সামাজিক অন্যায়ের বিরুদ্ধে গলা তুললেন রূপম, সঙ্গী ‘পুরনো গিটার’; রিলিজ হল তাঁর নতুন মিউজিক ভিডিও

Last Updated:
Purono Guitar: বাংলা রক গানে রূপম ইসলামের বিকল্প আজও খুঁজে পায়নি তরুণ প্রজন্ম। সম্প্রতি তাঁকে নিয়ে এক হৈ হৈ কাণ্ড ঘটে গিয়েছে। এমনকী আর গাইবেন না, এমন কথাও শুনিয়েছেন রূপম। কিন্তু তারই মধ্যে রূপমের নতুন মিউজিক ভিডিও রিলিজ হল শহরের একটি রেস্ট্রো পাবে ৷
1/7
গানের সুর, শুধু তো বিনোদন নয়। এই সুরেই গাঁথা থাকে নানা কথা, কখনও তা আনন্দের কখনও বিষাদের। কখনও পাওয়া-না পাওয়ার কাহিনী। আবার যুগে যুগে এই গানের সুরেই বাধা পড়েছে প্রতিবাদের ভাষা।
গানের সুর, শুধু তো বিনোদন নয়। এই সুরেই গাঁথা থাকে নানা কথা, কখনও তা আনন্দের কখনও বিষাদের। কখনও পাওয়া-না পাওয়ার কাহিনী। আবার যুগে যুগে এই গানের সুরেই বাধা পড়েছে প্রতিবাদের ভাষা।
advertisement
2/7
সামাজিক নানা অন্যায় আর শোষণের প্রতিবাদ হয়েছে গানের সুরে। বাংলা রক গানে রূপম ইসলামের বিকল্প আজও খুঁজে পায়নি তরুণ প্রজন্ম। সম্প্রতি তাঁকে নিয়ে এক হৈ হৈ কাণ্ড ঘটে গিয়েছে। এমনকী আর গাইবেন না, এমন কথাও শুনিয়েছেন রূপম। কিন্তু তারই মধ্যে রূপমের নতুন মিউজিক ভিডিও রিলিজ হল শহরের এক রেস্ট্রো পাবে ৷
সামাজিক নানা অন্যায় আর শোষণের প্রতিবাদ হয়েছে গানের সুরে। বাংলা রক গানে রূপম ইসলামের বিকল্প আজও খুঁজে পায়নি তরুণ প্রজন্ম। সম্প্রতি তাঁকে নিয়ে এক হৈ হৈ কাণ্ড ঘটে গিয়েছে। এমনকী আর গাইবেন না, এমন কথাও শুনিয়েছেন রূপম। কিন্তু তারই মধ্যে রূপমের নতুন মিউজিক ভিডিও রিলিজ হল শহরের এক রেস্ট্রো পাবে ৷
advertisement
3/7
‘পুরনো গিটার’ –এর তারে ঝঙ্কার উঠল আরও একবার। রাজা চন্দের পরিচালনায়, বিশ্ব রায়ের কথা ও সুরে রূপম ইসলামের নতুন মিউজিক ভিডিও-র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানের আয়োজক ‘পুরনো গিটার’ গানের সুরকার বিশ্ব রায়, সকলকে স্বাগত জানিয়ে অভ্যর্থনা করেন অনুষ্ঠানে।
‘পুরনো গিটার’ –এর তারে ঝঙ্কার উঠল আরও একবার। রাজা চন্দের পরিচালনায়, বিশ্ব রায়ের কথা ও সুরে রূপম ইসলামের নতুন মিউজিক ভিডিও-র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানের আয়োজক ‘পুরনো গিটার’ গানের সুরকার বিশ্ব রায়, সকলকে স্বাগত জানিয়ে অভ্যর্থনা করেন অনুষ্ঠানে।
advertisement
4/7
এই মিউজিক ভিডিও-টির প্রস্তুতকারক ‘অন্নপূর্ণা স্বাদিষ্ঠ’। তাই অনুষ্ঠানে ওই সংস্থার তরফে হাজির ছিলেন ডিরেক্টর সুমিত সেনগুপ্ত-সহ অন্য কর্মকর্তারা। রূপম ইসলাম মুক্ত কণ্ঠে পুরোনো গিটার গানের কয়েকটি লাইন ও তাঁর পছন্দের গানের কিছু সুর শোনালেন শ্রোতাদের, একেবারে নিজস্ব মেজাজে।
এই মিউজিক ভিডিও-টির প্রস্তুতকারক ‘অন্নপূর্ণা স্বাদিষ্ঠ’। তাই অনুষ্ঠানে ওই সংস্থার তরফে হাজির ছিলেন ডিরেক্টর সুমিত সেনগুপ্ত-সহ অন্য কর্মকর্তারা। রূপম ইসলাম মুক্ত কণ্ঠে পুরোনো গিটার গানের কয়েকটি লাইন ও তাঁর পছন্দের গানের কিছু সুর শোনালেন শ্রোতাদের, একেবারে নিজস্ব মেজাজে।
advertisement
5/7
পরিচালক রাজা চন্দ জানান, এই বিশেষ মিউজিক ভিডিওটি তৈরির পিছনে নানা কাহিনী। তাঁর নিজস্ব অভিজ্ঞতা যা অবশ্যই উপভোগ্য। সঙ্গীতকার ও সুরকার বিশ্ব রায়ও শ্রোতাদের সঙ্গে ভাগ করে নিলেন রূপমকে দিয়ে গান গাওয়ানোর অভিজ্ঞতা। রূপমের মতো এক অসাধারণ ও বিনম্র শিল্পীর সঙ্গে কাজ করার স্মৃতি তার কাছে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে বলেও জানান তিনি।
পরিচালক রাজা চন্দ জানান, এই বিশেষ মিউজিক ভিডিওটি তৈরির পিছনে নানা কাহিনী। তাঁর নিজস্ব অভিজ্ঞতা যা অবশ্যই উপভোগ্য। সঙ্গীতকার ও সুরকার বিশ্ব রায়ও শ্রোতাদের সঙ্গে ভাগ করে নিলেন রূপমকে দিয়ে গান গাওয়ানোর অভিজ্ঞতা। রূপমের মতো এক অসাধারণ ও বিনম্র শিল্পীর সঙ্গে কাজ করার স্মৃতি তার কাছে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে বলেও জানান তিনি।
advertisement
6/7
গানের কথায় এবং সুরে রয়েছে বেশ খানিকটা প্রতিবাদী আবহ। পুরনো গিটার গানটি সামাজিক অবিচার ও শোষণের বিরুদ্ধে গলা তুলে প্রতিবাদ জানায়। শিল্পীর সংগ্রাম আর এক নিরলস প্রতিবাদকারীর কোথায় যেন একাত্ম হয়ে যান গানের সুরে। আর তারই সঙ্গে জুড়ে যায় সমাজের প্রতিটি স্তরের মানুষ।
গানের কথায় এবং সুরে রয়েছে বেশ খানিকটা প্রতিবাদী আবহ। পুরনো গিটার গানটি সামাজিক অবিচার ও শোষণের বিরুদ্ধে গলা তুলে প্রতিবাদ জানায়। শিল্পীর সংগ্রাম আর এক নিরলস প্রতিবাদকারীর কোথায় যেন একাত্ম হয়ে যান গানের সুরে। আর তারই সঙ্গে জুড়ে যায় সমাজের প্রতিটি স্তরের মানুষ।
advertisement
7/7
পিয়ান সরকার
পিয়ান সরকার
advertisement
advertisement
advertisement