Raja-Madhubani: ১১ বছরের সম্পর্কের ইতি! জিতু নবনীতার পথে এবার রাজা-মধুবনী? ফেসবুক পোস্ট ঘিরে তুলকালাম
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
সম্প্রতি বিচ্ছেদের আগুনে পুড়ছে টলিপাড়া। জিতু কমল আর নবনীতা দাসের সম্পর্ক ভাঙনের খবরে মনখারাপ দর্শকদের।
advertisement
advertisement
২০১০-এ প্রথম আলাপ রাজা-মধুবনীর ৷ তবে কাজের জায়গা ‘ভালবাসা ডট কম’ হলেও খুব সহজে প্রেমের সূত্রপাত হয়নি৷ সংবাদমাধ্যমে জানিয়েছেন, প্রথমে কিছুটা রেষারেষির সম্পর্কই ছিল৷ ধারাবাহিকের সেটেও একে অন্যকে এড়িয়ে চলতেন ৷ পরে গ্রামাঞ্চলে যাত্রা করতে গিয়ে বন্ধুত্ব গাঢ় হয় ৷ সেখান থেকেই প্রেম ৷ বিয়ে ২০১৭ সালে ৷ চলতি বছরে সংসারে এসেছে নতুন অতিথি ৷ একরত্তি ছেলেকে ঘিরে আবর্তিত হচ্ছে জনপ্রিয় জুটির পৃথিবী ৷ কিন্তু এত খুশির মাঝে আচমকা কেন বিচ্ছেদের ইঙ্গিত?
advertisement
advertisement