Ranbir Kapoor Alia Bhatt wedding : একাধিক বাড়ি মুম্বই থেকে লন্ডনে! ৪টি দামী গাড়ি, রালিয়ার সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে

Last Updated:
Ranbir Kapoor Alia Bhatt wedding : জানেন কি রণবীর ও আলিয়ার মধ্যে কে বেশি ধনী? হিসেব করলে দেখা যাচ্ছে, দুজনের মধ্যে এগিয়ে আছেন আলিয়াই।
1/12
বলিউডের ধনী দম্পতিদের তালিকায় নতুন সংযোজন আলিয়া ভাট ও রণবীর কাপুর। পাঁচ বছরের সম্পর্ককে সম্প্রতি পরিণতি দিয়েছেন রণবীর ও আলিয়া। দুজনেই কেরিয়ারের দিক থেকে সফল ও বলিউডের প্রথম সারির তারকা। ছবিতে অভিনয় করে কোটি কোটি টাকার অর্জন করেন রণবীর ও আলিয়া দুজনেই।
বলিউডের ধনী দম্পতিদের তালিকায় নতুন সংযোজন আলিয়া ভাট ও রণবীর কাপুর। পাঁচ বছরের সম্পর্ককে সম্প্রতি পরিণতি দিয়েছেন রণবীর ও আলিয়া। দুজনেই কেরিয়ারের দিক থেকে সফল ও বলিউডের প্রথম সারির তারকা। ছবিতে অভিনয় করে কোটি কোটি টাকার অর্জন করেন রণবীর ও আলিয়া দুজনেই।
advertisement
2/12
অভিনয়ের পাশাপাশি দুজনেই বহু ব্র্যান্ডের এনডোর্সমেন্টও করেন। দুজনের সম্পত্তির পরিমাণ মেলালে যে সংখ্যা দাঁড়ায় সেটা হল ৭০০ কোটি টাকা। তবে জানেন কি রণবীর ও আলিয়ার মধ্যে কে বেশি ধনী? হিসেব করলে দেখা যাচ্ছে, দুজনের মধ্যে এগিয়ে আছেন আলিয়াই।
অভিনয়ের পাশাপাশি দুজনেই বহু ব্র্যান্ডের এনডোর্সমেন্টও করেন। দুজনের সম্পত্তির পরিমাণ মেলালে যে সংখ্যা দাঁড়ায় সেটা হল ৭০০ কোটি টাকা। তবে জানেন কি রণবীর ও আলিয়ার মধ্যে কে বেশি ধনী? হিসেব করলে দেখা যাচ্ছে, দুজনের মধ্যে এগিয়ে আছেন আলিয়াই।
advertisement
3/12
কাপুর পরিবারের নতুন বউয়ের ২০২১-এ সম্পত্তির পরিমাণ ৫১৭কোটি টাকা। সেই দিক থেকে বেশ খানিকটা পিছিয়ে আছেন রণবীর কাপুর।
কাপুর পরিবারের নতুন বউয়ের ২০২১-এ সম্পত্তির পরিমাণ ৫১৭কোটি টাকা। সেই দিক থেকে বেশ খানিকটা পিছিয়ে আছেন রণবীর কাপুর।
advertisement
4/12
২০২১ সালের হিসেব অনুযায়ী রণবীরের মোট সম্পত্তির পরিমাণ ২০৩ কোটি টাকা। তবে নতুন বছরেও তাঁদের আয় উর্ধ্বমুখীই হয়েছে।
২০২১ সালের হিসেব অনুযায়ী রণবীরের মোট সম্পত্তির পরিমাণ ২০৩ কোটি টাকা। তবে নতুন বছরেও তাঁদের আয় উর্ধ্বমুখীই হয়েছে।
advertisement
5/12
.গত বছরের হিসেব দেখলে দুজনের মোট সম্পত্তির পরিমাণ ৭২০ টাকা। তবে এই বছরে ভাল ব্যবসা করেছে আলিয়ার গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। এছাড়া দুজনেই বেশ কিছু ব্র্যান্ডের এনডোর্সমেন্টও করেছেন।
.গত বছরের হিসেব দেখলে দুজনের মোট সম্পত্তির পরিমাণ ৭২০ টাকা। তবে এই বছরে ভাল ব্যবসা করেছে আলিয়ার গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। এছাড়া দুজনেই বেশ কিছু ব্র্যান্ডের এনডোর্সমেন্টও করেছেন।
advertisement
6/12
সূত্রের খবর একটি প্রোজেক্টের জন্য আলিয়া ১৫-১৮ কোটি টাকা পারিশ্রমিক নেন। ২০২১-এ Financial consultancy firm Duff and Phelps-এর মতে ভারতের ষষ্ঠ মূল্যবান সেলেব্রিটি তিনি।
সূত্রের খবর একটি প্রোজেক্টের জন্য আলিয়া ১৫-১৮ কোটি টাকা পারিশ্রমিক নেন। ২০২১-এ Financial consultancy firm Duff and Phelps-এর মতে ভারতের ষষ্ঠ মূল্যবান সেলেব্রিটি তিনি।
advertisement
7/12
এক দিনের এনডোর্সমেন্ট শ্যুটের জন্য ২ কোটি টাকা নেন আলিয়া। বহু ব্র্যান্ডের সঙ্গে যুক্ত তিনি।
এক দিনের এনডোর্সমেন্ট শ্যুটের জন্য ২ কোটি টাকা নেন আলিয়া। বহু ব্র্যান্ডের সঙ্গে যুক্ত তিনি।
advertisement
8/12
আলিয়ার নিজস্ব একটি বাংলো আছে বান্দ্রাতে যার দাম ৩২ কোটি টাকা। এছাড়া তাঁর নতুন প্রযোজনা সংস্থার অফিস স্পেসের দাম ২ কোটি টাকা। লন্ডনেও একটি বাড়ি আছে আলিয়ার।
আলিয়ার নিজস্ব একটি বাংলো আছে বান্দ্রাতে যার দাম ৩২ কোটি টাকা। এছাড়া তাঁর নতুন প্রযোজনা সংস্থার অফিস স্পেসের দাম ২ কোটি টাকা। লন্ডনেও একটি বাড়ি আছে আলিয়ার।
advertisement
9/12
গাড়ির মধ্যে আলিয়া ব্যবহার করেন ল্যান্ড রোভার রেঞ্জ রোভার ভোগ যার দাম ২ কোটি টাকা। এছাড়া রয়েছে তাঁর BMW 7 series যার দাম ১.৭৬ কোটি টাকা।
গাড়ির মধ্যে আলিয়া ব্যবহার করেন ল্যান্ড রোভার রেঞ্জ রোভার ভোগ যার দাম ২ কোটি টাকা। এছাড়া রয়েছে তাঁর BMW 7 series যার দাম ১.৭৬ কোটি টাকা।
advertisement
10/12
রণবীর প্রতি ছবির জন্য ৫০ কোটি টাকা পারিশ্রমিক নেন, যা আলিয়ার থেকে তিন গুণ বেশি। শেষ সঞ্জু ছবিতে দেখা গিয়েছে রণবীরকে, যেটি চার বছর আগে মুক্তি পেয়েছিল।
রণবীর প্রতি ছবির জন্য ৫০ কোটি টাকা পারিশ্রমিক নেন, যা আলিয়ার থেকে তিন গুণ বেশি। শেষ সঞ্জু ছবিতে দেখা গিয়েছে রণবীরকে, যেটি চার বছর আগে মুক্তি পেয়েছিল।
advertisement
11/12
সোশ্যাল মিডিয়ায় রণবীর নেই। তবুও বহু ব্র্যান্ডের পছন্দ তিনিই। OPPO, Tata AIG, Coca Cola, Oreo-র মতো ব্র্যান্ড এনডোর্স করেন তিনি। একটি ব্র্যান্ড শ্যুটের জন্য ৬ কোটি টাকা নেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় রণবীর নেই। তবুও বহু ব্র্যান্ডের পছন্দ তিনিই। OPPO, Tata AIG, Coca Cola, Oreo-র মতো ব্র্যান্ড এনডোর্স করেন তিনি। একটি ব্র্যান্ড শ্যুটের জন্য ৬ কোটি টাকা নেন তিনি।
advertisement
12/12
রণবীরের পালি হিলের বাড়ি অর্থাৎ বাস্তুর দাম ৩৫ কোটি টাকা। মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম সাভন-এ বিনিয়োগ করেন তিনি। একটি ল্য়ান্ড রোভার (২.৫ কোটি টাকা) ও একটি অডি আর৮ (২.৩ কোটি টাকা) রয়েছে তাঁর সংগ্রহে।
রণবীরের পালি হিলের বাড়ি অর্থাৎ বাস্তুর দাম ৩৫ কোটি টাকা। মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম সাভন-এ বিনিয়োগ করেন তিনি। একটি ল্য়ান্ড রোভার (২.৫ কোটি টাকা) ও একটি অডি আর৮ (২.৩ কোটি টাকা) রয়েছে তাঁর সংগ্রহে।
advertisement
advertisement
advertisement