Viral Dance: মেয়ে তো নয় যেন তুবড়ি-বোমা! নাচের তালে মালামাল নায়িকার, দেখুন
- Published by:Pooja Basu
Last Updated:
বলিউড এবং দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নায়িকা পূজা হেগড়ে৷ তবে শুধু অভিনয় নয়, তাঁর নাচও মুগ্ধ দর্শকদের৷ তাই তো তাঁর নাচের স্টেপ দারুণ জনপ্রিয় হয় এবং মাঝেমাধ্যেই তা ভাইরাল হয়! এমনই কিছু মনকাড়া গান ও নাচের দিকে নজর রাখা যাক
advertisement
Arabic Kuthu: বিস্ট ছিবটির গান Arabic Kuthu, ছিলেন পূজা ও বিজয় ত্রিপাঠি৷ এটি অত্যন্ত জনপ্রিয় এবং সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল৷ প্রচুর রিল শেয়ার হয়েছে এই গানটি৷ গানটি ট্রেন্ডিং ছিল বহুদিন এবং বহু তারকাই এই গানের সঙ্গে নেচে পোস্ট করেন৷ এই নাচে পূজা ও বিজয়ের রাসায়ন সঙ্গে ফাটাফাটা এনার্জি সকলের নজর কাড়ে৷
advertisement
advertisement
Seeti Maar: সলমনের ছবিতে এই একই গান শোনা গেলেও, দক্ষিণের ছবি 'Duvvada Jagannadham'-র সিটি মার গানটি তুলনামূলক ভাবে বেশি চমকপ্রদ৷ জশপ্রীত জ্যাজ ও রিতা থিয়াগরঞ্জনের গাওয়া গানে পর্দায় দেখা গিয়েছে পূজা হেগড়েকে৷ পূজার স্ক্রিন প্রেজেন্স ছিল অসামান্য, একই সঙ্গে ছিল তাঁর নাচের স্টেপ..যা দক্ষিণের গন্ডি ছাপিয়ে গোটা দেশের মানুষকে নাচিয়ে ছেড়েছিল!
advertisement
Special song in 'F3': 'F3'ছবিতে এক বিশেষ চরিত্রে নজরে এসেছেন পূজা৷ অল্প সময়ের উপস্থিতিই নজর কেড়েছে তাঁর৷ সেই ছবিতেও তাঁর নাচের তালে কুপোকাৎ দর্শক৷ তাঁকে দেখেই মুগ্ধ ছিলেন তাঁর ভক্তরা৷ এরপর তাঁকে দেখা যাবে সলমন খানের কভি ইদ কভি দিওয়লি ছবিতে৷ পূজা অভিনয় করবেন রণবীর সিং-এর বিপরীতে সার্কাস ছবিতে৷ একই সঙ্গে মহেশ বাবুর বিপরীতে SSMB28 ছবিতে দেখা যাবে পূজা হেগড়েকে৷ সম্প্রতি রাম চরনের সঙ্গে পূজা হেগড়ের ছবি আচার্য মুক্তি পেয়েছে৷