠানে হাজির ছিল টেলিপাড়ার চেনা মুখেরা। উপস্থিত ছিলেন শ্রীমা ভট্টাচার্য, রিয়াজ সরকার, অনুষা গোস্বামী, সায়ক প্রমুখও।
advertisement
6/6
রিয়াজ সরকার তাঁর সোশ‍্যাল মিডিয়াতে সব ছবি শেয়ার করেছে। দিন কয়েক আগে গাঁটছড়ার সেটে কলাকুশলীরা আইবুড়ো ভাত খাওয়ান অভিনেত্রীকে। ‘আঁচল’ সিরিয়ালে টুসু চরিত্রে অভিনয় করে পরিচিতি অর্জন করেন শ্রীপর্ণা।
রিয়াজ সরকার তাঁর সোশ‍্যাল মিডিয়াতে সব ছবি শেয়ার করেছে। দিন কয়েক আগে গাঁটছড়ার সেটে কলাকুশলীরা আইবুড়ো ভাত খাওয়ান অভিনেত্রীকে। ‘আঁচল’ সিরিয়ালে টুসু চরিত্রে অভিনয় করে পরিচিতি অর্জন করেন শ্রীপর্ণা।
advertisement
advertisement
advertisement