Jisshu-Nilanjana: সরিয়েছেন যীশুর সঙ্গে সব ছবি, মুছলেন 'সেনগুপ্ত' পদবী! ভাঙছে যীশু-নীলাঞ্জনার সংসার? একরাশ মনখারাপের পোস্টে জল্পনা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Jisshu-Nilanjana: যীশু বর্তমানে টলিউড, বলিউডের পাশাপাশি দক্ষিণী ছবির জন্যও বেজায় ব্যস্ত। বেশিরভাগ সময়ই মুম্বইতে ব্যস্ত থাকেন তিনি। শোনা যাচ্ছে যীশুই নাকি তৃতীয় সম্পর্কে জড়িয়েছেন, আর তাতেই অশান্তির শুরু (সূত্রের খবর)।
advertisement
*২০০৪ সালের ৪ মার্চ অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের মেয়ে নীলাঞ্জনা ভৌমিকেরে সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন যীশু সেনগুপ্ত। তারপর থেকে টলিউডে তাঁরা 'পাওয়ার কাপল' হিসেবেই সুপরিচিত। খেলার মাঠ থেকে পুজোর আড্ডা, দেশ-বিদেশে দুই মেয়ে সারা এবং জারাকে নিয়ে বেড়ানোর প্রতি মুহূর্ত ধরা পড়ত সোশ্যাল মিডিয়ার পর্দায়। এবারে সেখান থেকেই নীলাঞ্জনা সরিয়ে দিয়েছেন যীশুর সব ছবি। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
*নীলাঞ্জনার সোশ্যাল ওয়ালে মন খারাপের একাধিক পোস্ট সামনে এসেছে সম্প্রতি। কখনও কঠিন সময়কে জয় করার পোস্ট করেছেন, কখনও বা নীলাঞ্জনা তাঁর কাছের মানুষ হিসেবে দুই মেয়ে সারা-জারা এবং বোন চন্দনার কথা উল্লেখ করেছেন। বিধ্বস্ত অবস্থাতেও সুন্দর থাকার পাঠ দিয়েছেন। তবে মন খারাপের এই পোস্টে কোথাও নাম নেই যীশুর। সংগৃহীত ছবি।
advertisement
*ইনস্টাগ্রামে নীলাঞ্জনা লিখেছেন, 'এই বছরটা জুড়ে থাকল একের পর এক হারানো, একটার পর একটা ক্ষতি, একের পর এক যুদ্ধে। কঠিন সময় জীবনের আসল রং দেখতে পেলাম। দেখলাম, ভেঙে পড়লেও তা সুন্দর থাকা যায়, জানলাম আমায় ভালবাসার এবং ঘিরে রাখার কত মানুষ আছেন, আমার জীবনের শক্তির স্তম্ভ, হৃৎস্পন্দন হল সারা, জারা, চন্দনা। তোমাদের ভালবাসি। যাঁরা যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তাঁদের অসংখ্য ধন্যবাদ। কঠিন সময় পেরিয়ে ফিরে আসার জন্য একটু সময় নিচ্ছি।' সংগৃহীত ছবি।