Priyanka Chopra: তোলপাড় করা খবর! ফের বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া... পরিচালকের নাম শুনলে চমকে যাবেন
- Published by:Rachana Majumder
- trending desk
Last Updated:
Priyanka Chopra: প্রথমে শোনা যাচ্ছিল যে, ফারহান আখতার পরিচালিত ‘জি লে জারা’ ছবির হাত ধরে বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন পিগি চপস। তবে এখন শোনা যাচ্ছে যে, সঞ্জয় লীলা বনশালির হাত ধরে ফের বি-টাউনে কামব্যাক করতে চলেছেন প্রিয়াঙ্কা।
advertisement
প্রথমে শোনা যাচ্ছিল যে, ফারহান আখতার পরিচালিত ‘জি লে জারা’ ছবির হাত ধরে বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন পিগি চপস। তবে এখন শোনা যাচ্ছে যে, সঞ্জয় লীলা বনশালির হাত ধরে ফের বি-টাউনে কামব্যাক করতে চলেছেন প্রিয়াঙ্কা। সমস্ত কিছু ঠিকঠাক এগোলে প্রায় এক দশক পরে একসঙ্গে কাজ করতে দেখা যাবে প্রিয়াঙ্কা এবং বনশালিকে। প্রসঙ্গত এর আগে তাঁদের শেষবার একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল ‘বাজিরাও মস্তানি’ ছবিতে।
advertisement
সংবাদমাধ্যমের কাছে এক ঘনিষ্ঠ সূত্রের তরফে জানানো হয়েছে যে, একটি অ্যাকশন ফিল্মের জন্য ইতিমধ্যেই অভিনেত্রী এবং পরিচালকের মধ্যে শুরু হয়েছে কথাবার্তা। ওই সূত্রের দাবি, তিনি (প্রিয়াঙ্কা) জানেন যে, তাঁর পরবর্তী হিন্দি কাজ নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। খুব শীঘ্রই তিনি একটি প্রজেক্ট চূড়ান্ত করতে চাইছেন। একাধিক চিত্রনাট্য পড়েছেন, এমনকী বহু নির্মাতার সঙ্গে এর জন্য আলাপ-আলোচনাও করছেন।
advertisement
advertisement
এখানেই শেষ নয়, প্রিয়াঙ্কার ভারত সফরের কথা উল্লেখ করে ওই সূত্রটি আরও দাবি করেছে যে, প্রিয়াঙ্কার এই ভারত সফর শুধুমাত্র কাজের জন্যই। মুম্বইয়ে একটি ইভেন্টে যোগ দেওয়ার পাশাপাশি বেশ কিছু কাজও এই মুহূর্তে সারবেন তিনি। অনেকের সঙ্গে পরপর বৈঠকও করছেন তিনি। যদিও তাঁর নিজস্ব একটি প্রযোজনা সংস্থাও রয়েছে। সেটার উপরেই মনোনিবেশ করছেন তিনি। ফলে নিজের ব্যানারে তিন-চারটি প্রজেক্ট চূড়ান্ত করার জন্য অনেকের সঙ্গে সাক্ষাৎও করেছেন অভিনেত্রী।
advertisement
যদিও এই দাবির বিষয়ে কোনও রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি প্রিয়াঙ্কা এবং বনশালির। প্রসঙ্গত নিজের প্রথম ওটিটি প্রজেক্ট ‘হিরামান্ডি’ নিয়ে বেশ ব্যস্ত সঞ্জয় লীলা বনশালি। ওই সিরিজে দেখা যাবে মণীশা কৈরালা, সোনাক্ষি সিনহা, অদিতি রাও হায়দরি, রিচা চাড্ডা, সঞ্জিদা শেখ এবং শরমিন সিগালের মতো অভিনেত্রীদের। অন্যদিকে প্রিয়াঙ্কার হাতে আবার রয়েছে রুসো ব্রাদার্সের ‘দ্য ব্লাফ’ এবং ‘হেডস অফ স্টেট’।