Radhika Madan:ছোটবেলায় তিনি ছিলেন 'টম-বয়', আর আজ লাস্যময়ী রাধিকা মদনে দিওয়ানা আসমুদ্র হিমাচল

Last Updated:
২০১৪ সালে একতা কপূরের রোম্যান্টিক ড্রামা ‘মেরি আশিকি তুম সে হি’-তে সুযোগ পান তিনি। প্রায় দেড় বছর টিভি-তে চলেছিল এই সিরিয়াল। দর্শকেরা তাঁকে পছন্দও করেছিলেন।
1/6
রাধিকা মদন। একতা কপূরের হাত ধরেই অভিনয়ে আসা তাঁর।
রাধিকা মদন। একতা কপূরের হাত ধরেই অভিনয়ে আসা তাঁর।
advertisement
2/6
১৯৯৫ সালে ১ মে দিল্লির একটি পঞ্জাবি পরিবারে জন্ম রাধিকার। মথুরা রোডের দিল্লি পাবলিক স্কুলে পড়াশোনা। তারপর জেসাস অ্যান্ড মেরি কলেজ থেকে স্নাতক হন।
১৯৯৫ সালে ১ মে দিল্লির একটি পঞ্জাবি পরিবারে জন্ম রাধিকার। মথুরা রোডের দিল্লি পাবলিক স্কুলে পড়াশোনা। তারপর জেসাস অ্যান্ড মেরি কলেজ থেকে স্নাতক হন।
advertisement
3/6
রাধিকার বাবা পেশায় একজন ব্যবসায়ী এবং মা চিত্রশিল্পী। পরিবারের আর্থিক অবস্থা খুবই স্বচ্ছল। রাধিকার ভাইয়ের নাম অর্জুন।
রাধিকার বাবা পেশায় একজন ব্যবসায়ী এবং মা চিত্রশিল্পী। পরিবারের আর্থিক অবস্থা খুবই স্বচ্ছল। রাধিকার ভাইয়ের নাম অর্জুন।
advertisement
4/6
ছোট থেকেই নাচের পোকা রাধিকা। জ্যাজ, হিপ-হপ, ব্যালে— সব রকম নাচে প্রশিক্ষিত। নিজের নাচের স্কুলও খুলে ফেলেছিলেন।
ছোট থেকেই নাচের পোকা রাধিকা। জ্যাজ, হিপ-হপ, ব্যালে— সব রকম নাচে প্রশিক্ষিত। নিজের নাচের স্কুলও খুলে ফেলেছিলেন।
advertisement
5/6
ছোটবেলায় সারাক্ষণই ক্রিকেট খেলতে ব্যস্ত থাকতেন আর আচরণ ছিল টম-বয় প্রকৃতির।
ছোটবেলায় সারাক্ষণই ক্রিকেট খেলতে ব্যস্ত থাকতেন আর আচরণ ছিল টম-বয় প্রকৃতির।
advertisement
6/6
২০১৪ সালে একতা কপূরের রোম্যান্টিক ড্রামা ‘মেরি আশিকি তুম সে হি’-তে সুযোগ পান তিনি। প্রায় দেড় বছর টিভি-তে চলেছিল এই সিরিয়াল। দর্শকেরা তাঁকে পছন্দও করেছিলেন।
২০১৪ সালে একতা কপূরের রোম্যান্টিক ড্রামা ‘মেরি আশিকি তুম সে হি’-তে সুযোগ পান তিনি। প্রায় দেড় বছর টিভি-তে চলেছিল এই সিরিয়াল। দর্শকেরা তাঁকে পছন্দও করেছিলেন।
advertisement
advertisement
advertisement