Yuvaan Chakraborty: খুদে ইউভান এখন বড় দাদা! রাজ-কন্যার প্রতি খুবই যত্নশীল, বোনের জন্য কী কী করছে

Last Updated:
Yuvaan Chakraborty: ইউভান চক্রবর্তী। তিন বছরের খুদে। গুটি গুটি পায়ে স্কুল যায়, কথা এখনও আধো আধো। কিন্তু তাতে কী! এখন সে বড় দাদা।
1/5
ইউভান চক্রবর্তী। তিন বছরের খুদে। গুটি গুটি পায়ে স্কুল যায়, কথা এখনও আধো আধো। কিন্তু তাতে কী! এখন সে বড় দাদা।
ইউভান চক্রবর্তী। তিন বছরের খুদে। গুটি গুটি পায়ে স্কুল যায়, কথা এখনও আধো আধো। কিন্তু তাতে কী! এখন সে বড় দাদা।
advertisement
2/5
নভেম্বরে দ্বিতীয় বার মা-বাবা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী। চক্রবর্তী পরিবারের কনিষ্ঠতম সদস্য এখন ইউভান নয়। তার বোন ইয়ালিনি।
নভেম্বরে দ্বিতীয় বার মা-বাবা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী। চক্রবর্তী পরিবারের কনিষ্ঠতম সদস্য এখন ইউভান নয়। তার বোন ইয়ালিনি।
advertisement
3/5
আপাতত বোনের সঙ্গেই সময় কাটছে ইউভানের। নিউজ18 বাংলাকে শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায় বলেন, "বোনকে একটুও কাছছাড়া করতে চাইছে না ইউভান। ওকে কোলে নিয়ে বসে থাকছে।"
আপাতত বোনের সঙ্গেই সময় কাটছে ইউভানের। নিউজ18 বাংলাকে শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায় বলেন, "বোনকে একটুও কাছছাড়া করতে চাইছে না ইউভান। ওকে কোলে নিয়ে বসে থাকছে।"
advertisement
4/5
নিজে একরত্তি হলে বোনের প্রতি যত্নে কোনও খামতি নেই রাজ-পুত্রের। দেবশ্রী বলেন, "বোনকে খুব যত্ন করে কোলে নিচ্ছে ইউভান। বোনের মাথার নিচে আলতো করে হাত রেখে ওকে নিজের কোলে রাখছে।"
নিজে একরত্তি হলে বোনের প্রতি যত্নে কোনও খামতি নেই রাজ-পুত্রের। দেবশ্রী বলেন, "বোনকে খুব যত্ন করে কোলে নিচ্ছে ইউভান। বোনের মাথার নিচে আলতো করে হাত রেখে ওকে নিজের কোলে রাখছে।"
advertisement
5/5
৩০ নভেম্বর কন্যাসন্তানের জন্ম দেন শুভশ্রী। একরত্তিকে ঘিরেই আপাতত আবর্তিত রাজ চক্রবর্তী এবং শুভশ্রীর পৃথিবী। ইয়ালিনীকে উপহারে ভরিয়ে দিচ্ছে তার কাছের মানুষেরা।
৩০ নভেম্বর কন্যাসন্তানের জন্ম দেন শুভশ্রী। একরত্তিকে ঘিরেই আপাতত আবর্তিত রাজ চক্রবর্তী এবং শুভশ্রীর পৃথিবী। ইয়ালিনীকে উপহারে ভরিয়ে দিচ্ছে তার কাছের মানুষেরা।
advertisement
advertisement
advertisement