মন দিয়ে পুজো করছেন অভিনেত্রী৷ পালন করছেন বিশেষ পূর্ণিমার ব্রত৷ এই ব্রত মূলত বিবাহিত মহিলারা করেন৷ এই দিনে বিবাহিত মহিলারা বট গাট বা বটবৃক্ষের পুজো করেন৷ সেই ব্রত পালনে ব্যস্ত অভিনেত্রী অনসূয়া ভরদ্বাজ। (Photo Credit- Anasuya Bharadwaj Instagram) তিনি বটসাবিত্রীতে বন্য পূজা করার সময় ছবিগুলি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে৷ ক্যাপশনে লিখেছেন, 'ইতিবাচক মনোভাব বজায় রাখতে সাহায্য করে এবং মন ভক্তিতে ভরে দেয়৷ এই পুজোতে যেন আমি আমার শিকড়ের টান অনুভব করি এবং মনের শান্তি পাই৷ (Photo Credit- Anasuya Bharadwaj Instagram) অন্যান্য সব মহিলাদের জন্য তিনি এই বট সাবিত্রী পুজোর শুভেচ্ছা জানিয়েছেন। এরই সঙ্গে নিষ্ঠা ভরে স্বামীর পা ছুঁয়ে প্রণামও করেন৷ ছবিতে দেখা যাচ্ছে যে অভিনেত্রী তাঁর স্বামীর পা স্পর্শ করেছেন৷ ভক্তরা তাঁর এই ছবিটি বেশি পছন্দ করছেন। এক ব্লাগার লিখেছেন, sai_winninglooser , 'অন্যন্য অনসূয়া... ফ্যাশন এবং ঐতিহ্যের পরিপ্রেক্ষিতে..' অপরদিকে অপর্ণাস_ব্লগ লিখেছেন, 'স্যার আপনার পা স্পর্শ করুন.. তাহলে সমতা বজায় থাকবে৷' (Photo Credit- Anasuya Bharadwaj Instagram) ছবিতে, তাঁকে তাঁর শাশুড়ির সঙ্গেও দেখা গিয়েছে, যিনি একসঙ্গে পূজায় বসেছিলেন। অভিনেত্রী দুই সন্তানের ম৷ তবে সেটা দেখে বোঝার উপায় নেই৷ কারণ তিনি এতটাই নিজেকে ফিট রেখেছেন৷ ।(Photo Credit- Anasuya Bharadwaj Instagram) অভিনেত্রী হয়েও এমন আচার পালন! এতেই মন জয় করেছে ভক্তদের৷ অনসূয়াকেও ভারতীয় পোশাকে খুব সুন্দর দেখাচ্ছে৷ এবং ভারতীয় সংস্কৃতিকে প্রচার করার জন্য তাঁর প্রশংসা হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে।(Photo Credit- Anasuya Bharadwaj Instagram) এখানে অভিনেত্রীকে তাঁর পোষ্য তোতা পাখির সাথে দেখা যাচ্ছে ৷ পাখিটি পিছন দিকে বসে তরমুজ খাচ্ছে। (Photo Credit- Anasuya Bharadwaj Instagram)