Yash Chopra-Rani Mukerji: রানির মা-বাবাকে ঘরে বন্ধ করে দেন শ্বশুর যশ চোপড়া! কারণ চমকে দেবে, শুনুন বাঙালি নায়িকার মুখে

Last Updated:
Yash Chopra-Rani Mukerji: বহু বছর আগের কথা। যশের ছেলে আদিত্য চোপড়ার সঙ্গে তখনও বিয়ে হয়নি রানির। নায়িকাকে ‘সাথিয়া’ ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন যশ। কিন্তু রানি প্রত্যাখ্যান করে দেন।
1/8
রানি মুখোপাধ্যায়ের বাবা-মাকে একটি ঘরে তালাবন্ধ করে রেখেছিলেন তাঁর প্রয়াত শ্বশুর যশ চোপড়া! এমন ঘটনা কেন ঘটেছিল জানেন? শুনলে চমকে যাবেন। একটি পুরনো সাক্ষাত্কারে রানি খোদ সেই ঘটনার কথা উল্লেখ করেছিলেন।
রানি মুখোপাধ্যায়ের বাবা-মাকে একটি ঘরে তালাবন্ধ করে রেখেছিলেন তাঁর প্রয়াত শ্বশুর যশ চোপড়া! এমন ঘটনা কেন ঘটেছিল জানেন? শুনলে চমকে যাবেন। একটি পুরনো সাক্ষাত্কারে রানি খোদ সেই ঘটনার কথা উল্লেখ করেছিলেন।
advertisement
2/8
বহু বছর আগের কথা। যশের ছেলে আদিত্য চোপড়ার সঙ্গে তখনও বিয়ে হয়নি রানির। নায়িকাকে ‘সাথিয়া’ ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন যশ। কিন্তু রানি প্রত্যাখ্যান করে দেন।
বহু বছর আগের কথা। যশের ছেলে আদিত্য চোপড়ার সঙ্গে তখনও বিয়ে হয়নি রানির। নায়িকাকে ‘সাথিয়া’ ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন যশ। কিন্তু রানি প্রত্যাখ্যান করে দেন।
advertisement
3/8
আর রানির এই বার্তাই তাঁর বাবা-মা, রাম মুখোপাধ্যায় এবং কৃষ্ণা মুখোপাধ্যায় যশের অফিসে দিতে গিয়েছিলেন। সেই সময়েই পরিচালক নিজের অফিসে তাঁদের আটকে রেখে দেন। যশের বক্তব্য ছিল, অভিনেত্রী রাজি হলে তবেই যশ তাঁদের মুক্তি দেবেন।
আর রানির এই বার্তাই তাঁর বাবা-মা, রাম মুখোপাধ্যায় এবং কৃষ্ণা মুখোপাধ্যায় যশের অফিসে দিতে গিয়েছিলেন। সেই সময়েই পরিচালক নিজের অফিসে তাঁদের আটকে রেখে দেন। যশের বক্তব্য ছিল, অভিনেত্রী রাজি হলে তবেই যশ তাঁদের মুক্তি দেবেন।
advertisement
4/8
প্রসঙ্গত, ‘সাথিয়া’ পরবর্তীকালে হিট হয় এবং দর্শক এবং সমালোচকদের থেকে উচ্চ প্রশংসা কুড়িয়েছিল। মণি রত্নম পরিচালিত তামিল ছবি ‘আলাই পাউথেয়’-র রিমেক। হিন্দি সংস্করণে বিবেক ওবেরয় অভিনয় করেছিলেন রানির বিপরীতে। পরিচালনার দায়িত্বে ছিলেন শাদ আলী।
প্রসঙ্গত, ‘সাথিয়া’ পরবর্তীকালে হিট হয় এবং দর্শক এবং সমালোচকদের থেকে উচ্চ প্রশংসা কুড়িয়েছিল। মণি রত্নম পরিচালিত তামিল ছবি ‘আলাই পাউথেয়’-র রিমেক। হিন্দি সংস্করণে বিবেক ওবেরয় অভিনয় করেছিলেন রানির বিপরীতে। পরিচালনার দায়িত্বে ছিলেন শাদ আলী।
advertisement
5/8
কিন্তু কেন এমন একটি ছবি করতে চাননি রানি? নায়িকার কথাতেই জানা যায়, সেই সময়ে ‘মুঝসে দোস্তি করোগে’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর থেকে রানি কোনও ছবি করতে রাজি ছিলেন না। আট মাস কর্মহীন ছিলেন।
কিন্তু কেন এমন একটি ছবি করতে চাননি রানি? নায়িকার কথাতেই জানা যায়, সেই সময়ে ‘মুঝসে দোস্তি করোগে’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর থেকে রানি কোনও ছবি করতে রাজি ছিলেন না। আট মাস কর্মহীন ছিলেন।
advertisement
6/8
রানির কথায়, ‘‘এমন একটি কাজ প্রত্যাখ্যান করছিলাম দেখে আমার মা ভেবেছিলেন আমি পাগল হয়ে গিয়েছি। আমাকে যা কিছু প্রস্তাব দেওয়া হচ্ছিল আমি ‘না, না, না’ করে যাচ্ছিলাম। আমি শুধু বাড়িতে বসেছিলাম।’’
রানির কথায়, ‘‘এমন একটি কাজ প্রত্যাখ্যান করছিলাম দেখে আমার মা ভেবেছিলেন আমি পাগল হয়ে গিয়েছি। আমাকে যা কিছু প্রস্তাব দেওয়া হচ্ছিল আমি ‘না, না, না’ করে যাচ্ছিলাম। আমি শুধু বাড়িতে বসেছিলাম।’’
advertisement
7/8
আর তাই যখন যশের অফিসে গিয়ে রানির সিদ্ধান্ত জানান তাঁর বাবা-মা, তখন সোজা রানিকে ফোন করে যশ বলেন, ‘‘সোনা, তুমি বড় ভুল করতে চলেছে। আমি আমার ঘরের দরজা বন্ধ করলাম। তুমি যতক্ষণ না পর্যন্ত হ্যাঁ বলছ, আমি ওঁদের যেতে দেব না কোথাও।’’
আর তাই যখন যশের অফিসে গিয়ে রানির সিদ্ধান্ত জানান তাঁর বাবা-মা, তখন সোজা রানিকে ফোন করে যশ বলেন, ‘‘সোনা, তুমি বড় ভুল করতে চলেছে। আমি আমার ঘরের দরজা বন্ধ করলাম। তুমি যতক্ষণ না পর্যন্ত হ্যাঁ বলছ, আমি ওঁদের যেতে দেব না কোথাও।’’
advertisement
8/8
যশের এই চরম পদক্ষেপ রানিকে রাজি হতে বাধ্য করে। রানি এই গল্পটি বলার সময়ে এও জানান যে, তিনি আজ তাঁর সেই ‘যশ আঙ্কেল’-এর কাছে কৃতজ্ঞ। তাঁর জন্যই ওই সিনেমাতে অভিনয় করা হয় রানির।
যশের এই চরম পদক্ষেপ রানিকে রাজি হতে বাধ্য করে। রানি এই গল্পটি বলার সময়ে এও জানান যে, তিনি আজ তাঁর সেই ‘যশ আঙ্কেল’-এর কাছে কৃতজ্ঞ। তাঁর জন্যই ওই সিনেমাতে অভিনয় করা হয় রানির।
advertisement
advertisement
advertisement