Jeet | Prosenjit: 'জিতের অর্ধেক ভক্ত আমার ছবি দেখতে এলেই ছবি হিট' ! 'আয় খুকু আয়' নিয়ে বললেন প্রসেনজিৎ
- Published by:Piya Banerjee
Last Updated:
Jeet | Prosenjit: 'আয় খুকু আয়' ছবিতে কাজ শুরু করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! জেনে নিন জিৎকে নিয়ে কি বললেন প্রসেনজিৎ...
'আয় খুকু আয়' ছবির লুকে ইতিমধ্যেই ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। তবে এই প্রথমবার এক সঙ্গে কাজ করছেন জিৎ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। না অভিনয়ে জিৎ থাকবেন না। তবে প্রযোজনায় রয়েছে জিতের প্রযোজক সংস্থা। এই ছবিতে দ্বৈত চরিত্রে অর্থাৎ ডাবল রোলে অভিনয় করবেন সকলের প্রিয় বুম্বাদা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়াকে বাবা ও মেয়ের চরিত্রে দেখা যাবে। কিন্তু এছাড়াও কোন চরিত্রে থাকবেন প্রসেনজিৎ, তা নিয়ে রহস্য থাকছেই।
advertisement
advertisement
এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বললেন, " ‘শৌভিক একজন দক্ষ পরিচালক। আমার সঙ্গে আগেও কাজ করেছে। দু'তিন মাস আগে আমাকে ও চিত্রনাট্যটা শোনায়। গল্পটা শুনে আমার মনে হয়েছিল, এই সবে করোনা সামান্য শিথিল হয়েছে। খারাপ সময় কাটিয়েছি আমরা। এই রকম হালকা মেজাজের ছবি হওয়া প্রয়োজন। বাবা মেয়ের সম্পর্কের কথা বলে এই ছবি। আবেগ ও ড্রামা দুটোর মিশেল রয়েছে গল্পে।চিত্রনাট্য শোনার পর জানতে পারি জিৎ ছবিটির প্রযোজনা করছে। জিতের জন্য আমার গর্ব বোধ হয়। ওঁর সাফল্যে আমি ভীষণ খুশি।"
advertisement
advertisement
এদিকে ছবিতে বুম্বাদা কাজ করছেন বলে বেজায় খুশি অভিনেতা জিৎও! তিনি বললেন, "শৌভিকের সঙ্গে বেশ কিছুদিন হল কাজ করছি। বুম্বাদা যে এই ছবিটা করতে রাজি হয়েছেন, তাতেই আমি আপ্লুত। আমি ও আমার টিম বুম্বাদার কাছ থেকে, অনেক কিছু শিখতে পারবো, এটা ভেবেই ভাল লাগছে।’’ তবে প্রসেনজিৎ ও দিতিপ্রিয়া ছাড়াও সোহিনী সেনগুপ্ত, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ, রাহুল দেব বোস, মিথিলাকে দেখা যাবে এই ছবিতে।