Actress: বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, গর্ভপাতের জন্য দাবি করেছিলেন ৭৫ লক্ষ টাকা! দক্ষিণী এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে আজও সঙ্গী বিতর্ক
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Actress: চার দশকের নিজের কেরিয়ারে ২৬০টিরও বেশি ছবি ভক্তদের উপহার দিয়েছেন। এমনকী, ভক্তদের মনে আজও একই ভাবে রাজত্ব করে চলেছেন।
advertisement
advertisement
advertisement
শুধু দক্ষিণী ছবির জগতেই নয়, বলিউডের তাবড় অভিনেতাদের সঙ্গেও কাজ করতে দেখা গিয়েছে রম্যাকে। সেই তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী এবং গোবিন্দার মতো তারকারাও। তবে দক্ষিণী সুপারস্টার প্রভাসের বিপরীতে অভিনয় করেই স্টারডম পেয়েছেন রম্যা। ফলে আজকের দিনে দক্ষিণী চলচ্চিত্র দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি।
advertisement
ফলে আলাদা করে আজ আর ‘বাহুবলী’ অভিনেত্রীর কোনও পরিচয়ের প্রয়োজন হয় না। সেই নব্বইয়ের দশক থেকে অভিনয় করেছেন। যেমন সাফল্য পেয়েছেন, তেমন বিতর্কও ছিল তাঁর নিত্যসঙ্গী। আসলে পরিচালক কেএস রবিকুমারের সঙ্গে তাঁর সম্পর্ক কারওরই অজানা নয়। একাধিক ছবিতে তিনি কেএস রবিকুমারের সঙ্গে কাজ করেছেন। ১৯৯৯ সালে ‘পাড়ায়াপ্পা’ এবং ‘পাটালি’ ছবিতে একসঙ্গে কাজও করেছেন। এই দুই ছবির হাত ধরেই দারুণ কৃতিত্ব অর্জন করেছিলেন রম্যা।
advertisement
advertisement
advertisement
এদিকে পরিচালক রম্যার সঙ্গে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেন। প্রতিবেদন অনুযায়ী, গর্ভপাত করানোর জন্য কেএস রবিকুমারের থেকে ৭৫ লক্ষ টাকা দাবিও করেছিলেন অভিনেত্রী। আসলে সম্পর্ক বাঁচানোর জন্য রম্যা কিংবা রবিকুমার ওই মুহূর্তে সন্তানের জন্য প্রস্তুত ছিলেন না। যদিও পরে প্রেম, সন্তানধারণ এবং গর্ভপাত নিয়ে রম্যা ও রবিকুমারকে প্রশ্ন করা হলেও তাঁরা সেটা অস্বীকার করেন।
advertisement
এরপরে ২০০৩ সালে তেলুগু ছবির প্রযোজক কৃষ্ণ ভানসির সঙ্গে গাঁটছড়া বাঁধেন রম্যা। ২০০৩ সালের ১২ জুন বিয়ে করেন তাঁরা। আর বিয়ের পরেই তাঁদের কোল জুড়ে আসে এক পুত্রসন্তান। প্রসঙ্গত তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম এবং হিন্দি - এই পাঁচ ভাষার ছবিতে কাজ করেছেন রম্যা কৃষ্ণণ। আপাতত অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ৪টি ফিল্মফেয়ার পুরস্কার, ৩টি নন্দী পুরস্কার এবং ১টি তামিলনাড়ু স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড।