Bollywood Gossip: অক্ষয়ের সঙ্গে মাখো মাখো প্রেম,বিয়ে না করেই ২১ বছর বয়সে মা হন রবিনা!নায়িকার জীবনে ট্যুইস্ট
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Raveena Tandon become mother at 21: ৫০ বছর পূর্ণ করেও তিনি যেন ১৮র যুবতী! এমনকি এই বয়সেও, তাঁকে খুব সুন্দর দেখায় এবং অনেক তরুণ অভিনেত্রীকে তিনি বলে বলে গোল দিতে পারেন৷
৯এর দশকে 'তু চিজ বাদি হ্যায় মাস্ত মাস্ত ' গানটি নিশ্চয়ই মনে আছে । এই গানে নেচে পুরুষ হৃদয়ে ঝড় তুলেছিলেন রবিনা ট্যান্ডন৷ সে সময় বক্স অফিসে তিনি রাজত্ব করেছেন। আজ দুই দশকেরও বেশি সময় ইন্ডাস্ট্রিতে কাটানোর পরও তিনি এখনও আগের মতোই ঝলমলে। ৫০ বছর পূর্ণ করেও তিনি যেন ১৮র যুবতী! এমনকি এই বয়সেও, তাঁকে খুব সুন্দর দেখায় এবং অনেক তরুণ অভিনেত্রীকে তিনি বলে বলে গোল দিতে পারেন৷
advertisement
advertisement
advertisement
তিনি ২১ বছর বয়সে রবিনা মা হন। শুনতে একটু অদ্ভুত লাগলো? কিন্তু এটা সত্যি। হ্যাঁ, আসলে, রাবিনার বয়স যখন ২১, তখন তাঁর খুরতুতো ভাই মারা যান৷ তাঁর দুই মেয়ে ছিল, যাদের রাবিনা দত্তক নিয়েছিলেন এবং মানুষ করেছেন নিজে হাতে এবং বিয়ে দিয়েছেন একেবারে মেয়ের মতো করে। পূজা ট্যান্ডন ও ছায়া ট্যান্ডনকে দত্তক নেন রাবিনা।
advertisement
advertisement
advertisement