রাধিকা বলছেন, "আমার উপরে এই চাপটা ছিল আগেও। আমি যখন নতুন, মুখে ও শরীরে বেশ কিছু অস্ত্রোপচার করতে বলা হয়েছিল আমায়। একটা মিটিংয়ে গিয়েছিলাম। আমায় বলা হল নাকে সার্জারি করতে। পরের মিটিংটায় গেলাম। আমায় স্তনের অস্ত্রোপচার করতে বলা হল। এসব চলতেই থাকল। কখনও পায়ে, কখনও চোয়ালে, কখনও গাল ভরাট করতে বলা হয়েছে। ৩০ বছর বয়সে এসে আমি চুলে রং করেছি। আমি এসবের জন্য একটা ইনজেকশনও নেবো না।"