কর্মসূত্রে শহর কলকাতাই তাঁর স্থায়ী ঠিকানা। বাইপাসের ধারে বিলাসবহুল আবাসনে বসবাস। তবু সুযোগ পেলেই শিকড়ের টানে নিজের জায়গায় ফিরে আসেন রাজ চক্রবর্তী। কংক্রিটের জঙ্গল থেকে দূরে এসে মন ভরে চাক্ষুষ করেন খোলা আকাশ।
2/ 6
রাজ হালিশহরের ছেলে। শৈশব থেকে যৌবন, জীবনের অনেকগুলি বছর সেই মফস্সলেই কাটিয়েছেন টলিউডের প্রথম সারির পরিচালক। কাজ থেকে ছুটি নিয়ে ফের তিনি হাজির হালিশহরের বাড়িতে।
3/ 6
কলকাতায় রাজের বিলাসবহুল ফ্ল্যাট সুসজ্জিত। তবে তাঁর হালিশহরের প্রাসাদোপম বাড়িটিও কিন্তু পিছিয়ে নেই। অনেকটা জায়গা জুড়ে দাঁড়িয়ে তাক লাগিয়ে দেওয়া সেই বাড়ি।
4/ 6
রাজের বাড়ির সামনের অংশে রয়েছে বিস্তৃত বাগান। নানা ধরনের ফুল ফোটে সেখানে। রাজ সেখানে না থাকলেও বাগানের পরিচর্যায় যে কোনও ত্রুটি নেই, তা আলাদা করে বলে দিতে হয় না।
5/ 6
রাজের হালিশহরের বাড়িটি বাইরে থেকে বেশ ছিমছাম। বিধায়ক-পরিচালক নিজের মতো করে সাজিয়ে তুলেছেন সেই আস্তানাকে।
6/ 6
২০২১ সালে এই বাড়িতেই ঘটা করে হয়েছিল ছেলে ইউভানের অন্নপ্রাশন। দেখার মতো করে সাজানো হয়েছিল রাজের বাড়িকে। হালিশহরের বাড়ির আনাচেকানাচে যে নানা রাজের নানা স্মৃতি জড়িয়ে আছে, তা আর নতুন করে বলে দিতে হয় না।
কর্মসূত্রে শহর কলকাতাই তাঁর স্থায়ী ঠিকানা। বাইপাসের ধারে বিলাসবহুল আবাসনে বসবাস। তবু সুযোগ পেলেই শিকড়ের টানে নিজের জায়গায় ফিরে আসেন রাজ চক্রবর্তী। কংক্রিটের জঙ্গল থেকে দূরে এসে মন ভরে চাক্ষুষ করেন খোলা আকাশ।
রাজ হালিশহরের ছেলে। শৈশব থেকে যৌবন, জীবনের অনেকগুলি বছর সেই মফস্সলেই কাটিয়েছেন টলিউডের প্রথম সারির পরিচালক। কাজ থেকে ছুটি নিয়ে ফের তিনি হাজির হালিশহরের বাড়িতে।
কলকাতায় রাজের বিলাসবহুল ফ্ল্যাট সুসজ্জিত। তবে তাঁর হালিশহরের প্রাসাদোপম বাড়িটিও কিন্তু পিছিয়ে নেই। অনেকটা জায়গা জুড়ে দাঁড়িয়ে তাক লাগিয়ে দেওয়া সেই বাড়ি।
রাজের বাড়ির সামনের অংশে রয়েছে বিস্তৃত বাগান। নানা ধরনের ফুল ফোটে সেখানে। রাজ সেখানে না থাকলেও বাগানের পরিচর্যায় যে কোনও ত্রুটি নেই, তা আলাদা করে বলে দিতে হয় না।
২০২১ সালে এই বাড়িতেই ঘটা করে হয়েছিল ছেলে ইউভানের অন্নপ্রাশন। দেখার মতো করে সাজানো হয়েছিল রাজের বাড়িকে। হালিশহরের বাড়ির আনাচেকানাচে যে নানা রাজের নানা স্মৃতি জড়িয়ে আছে, তা আর নতুন করে বলে দিতে হয় না।