In Pics: ছোটবেলায় কেমন ছিল মুনমুনের সঙ্গে তাঁর মেয়েদের সম্পর্ক ?

Last Updated:
1/5
 স্ক্রিনের লাস্যময়ী অভিনেত্রী কিন্তু বাড়িতে একেবারে ঘরোয়া ৷ মেয়েদের শাসন থেকে তাদের দেখভাল ৷ পুরোটাই আর পাঁচজন মায়ের মতোই নিয়ম করে সন্তান বড় করার দায়িত্ব পালন করেছেন মুনমুন সেন ৷ মা ও মেয়েদের  সম্পর্কও অত্যন্ত মধুর ৷ ছোটবেলার মায়ের সঙ্গে কাটানো সময়কে ফিরে দেখলেন রাইমা সেন ৷  Photo Courtesy:Instagram Handle/Raima Sen
স্ক্রিনের লাস্যময়ী অভিনেত্রী কিন্তু বাড়িতে একেবারে ঘরোয়া ৷ মেয়েদের শাসন থেকে তাদের দেখভাল ৷ পুরোটাই আর পাঁচজন মায়ের মতোই নিয়ম করে সন্তান বড় করার দায়িত্ব পালন করেছেন মুনমুন সেন ৷ মা ও মেয়েদের সম্পর্কও অত্যন্ত মধুর ৷ ছোটবেলার মায়ের সঙ্গে কাটানো সময়কে ফিরে দেখলেন রাইমা সেন ৷ Photo Courtesy:Instagram Handle/Raima Sen
advertisement
2/5
মা যেন মেয়েদের বন্ধু ৷ মুনমুন মেয়েদের ফ্রেন্ড-ফিলসফার-গাইড ৷ তাই ঘরোয়া অনুষ্ঠান বা লেট নাইট পার্টি, মাকে সঙ্গে নিয়েই চলে হৈচৈ ৷Photo Courtesy:Instagram Handle/Raima Sen
মা যেন মেয়েদের বন্ধু ৷ মুনমুন মেয়েদের ফ্রেন্ড-ফিলসফার-গাইড ৷ তাই ঘরোয়া অনুষ্ঠান বা লেট নাইট পার্টি, মাকে সঙ্গে নিয়েই চলে হৈচৈ ৷Photo Courtesy:Instagram Handle/Raima Sen
advertisement
3/5
ছবির কাজ প্রথমে রিয়া শুরু করলেও, বিয়ে করে এখন তিনি গিন্নি হয়েছেন ৷ কাজও কমিয়ে দিয়েছেন ৷ তবে চুটিয়ে কাজ করছেন রাইমা ৷ তবে এই নিয়ে বোনেদের মধ্যে কোন হিংসাই নেই ৷ কারণ তাঁরা একেবারে বেস্ট ফ্রেন্ড ৷ Photo Courtesy:Instagram Handle/Raima Sen
ছবির কাজ প্রথমে রিয়া শুরু করলেও, বিয়ে করে এখন তিনি গিন্নি হয়েছেন ৷ কাজও কমিয়ে দিয়েছেন ৷ তবে চুটিয়ে কাজ করছেন রাইমা ৷ তবে এই নিয়ে বোনেদের মধ্যে কোন হিংসাই নেই ৷ কারণ তাঁরা একেবারে বেস্ট ফ্রেন্ড ৷ Photo Courtesy:Instagram Handle/Raima Sen
advertisement
4/5
রিয়ার বিয়েতে রাইমার সঙ্গে মা মুনমুন ৷ Photo Courtesy:Instagram Handle/Raima Sen
রিয়ার বিয়েতে রাইমার সঙ্গে মা মুনমুন ৷ Photo Courtesy:Instagram Handle/Raima Sen
advertisement
5/5
ছোটবেলার স্মৃতি বড়ই মধুর ৷ তাই মাঝেমাঝেই ছোটবেলায় মায়ের সঙ্গে কাটানো সময়ের কথা মনে করেন রাইমা ৷ Photo Courtesy:Instagram Handle/Raima Sen
ছোটবেলার স্মৃতি বড়ই মধুর ৷ তাই মাঝেমাঝেই ছোটবেলায় মায়ের সঙ্গে কাটানো সময়ের কথা মনে করেন রাইমা ৷ Photo Courtesy:Instagram Handle/Raima Sen
advertisement
advertisement
advertisement