Raksha Bandhan 2023: রাখি উৎসবের দিন ভাই-বোনে দেখতে পারেন আজও সেরার সেরা ৫ বলিউড সিনেমা!

Last Updated:
Raksha Bandhan 2023: সব ভাই-বোনরা ব‍্যস্ততা ভুলে একসঙ্গে এই দিনটি কাটায়। রইল রাখি উৎসবের দিন দেখতে পারেন এমন কিছু সেরা বলিউড সিনেমার কথা-
1/7
ভারতে অন্যতম পালনীয় উৎসব হল রাখি বন্ধন। রাখি বন্ধনের দিন সমস্ত দিদি-বোন তাঁর ভাই-দাদাদের কব্জিতে রাখি বেঁধে দীর্ঘায়ু কামনা করেন। ভাইয়েরা তাঁদের বোনকে উপহার দেন, সেই সঙ্গে দেন তাঁদের রক্ষা করার প্রতিশ্রুতি।
ভারতে অন্যতম পালনীয় উৎসব হল রাখি বন্ধন। রাখি বন্ধনের দিন সমস্ত দিদি-বোন তাঁর ভাই-দাদাদের কব্জিতে রাখি বেঁধে দীর্ঘায়ু কামনা করেন। ভাইয়েরা তাঁদের বোনকে উপহার দেন, সেই সঙ্গে দেন তাঁদের রক্ষা করার প্রতিশ্রুতি।
advertisement
2/7
সব ভাই-বোনরা ব‍্যস্ততা ভুলে একসঙ্গে এই দিনটি কাটায়। রইল রাখি উৎসবের দিন দেখতে পারেন এমন কিছু সেরা  বলিউড সিনেমার কথা-
সব ভাই-বোনরা ব‍্যস্ততা ভুলে একসঙ্গে এই দিনটি কাটায়। রইল রাখি উৎসবের দিন দেখতে পারেন এমন কিছু সেরা বলিউড সিনেমার কথা-
advertisement
3/7
রাখি বন্ধন  অক্ষয় কুমার অভিনীত ‘রাখি বন্ধন’ ছবিটি রাখতেই পারেন আপনাদের লিস্টে। এই ছবিটি ভাই-বোনের সঙ্গে বসে উপভোগ করুন রাখির দিন। অক্ষয় কুমার, ভূমি পেডনেকর, সাদিয়া সহ একাধিক তারকা ছিলেন এই ছবিতে।
রাখি বন্ধন অক্ষয় কুমার অভিনীত ‘রাখি বন্ধন’ ছবিটি রাখতেই পারেন আপনাদের লিস্টে। এই ছবিটি ভাই-বোনের সঙ্গে বসে উপভোগ করুন রাখির দিন। অক্ষয় কুমার, ভূমি পেডনেকর, সাদিয়া সহ একাধিক তারকা ছিলেন এই ছবিতে।
advertisement
4/7
কভি খুশি কভি গম  সপরিবারে সবসময়ই দেখতে পারেন ‘কভি খুশি কভি গম’। এই ছবিতে শাহরুখ ও হৃতিকের সুন্দর একটি সম্পর্ক দেখানো হয়েছে। ছবিতে শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, করিনার মতো অভিনেতা-অভিনেত্রীরা কাজ করেছেন।
কভি খুশি কভি গম সপরিবারে সবসময়ই দেখতে পারেন ‘কভি খুশি কভি গম’। এই ছবিতে শাহরুখ ও হৃতিকের সুন্দর একটি সম্পর্ক দেখানো হয়েছে। ছবিতে শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, করিনার মতো অভিনেতা-অভিনেত্রীরা কাজ করেছেন।
advertisement
5/7
হাম সাথ সাথ হ্যায়  পারিবারিক ছবি ‘হাম সাথ সাথ হ্যায়’। আজও হিট বলিউড ছবির তালিকায় আছে ‘হাম সাথ সাথ হ্যায়’। এক বোন ও তিন ভাইয়ের সম্পর্কের গল্প। তাই, রাখির দিন এই হিট বলিউড ছবির দেখতেই পারেন সবাই মিলে।
হাম সাথ সাথ হ্যায় পারিবারিক ছবি ‘হাম সাথ সাথ হ্যায়’। আজও হিট বলিউড ছবির তালিকায় আছে ‘হাম সাথ সাথ হ্যায়’। এক বোন ও তিন ভাইয়ের সম্পর্কের গল্প। তাই, রাখির দিন এই হিট বলিউড ছবির দেখতেই পারেন সবাই মিলে।
advertisement
6/7
কাপুর অ্যান্ড সন্স  দেখতে পারেন ‘কাপুর অ্যান্ড সন্স’। ছবিতে আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা-সহ একাধিক তারকা ছিলেন। ছবিতে প্রেম ছাড়াও দুই ভাই-র সম্পর্ক বিশেষ ভাবে উঠে এসেছিল। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল ছবিটি।
কাপুর অ্যান্ড সন্স দেখতে পারেন ‘কাপুর অ্যান্ড সন্স’। ছবিতে আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা-সহ একাধিক তারকা ছিলেন। ছবিতে প্রেম ছাড়াও দুই ভাই-র সম্পর্ক বিশেষ ভাবে উঠে এসেছিল। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল ছবিটি।
advertisement
7/7
সরবজিৎ  দেখতে পারেন সরবজিৎ। হিট এই ছবিতে এক ভাই-র জন্য এক দিদির লড়াই ফুটে উঠেছে। ছবিতে ঐশ্বর্য রাই বচ্চন ও রণদীপ হুডা-কে দেখা গিয়েছিল প্রধান চরিত্রে।
সরবজিৎ দেখতে পারেন সরবজিৎ। হিট এই ছবিতে এক ভাই-র জন্য এক দিদির লড়াই ফুটে উঠেছে। ছবিতে ঐশ্বর্য রাই বচ্চন ও রণদীপ হুডা-কে দেখা গিয়েছিল প্রধান চরিত্রে।
advertisement
advertisement
advertisement