Rakhi Sawant Hospitalised: 'আমি বেঁচে ফিরবই...!' অবস্থা কি ভয়ানক গুরুতর রাখির? কাঁপছেন ভয়ে, হার্টে কী হয়েছে? জানলে চমকে যাবেন
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Rakhi Sawant Hospitalised: হাসতে হাসতে যেমন অপারেশন থিয়েটারে যাচ্ছি, তেমনই হাসতে হাসতেই বেঁচে ফিরব৷ জীবনে অনেক কঠিন লড়াই লড়েছি৷ আসা করছি এটাও উতরে যাব৷ এর চেয়ে আর বেশি কিছু বলতে পারব না৷ বাকি সবটা রীতেশ বলবে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
রাখির হেলথ আপডেট জানিয়ে রীতেশ আগেই জানিয়েছিলেন, রাখি এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন৷ তাঁর অবস্থা প্রচন্ড গুরুতর৷ তাঁর বুকে খুব ব্যথা হয়েছিল৷ এমনকী হাতও তুলতে পারছিল না৷ সত্যিই কি হার্ট অ্যাটাক হয়েছে রাখির? এই প্রসঙ্গে রীতেশ বলেন, হার্ট অ্যাটাকের ব্যাপারটা শুধু চিকিৎসকেরাই বলতে পারবে৷ এখনও কোনও সঠিক রিপোর্ট পাওয়া যায়নি৷ ইসিজি ও ইকো করা হয়েছে৷ এনজিওগ্রাফি করা হয়েছে৷
advertisement