রচনা স্পষ্ট মনের মানুষ। সোজা কথা সোজা ভাবেই বলতে পছন্দ করেন। যদিও এই কথা জানার পর তাঁর ভক্তরা সাহসের প্রশংসা করেছেন তাঁদের প্রিয় দিদির। তবে স্বামীর সঙ্গে একছাদের তলায় না থাকলেও তাঁদের সম্পর্ক বন্ধুর মতো। নিজদের সন্তানের জন্যই ডিভোর্স নেবেন না তাঁরা। এমনকি তাঁর স্বামী মাঝে মধ্যেই বাড়িতে এসে ছেলেকে পড়ান। সময় দেন। এবং তিন জনে এক সঙ্গে বেড়াতেও যান। photo source collected