সামাজিক অন্যায়ের বিরুদ্ধে গলা তুললেন রূপম, সঙ্গী ‘পুরনো গিটার’; রিলিজ হল তাঁর নতুন মিউজিক ভিডিও
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Purono Guitar: বাংলা রক গানে রূপম ইসলামের বিকল্প আজও খুঁজে পায়নি তরুণ প্রজন্ম। সম্প্রতি তাঁকে নিয়ে এক হৈ হৈ কাণ্ড ঘটে গিয়েছে। এমনকী আর গাইবেন না, এমন কথাও শুনিয়েছেন রূপম। কিন্তু তারই মধ্যে রূপমের নতুন মিউজিক ভিডিও রিলিজ হল শহরের একটি রেস্ট্রো পাবে ৷
advertisement
advertisement
advertisement
advertisement
পরিচালক রাজা চন্দ জানান, এই বিশেষ মিউজিক ভিডিওটি তৈরির পিছনে নানা কাহিনী। তাঁর নিজস্ব অভিজ্ঞতা যা অবশ্যই উপভোগ্য। সঙ্গীতকার ও সুরকার বিশ্ব রায়ও শ্রোতাদের সঙ্গে ভাগ করে নিলেন রূপমকে দিয়ে গান গাওয়ানোর অভিজ্ঞতা। রূপমের মতো এক অসাধারণ ও বিনম্র শিল্পীর সঙ্গে কাজ করার স্মৃতি তার কাছে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে বলেও জানান তিনি।
advertisement
advertisement