এই সময়টা আমাকে এতটা ‘প্যাম্পার’ করার জন্য অনেক ধন্যবাদ..., ইনস্টাগ্রামে পোস্ট সন্তানসম্ভবা পূজার

Last Updated:
করোনার কারণে ঘটা করে সামাজিক বিয়ের অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি ৷ তবে তা করোনা সমস্যা মিটে গেলেই হবে বলে জানিয়েছেন পূজা ৷
1/8
আনুষ্ঠানিকভাবে সব রীতি মেনে বিয়ে পরে হবে ৷ আপাতত লকডাউনের মধ্যেই রেজিস্ট্রি বিয়ে সেরে ফেলেছেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মা ৷ তবে তাঁদের রেজিস্ট্রি দেড় মাস আগেই হয়ে গিয়েছিল ৷ ৪৫ দিন ধরে সেই খবর গোপনে রাখার পর অবশেষে এল তা প্রকাশ্যে ৷
আনুষ্ঠানিকভাবে সব রীতি মেনে বিয়ে পরে হবে ৷ আপাতত লকডাউনের মধ্যেই রেজিস্ট্রি বিয়ে সেরে ফেলেছেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মা ৷ তবে তাঁদের রেজিস্ট্রি দেড় মাস আগেই হয়ে গিয়েছিল ৷ ৪৫ দিন ধরে সেই খবর গোপনে রাখার পর অবশেষে এল তা প্রকাশ্যে ৷
advertisement
2/8
 সঙ্গে আরও একটি খবর ৷ পূজা সন্তানসম্ভবা ৷ একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, সন্তান জন্মের পরেই তিনি কুণালকে রীতি মেনে বিয়ে করতে চান ৷ Photo Courtesy: Puja Banerjee/Instagram Handle
সঙ্গে আরও একটি খবর ৷ পূজা সন্তানসম্ভবা ৷ একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, সন্তান জন্মের পরেই তিনি কুণালকে রীতি মেনে বিয়ে করতে চান ৷ Photo Courtesy: Puja Banerjee/Instagram Handle
advertisement
3/8
 অভিনেত্রীকে অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন মুম্বই ও কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষজন ৷ পূজার অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়েই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের জোয়ার। জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়, দেবিনা বন্দ্যোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, আদা খান-রা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
অভিনেত্রীকে অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন মুম্বই ও কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষজন ৷ পূজার অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়েই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের জোয়ার। জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়, দেবিনা বন্দ্যোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, আদা খান-রা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
advertisement
4/8
 এ বছর ১৫ এপ্রিলই কুণাল ভার্মার সঙ্গে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করার কথা ছিল অভিনেত্রী পূজার ৷ কিন্তু তারপর করোনার জেরে দীর্ঘ লকডাউনে সবই পিছিয়ে যায় ৷ তাই মাসখানেক আগেই রেজিস্ট্রি বিয়ের কাজ সেরে ফেলেছেন পূজা ও কুণাল ৷
এ বছর ১৫ এপ্রিলই কুণাল ভার্মার সঙ্গে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করার কথা ছিল অভিনেত্রী পূজার ৷ কিন্তু তারপর করোনার জেরে দীর্ঘ লকডাউনে সবই পিছিয়ে যায় ৷ তাই মাসখানেক আগেই রেজিস্ট্রি বিয়ের কাজ সেরে ফেলেছেন পূজা ও কুণাল ৷
advertisement
5/8
এর আগে বিয়ের জন্য সমস্ত টাকা করোনা তহবিলে দান করার কথাও জানিয়েছিলেন পূজা ও কুণাল। এবার মা হওয়ার সুখবর শোনালেন অভিনত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ৷
এর আগে বিয়ের জন্য সমস্ত টাকা করোনা তহবিলে দান করার কথাও জানিয়েছিলেন পূজা ও কুণাল। এবার মা হওয়ার সুখবর শোনালেন অভিনত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ৷
advertisement
6/8
কুণাল ভার্মার সঙ্গে নিজের ছবি পোস্ট করে পূজা লিখেছেন, ''এই সময়টাতে আমাকে এত প্রশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ, এই সময়ে এটাই বেশি প্রয়োজন।'' ক্যাপশানে লিখেছেন, #soontobemommy #soontobepapa #soontobeparents @kunalrverma ৷ Photo Courtesy: Puja Banerjee/Instagram Handle
কুণাল ভার্মার সঙ্গে নিজের ছবি পোস্ট করে পূজা লিখেছেন, ''এই সময়টাতে আমাকে এত প্রশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ, এই সময়ে এটাই বেশি প্রয়োজন।'' ক্যাপশানে লিখেছেন, #soontobemommy #soontobepapa #soontobeparents @kunalrverma ৷ Photo Courtesy: Puja Banerjee/Instagram Handle
advertisement
7/8
করোনার কারণে সামাজিক বিয়ের অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি ৷ তবে তা করোনা সমস্যা মিটে গেলেই হবে বলে জানিয়েছেন পূজা ৷
করোনার কারণে সামাজিক বিয়ের অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি ৷ তবে তা করোনা সমস্যা মিটে গেলেই হবে বলে জানিয়েছেন পূজা ৷
advertisement
8/8
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement
advertisement
advertisement