শুরু থেকেই চলছিল তাঁর খোঁজ, অবশেষে অস্কার শেষের পার্টিতে দেখা মিলল 'দেশিগার্লের' !

Last Updated:
1/6
সেরা ছবির সেরা পুরস্কার ! অস্কারের মঞ্চকে এভাবেই দেখা হয় ৷ আর সেখানে হাত গোনা কিছু ভারতীয়দের দেখা যায়, যার মধ্যে এই তারকা অন্যতম ৷ তবে রেড কার্পেটে তিনি ছিলেন না ৷ খোঁজ চলছিল এই অভিনেত্রী ৷ তারপর যখন তিনি এলেন...তখন একের পর এক ক্যামরার ঝলকেই যেন কেটে গেল সময় ৷Photo Courtesy: Instagram
সেরা ছবির সেরা পুরস্কার ! অস্কারের মঞ্চকে এভাবেই দেখা হয় ৷ আর সেখানে হাত গোনা কিছু ভারতীয়দের দেখা যায়, যার মধ্যে এই তারকা অন্যতম ৷ তবে রেড কার্পেটে তিনি ছিলেন না ৷ খোঁজ চলছিল এই অভিনেত্রী ৷ তারপর যখন তিনি এলেন...তখন একের পর এক ক্যামরার ঝলকেই যেন কেটে গেল সময় ৷Photo Courtesy: Instagram
advertisement
2/6
তিনি আর কেউ নন, দেশিগার্ল প্রিয়াঙ্কা চোপড়া জোনস ৷ এবছরের অস্কার মঞ্চে তিনি হাজির থাকতে পারেননি ঠিকই, কিন্তু আফটার পার্টিতে হাজির হয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন তিনি ৷ Photo Courtesy: Instagram
তিনি আর কেউ নন, দেশিগার্ল প্রিয়াঙ্কা চোপড়া জোনস ৷ এবছরের অস্কার মঞ্চে তিনি হাজির থাকতে পারেননি ঠিকই, কিন্তু আফটার পার্টিতে হাজির হয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন তিনি ৷ Photo Courtesy: Instagram
advertisement
3/6
এলি সাব গাউনে সেজেছিলেন প্রিয়াঙ্কা ৷ পার্টিতে কালো রংই তাঁর পছন্দ ৷ বিশেষ কোন গয়না তাঁর পছন্দ নয় ! বিয়ের পর এটাই তাঁর প্রথম অস্কার ৷ স্বামী নিককে সঙ্গে নিয়েই তিনি পৌঁছে যান অস্কার আফটার পার্টিতে ৷ Photo Courtesy: Instagram
এলি সাব গাউনে সেজেছিলেন প্রিয়াঙ্কা ৷ পার্টিতে কালো রংই তাঁর পছন্দ ৷ বিশেষ কোন গয়না তাঁর পছন্দ নয় ! বিয়ের পর এটাই তাঁর প্রথম অস্কার ৷ স্বামী নিককে সঙ্গে নিয়েই তিনি পৌঁছে যান অস্কার আফটার পার্টিতে ৷ Photo Courtesy: Instagram
advertisement
4/6
প্রিয়াঙ্কার সঙ্গে মানিয়ে সেজেছিলেন নিকও ৷ Photo Courtesy: Instagram
প্রিয়াঙ্কার সঙ্গে মানিয়ে সেজেছিলেন নিকও ৷ Photo Courtesy: Instagram
advertisement
5/6
পার্টিতে সবার সঙ্গে দেখা হল প্রিয়াঙ্কা চোপড়া জোনসের ৷ Photo Courtesy: Instagram
পার্টিতে সবার সঙ্গে দেখা হল প্রিয়াঙ্কা চোপড়া জোনসের ৷ Photo Courtesy: Instagram
advertisement
6/6
বেশ কিছু বছর হলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন পিগি চপস ৷  ২০১৬ থেকেই তাঁকে দেখা গিয়েছে অস্কারের রেড কার্পেটে হাঁটতে ৷ আপাতত তিনি তৈরি হচ্ছেন তাঁর তৃতীয় হলিউড ছবি মুক্তির জন্য ৷ Photo Courtesy: Instagram
বেশ কিছু বছর হলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন পিগি চপস ৷ ২০১৬ থেকেই তাঁকে দেখা গিয়েছে অস্কারের রেড কার্পেটে হাঁটতে ৷ আপাতত তিনি তৈরি হচ্ছেন তাঁর তৃতীয় হলিউড ছবি মুক্তির জন্য ৷ Photo Courtesy: Instagram
advertisement
advertisement
advertisement