Radhika Apte : স্তনের মাপ নিয়ে শুনেছিলেন বহু কথা! শেষ পর্যন্ত কী করেছিলেন রাধিকা আপ্তে

Last Updated:
Radhika Apte : রাধিকা জানিয়েছেন, প্রথমেই তাঁকে নাকে সার্জারি ও বোটক্স করতে বলা হয়েছিল।
1/6
কেরিয়ারের শুরুর দিকে প্রত্যেক অভিনেতাকেই বেশ কিছু কঠিন মুহূর্তের সম্মুখীন হতে হয়। ব্যতিক্রম নন অভিনেত্রী রাধিকা আপ্তেও। একেবারে শুরুর দিকে রাধিকাকেও শুনতে হয়েছিল, তিনি এই অভিনয় জগতের জন্য মোটেও উপযুক্ত নন। সম্প্রতি এই বিষয়টি নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেছেন রাধিকা।
কেরিয়ারের শুরুর দিকে প্রত্যেক অভিনেতাকেই বেশ কিছু কঠিন মুহূর্তের সম্মুখীন হতে হয়। ব্যতিক্রম নন অভিনেত্রী রাধিকা আপ্তেও। একেবারে শুরুর দিকে রাধিকাকেও শুনতে হয়েছিল, তিনি এই অভিনয় জগতের জন্য মোটেও উপযুক্ত নন। সম্প্রতি এই বিষয়টি নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেছেন রাধিকা।
advertisement
2/6
রাধিকা জানিয়েছেন, প্রথমেই তাঁকে নাকে সার্জারি ও বোটক্স করতে বলা হয়েছিল। শুধু তাই-ই নয় স্তনেরও মাপ নিয়েও কথা শুনতে হয়েছিল অভিনেত্রীকে। অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন একজন। বলা হয়েছিল, ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে এগুলি করা বাঞ্ছনীয়।
রাধিকা জানিয়েছেন, প্রথমেই তাঁকে নাকে সার্জারি ও বোটক্স করতে বলা হয়েছিল। শুধু তাই-ই নয় স্তনেরও মাপ নিয়েও কথা শুনতে হয়েছিল অভিনেত্রীকে। অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন একজন। বলা হয়েছিল, ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে এগুলি করা বাঞ্ছনীয়।
advertisement
3/6
রাধিকা বলছেন, "আমার উপরে এই চাপটা ছিল আগেও। আমি যখন নতুন, মুখে ও শরীরে বেশ কিছু অস্ত্রোপচার করতে বলা হয়েছিল আমায়। একটা মিটিংয়ে গিয়েছিলাম। আমায় বলা হল নাকে সার্জারি করতে। পরের মিটিংটায় গেলাম। আমায় স্তনের অস্ত্রোপচার করতে বলা হল। এসব চলতেই থাকল। কখনও পায়ে, কখনও চোয়ালে, কখনও গাল ভরাট করতে বলা হয়েছে। ৩০ বছর বয়সে এসে আমি চুলে রং করেছি। আমি এসবের জন্য একটা ইনজেকশনও নেবো না।"
রাধিকা বলছেন, "আমার উপরে এই চাপটা ছিল আগেও। আমি যখন নতুন, মুখে ও শরীরে বেশ কিছু অস্ত্রোপচার করতে বলা হয়েছিল আমায়। একটা মিটিংয়ে গিয়েছিলাম। আমায় বলা হল নাকে সার্জারি করতে। পরের মিটিংটায় গেলাম। আমায় স্তনের অস্ত্রোপচার করতে বলা হল। এসব চলতেই থাকল। কখনও পায়ে, কখনও চোয়ালে, কখনও গাল ভরাট করতে বলা হয়েছে। ৩০ বছর বয়সে এসে আমি চুলে রং করেছি। আমি এসবের জন্য একটা ইনজেকশনও নেবো না।"
advertisement
4/6
এর জন্য কখনও চিন্তিত হননি রাধিকা। তবে বহুবার এসবের জন্য রেগে গিয়েছেন রাধিকা। অভিনেত্রীর কথায়, "আমি চাপ নিইনি। তবে রেগে গিয়েছি। এই বিষয়গুলিই বরং আমায় আমার শরীরকে আরও ভালবাসতে সাহায্য করেছে।"
এর জন্য কখনও চিন্তিত হননি রাধিকা। তবে বহুবার এসবের জন্য রেগে গিয়েছেন রাধিকা। অভিনেত্রীর কথায়, "আমি চাপ নিইনি। তবে রেগে গিয়েছি। এই বিষয়গুলিই বরং আমায় আমার শরীরকে আরও ভালবাসতে সাহায্য করেছে।"
advertisement
5/6
রাধিকা জানান, তাঁর এক বন্ধুও একবার বোটক্স করেছেন। সেই বন্ধুও তাঁকে বোটক্স করার কথা বলেছিলেন। কিন্তু প্রকৃতির সৃষ্টির বিপরীতে যেতে চাননি রাধিকা। না করে দেন বন্ধুকেও।
রাধিকা জানান, তাঁর এক বন্ধুও একবার বোটক্স করেছেন। সেই বন্ধুও তাঁকে বোটক্স করার কথা বলেছিলেন। কিন্তু প্রকৃতির সৃষ্টির বিপরীতে যেতে চাননি রাধিকা। না করে দেন বন্ধুকেও।
advertisement
6/6
রাধিকা সাক্ষাৎকারে এও জানান, তাঁর চার পাশে বহু তারকাকে প্রতিনিয়ত অস্ত্রোপচারের মাধ্যমে চেহারা বদল করতে দেখে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন।
রাধিকা সাক্ষাৎকারে এও জানান, তাঁর চার পাশে বহু তারকাকে প্রতিনিয়ত অস্ত্রোপচারের মাধ্যমে চেহারা বদল করতে দেখে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন।
advertisement
advertisement
advertisement