৪৮ -র ঐশ্বর্য্যের রূপ যেন গলানো সোনা! ৫০০ কোটির ফিল্মে কত কোটির গয়নায় সাজলেন সুন্দরী
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
নন্দিনীর রূপে ঐশ্বর্য্য একেবারে সেই সময়ের রূপে সেজে উঠেছেন৷ পরম্পরাগত কুন্দন সেটিংয়ে বানানো হার, বঙ্গি, আংটি, ঝুমকো পরতে দেখা গেছে৷ এতে আনকাট রত্নখচিত রয়েছে৷ এতে মাণিক্য, হলুদ নীলা আছে৷
#মুম্বই: পোন্নিয়িন সেলবন ১ ছবিতে ঐশ্বর্য রাই মহারাণী নন্দিনী -র চরিত্রে অভিনয় করেছেন৷ তাঁর নতুন পোস্টার রিলিজ হয়েছে৷ অভিনেত্রী সুন্দরী তা নিয়ে কারোর মনেও কোনও সন্দেহ নেই৷ তবে নতুন পোস্টারে ফের একবার সকলকে মুগ্ধ করে দিয়েছেন সুন্দরী শ্রেষ্ঠা ঐশ্বর্য৷ নতুন তরুণ সুন্দরীদের একেবারে বলে বলে গোল দিচ্ছেন৷ এই ছবিতে তিনি যে গয়না পরেছেন তাতে চোল বংশের রাণীর লুকে একেবারে কামাল করে দিয়েছেন৷
advertisement
advertisement
advertisement
advertisement