Pushpa 2 Tickets Price: মুক্তির আগেই পুষ্পা ২ ঘিরে উত্তেজনা চরমে, ১৮০০ টাকা ছুঁল টিকিটের দাম!
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Pushpa 2 Tickets Price: পুষ্পা ২ প্রেক্ষাগৃহে ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। দিল্লিতে টিকিটের দাম ১৮০০ টাকা পর্যন্ত পৌঁছেছে, যেখানে মুম্বই এবং বেঙ্গালুরুতে সর্বোচ্চ টিকিটের মূল্য যথাক্রমে ১৬০০ টাকা এবং ১০০০ টাকা।
পুষ্পা ২ প্রেক্ষাগৃহে ৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু এবং চণ্ডীগড়ের মতো শহরে অগ্রিম বুকিং শুরু হয়েছে৷ তবে হায়দ্রাবাদ, ছবির প্রধান বাজার, পাশাপাশি চেন্নাই এবং কোচিতে এখনও শুরু হয়নি। দিল্লিতে টিকিটের দাম ১৮০০ টাকা পর্যন্ত পৌঁছেছে, যেখানে মুম্বই এবং বেঙ্গালুরুতে সর্বোচ্চ টিকিটের মূল্য যথাক্রমে ১৬০০ টাকা এবং ১০০০ টাকা।
advertisement
একটি বিশেষ সিদ্ধান্তের অংশ হিসেবে, তেলেঙ্গানা সরকার ৪ ডিসেম্বর, মুক্তির একদিন আগে ছবিটির একটি স্ক্রিনিং অনুমোদন করেছে। এই বিশেষ শো সিঙ্গেল স্ক্রিন থিয়েটার এবং মাল্টিপ্লেক্স উভয়েই উপলব্ধ থাকবে এবং রাত ৯:৩০-এ শুরু হবে। থিয়েটার মালিকদের ৪ ডিসেম্বরের বিশেষ শোয়ের জন্য টিকিটের দাম ৮০০ টাকা পর্যন্ত বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছে।
advertisement
ছবির মুক্তির দিন, তেলেঙ্গানা সরকার অতিরিক্ত দুটি শোয়ের অনুমতি দিয়েছে, যথাক্রমে রাত ১টা এবং ভোর ৪টায়, নিয়মিত পাঁচটি শো ছাড়াও। এই অতিরিক্ত শোগুলোর জন্য, সিঙ্গেল স্ক্রিন থিয়েটারগুলো ৮ ডিসেম্বর পর্যন্ত টিকিটের দাম ১৫০ টাকা পর্যন্ত বাড়াতে পারবে। ৯ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে এই বৃদ্ধি ১০৫ টাকায় সীমাবদ্ধ করা যেতে পারে এবং ১৭ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ২০ টাকা পর্যন্ত বাড়ানো যাবে। ২৩ ডিসেম্বরের পরে, টিকিটের দাম স্বাভাবিক হবে।
advertisement
advertisement