হোম » ছবি » বিনোদন » Rajinikanth: চিকিৎসার জন্য আমেরিকা গেলেন রজনীকান্ত ! কেমন আছেন 'থালাইভা'
Rajinikanth: চিকিৎসার জন্য আমেরিকা গেলেন রজনীকান্ত ! কেমন আছেন 'থালাইভা'
Bangla Digital Desk
1/ 5
অসুস্থ রজনীকান্ত। আজ অর্থাৎ শনিবার চিকিৎসার জন্য আমেরিকা পাড়ি দিলেন রজনীকান্ত। সঙ্গে গিয়েছেন তাঁর স্ত্রী লতা।
2/ 5
জানা গিয়েছে শনিবার সকালে চেন্নাই বিমানবন্দর থেকে আমেরিকার জন্য রওনা হয়েছেন তিনি। কাতারের রাজধানি দোহা হয়ে আমেরিকা পৌঁছবে তাঁর বিমান।
3/ 5
রজনীকান্তের আমেরিকা যাওয়া, তাও চিকিৎসার কারণে জানতে পেরেই উদ্বেগ প্রকাশ করেন ভক্তরা।
4/ 5
তবে সূত্রের খবর অনুযায়ী, ভয়ের কোনও কারণ নেই। কয়েক বছর আগে রজনীকান্তের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। তার রুটিন চেক-আপের জন্যই আমেরিকা গিয়েছেন ৭০ বছরের তারকা।
5/ 5
সব কিছু ঠিক থাকলে জুলাই মাসেই তিনি ভারতে ফিরবেন বলে শোনা গিয়েছে। ফিরেই নতুন ছবি 'আন্নাথ'-এর কাজ শেষ করবেন রজনীকান্ত।