Rati Agnihotri Birthday: স্বামী অকথ্য মারধর করতেন! অমিতাভ, মিঠুনের নায়িকা, বলিউড থেকে নাম মুছে যায় রতির
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Rati Agnihotri Birthday: হিন্দি ছবিতে পা রাখার আগেই দক্ষিণের ছবিতে নিজের ছাপ ফেলেছিলেন রতি। রতি মাত্র ১৬ বছর বয়সে অভিনয় জগতে প্রবেশ করেন। আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি।
রতি অগ্নিহোত্রি। সাত এবং আটের দশকে বলিউডের প্রথম সারির অভিনেত্রী। অভিনয় দক্ষতা তো বটেই, তাঁর সৌন্দর্য নিয়েও কম চর্চা ছিল না। অমিতাভ বচ্চন, ঋষি কাপুর, কমল হাসান এবং মিঠুন চক্রবর্তীর মতো সুপারস্টারদের সাথে অনেক সফল ছবি দিয়েছেন তিনি। হিন্দি ছবিতে পা রাখার আগেই দক্ষিণের ছবিতে নিজের ছাপ ফেলেছিলেন রতি। রতি মাত্র ১৬ বছর বয়সে অভিনয় জগতে প্রবেশ করেন। আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement







