Raja-Madhubani: ১১ বছরের সম্পর্কের ইতি! জিতু নবনীতার পথে এবার রাজা-মধুবনী? ফেসবুক পোস্ট ঘিরে তুলকালাম

Last Updated:
সম্প্রতি বিচ্ছেদের আগুনে পুড়ছে টলিপাড়া। জিতু কমল আর নবনীতা দাসের সম্পর্ক ভাঙনের খবরে মনখারাপ দর্শকদের।
1/5
বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় জুটি রাজা ও মধুবনীর আলাপ কাজের সূত্রেই ৷ ‘ভালবাসা ডট কম’ ধারাবাহিকে তাঁরা ছিলেন ওম এবং তোড়া৷ তুমুল জনপ্রিয় হয়েছিল তাঁদের জুটি ৷ এখনও অনেক দর্শক তাঁদের ওই নামেই চেনেন ৷ তারপর রাজা অনেক কাজ করলেও মধুবনী ব্য়স্ত সংসার নিয়েই।
বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় জুটি রাজা ও মধুবনীর আলাপ কাজের সূত্রেই ৷ ‘ভালবাসা ডট কম’ ধারাবাহিকে তাঁরা ছিলেন ওম এবং তোড়া৷ তুমুল জনপ্রিয় হয়েছিল তাঁদের জুটি ৷ এখনও অনেক দর্শক তাঁদের ওই নামেই চেনেন ৷ তারপর রাজা অনেক কাজ করলেও মধুবনী ব্য়স্ত সংসার নিয়েই।
advertisement
2/5
সন্তান কেশবকে নিয়েই এখন কাটে মধুবনীর সময়৷ তিনি আপাতত কাজের থেকে বিরতি নিয়েছেন৷ জানিয়েছেন যে কেশব কিছুটা বড় হওয়া পর্যন্ত তিনি কোনও কাজে হাত দেবেন না৷ তবে নিজস্ব ব্যবসা শুরু করেছেন মধুবনী৷ তাঁর বিউটি পার্লার রয়েছে৷ নিয়মিত পার্লারের বিষয় পোস্ট করেন অভিনেত্রী৷
সন্তান কেশবকে নিয়েই এখন কাটে মধুবনীর সময়৷ তিনি আপাতত কাজের থেকে বিরতি নিয়েছেন৷ জানিয়েছেন যে কেশব কিছুটা বড় হওয়া পর্যন্ত তিনি কোনও কাজে হাত দেবেন না৷ তবে নিজস্ব ব্যবসা শুরু করেছেন মধুবনী৷ তাঁর বিউটি পার্লার রয়েছে৷ নিয়মিত পার্লারের বিষয় পোস্ট করেন অভিনেত্রী৷
advertisement
3/5
২০১০-এ প্রথম আলাপ রাজা-মধুবনীর ৷ তবে কাজের জায়গা ‘ভালবাসা ডট কম’ হলেও খুব সহজে প্রেমের সূত্রপাত হয়নি৷ সংবাদমাধ্যমে জানিয়েছেন, প্রথমে কিছুটা রেষারেষির সম্পর্কই ছিল৷ ধারাবাহিকের সেটেও একে অন্যকে এড়িয়ে চলতেন ৷ পরে গ্রামাঞ্চলে যাত্রা করতে গিয়ে বন্ধুত্ব গাঢ় হয় ৷ সেখান থেকেই প্রেম ৷ বিয়ে ২০১৭ সালে ৷ চলতি বছরে সংসারে এসেছে নতুন অতিথি ৷ একরত্তি ছেলেকে ঘিরে আবর্তিত হচ্ছে জনপ্রিয় জুটির পৃথিবী ৷ কিন্তু এত খুশির মাঝে আচমকা কেন বিচ্ছেদের ইঙ্গিত?
২০১০-এ প্রথম আলাপ রাজা-মধুবনীর ৷ তবে কাজের জায়গা ‘ভালবাসা ডট কম’ হলেও খুব সহজে প্রেমের সূত্রপাত হয়নি৷ সংবাদমাধ্যমে জানিয়েছেন, প্রথমে কিছুটা রেষারেষির সম্পর্কই ছিল৷ ধারাবাহিকের সেটেও একে অন্যকে এড়িয়ে চলতেন ৷ পরে গ্রামাঞ্চলে যাত্রা করতে গিয়ে বন্ধুত্ব গাঢ় হয় ৷ সেখান থেকেই প্রেম ৷ বিয়ে ২০১৭ সালে ৷ চলতি বছরে সংসারে এসেছে নতুন অতিথি ৷ একরত্তি ছেলেকে ঘিরে আবর্তিত হচ্ছে জনপ্রিয় জুটির পৃথিবী ৷ কিন্তু এত খুশির মাঝে আচমকা কেন বিচ্ছেদের ইঙ্গিত?
advertisement
4/5
দশ বছরের সম্পর্কের ইতি বলে পোস্ট দিয়েছিলেন ঠিকই তবে ভয় পাওয়ার কোনও কারণ নেই। প্রায় এক দশক আগে নিসানের একটি গাড়ি কিনেছিলেন রাজা গোস্বামী। সেটিতে অনেকদিন ঘুরেছেন তাঁরা।
দশ বছরের সম্পর্কের ইতি বলে পোস্ট দিয়েছিলেন ঠিকই তবে ভয় পাওয়ার কোনও কারণ নেই। প্রায় এক দশক আগে নিসানের একটি গাড়ি কিনেছিলেন রাজা গোস্বামী। সেটিতে অনেকদিন ঘুরেছেন তাঁরা।
advertisement
5/5
অনেক নস্টালজিয়া জড়িয়ে রয়েছে ওই গাড়ির সঙ্গে। তবে এবার গাড়িটি বিক্রি করে দিতে হয়েছে তাঁকে। সেই কারণেই এমন পোস্ট।
অনেক নস্টালজিয়া জড়িয়ে রয়েছে ওই গাড়ির সঙ্গে। তবে এবার গাড়িটি বিক্রি করে দিতে হয়েছে তাঁকে। সেই কারণেই এমন পোস্ট।
advertisement
advertisement
advertisement