বলিউডের সাহসী অভিনেত্রী হিসেবেও বলি মহলে যথেষ্ঠ নামডাক রয়েছে রাধিকার। ডি-গ্ল্যাম লুকের বাইরেও অন্যভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রাধিকা আপ্তে। অভিনেত্রীকে নিয়ে চর্চা হামেশা লেগেই রয়েছে৷
2/ 6
বলিউডেই সীমাবদ্ধ নেই তিনি। বলিপাড়ার গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক ময়দানেও রীতিমতো জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন রাধিকা আপ্তে। তবে এর পিছনে রয়েছে অনেক স্ট্রাগল৷ সালটা ২০০৫৷ 'বাহ! লাইফ হো তো অ্যায়সি'- ছবি দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল রাধিকার৷
3/ 6
ইতিমধ্যেই নিজের অভিনয় দক্ষতাও প্রমাণ করে দিয়েছেন রাধিকা৷ তাঁর অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছুই নেই৷ ১৭ বছর এভাবেই কাটিয়ে ফেললেন ইন্ডাস্ট্রিতে৷ তবে কাজ ছাড়া তিনি আর কিছুতেই থাকেন না৷
4/ 6
বলিউডে পা রাখার পর থেকেই একাধিক কটাক্ষের মুখে পড়েছিলেন রাধিকা৷ এবার সবটা প্রকাশ্যে ফাঁস করে দিলেন অভিনেত্রী৷ প্রথমত, গায়ের রং নিয়ে চরম কটাক্ষের মুখে পড়তে হয়েছিল রাধিকাকে৷
5/ 6
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাধিকা জানিয়েছেন, একসময় শরীরের গঠন নিয়ে, নাক নিয়েও চরম কটাক্ষের মুখে পড়তে হয়েছিল৷ প্লাস্টিক সার্জারি করিয়ে শরীরের গড়ন না বদলালে নাকি কাজ পাওয়া যায় না, সেই কারণে প্রায় ৩-৪ টি ছবি থেকে বাদও দেওয়া হয়েছিল৷
6/ 6
রাধিকা কিন্তু নিন্দুকদের কথায় মোটেই কান দেননি বরং শরীরে কোনও সার্জারি না করিয়েও তিনি নিজের শর্তেই ইন্ডাস্ট্রিতে টিকে রয়েছেন৷ ডি-গ্ল্যাম লুকের বাইরেও সাহসী অভিনেত্রী হিসেবেও যথেষ্ঠ নামডাক রয়েছে রাধিকার।
Radhika Apte: গায়ের রং থেকে শরীরের গড়ন! বলিউডে পা রাখতেই জুটেছিল কটাক্ষ, ক্ষোভ উগরে এ কী ফাঁস করলেন রাধিকা
বলিউডেই সীমাবদ্ধ নেই তিনি। বলিপাড়ার গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক ময়দানেও রীতিমতো জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন রাধিকা আপ্তে। তবে এর পিছনে রয়েছে অনেক স্ট্রাগল৷ সালটা ২০০৫৷ 'বাহ! লাইফ হো তো অ্যায়সি'- ছবি দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল রাধিকার৷
Radhika Apte: গায়ের রং থেকে শরীরের গড়ন! বলিউডে পা রাখতেই জুটেছিল কটাক্ষ, ক্ষোভ উগরে এ কী ফাঁস করলেন রাধিকা
ইতিমধ্যেই নিজের অভিনয় দক্ষতাও প্রমাণ করে দিয়েছেন রাধিকা৷ তাঁর অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছুই নেই৷ ১৭ বছর এভাবেই কাটিয়ে ফেললেন ইন্ডাস্ট্রিতে৷ তবে কাজ ছাড়া তিনি আর কিছুতেই থাকেন না৷
Radhika Apte: গায়ের রং থেকে শরীরের গড়ন! বলিউডে পা রাখতেই জুটেছিল কটাক্ষ, ক্ষোভ উগরে এ কী ফাঁস করলেন রাধিকা
বলিউডে পা রাখার পর থেকেই একাধিক কটাক্ষের মুখে পড়েছিলেন রাধিকা৷ এবার সবটা প্রকাশ্যে ফাঁস করে দিলেন অভিনেত্রী৷ প্রথমত, গায়ের রং নিয়ে চরম কটাক্ষের মুখে পড়তে হয়েছিল রাধিকাকে৷
Radhika Apte: গায়ের রং থেকে শরীরের গড়ন! বলিউডে পা রাখতেই জুটেছিল কটাক্ষ, ক্ষোভ উগরে এ কী ফাঁস করলেন রাধিকা
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাধিকা জানিয়েছেন, একসময় শরীরের গঠন নিয়ে, নাক নিয়েও চরম কটাক্ষের মুখে পড়তে হয়েছিল৷ প্লাস্টিক সার্জারি করিয়ে শরীরের গড়ন না বদলালে নাকি কাজ পাওয়া যায় না, সেই কারণে প্রায় ৩-৪ টি ছবি থেকে বাদও দেওয়া হয়েছিল৷