কেরিয়ারের শিখরে থাকাকালীনই বিয়ে করে দেশ ছেড়েছিলেন, কিন্তু ভেঙে গিয়েছিল সুখের সংসার; তবে দ্বিতীয় ইনিংসে কিছুই করে উঠতে পারেননি এই অভিনেত্রী
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
আর মা-কে দেখেই অনুপ্রেরণা পেয়েছিলেন অভিনেত্রী। ফলে মডেলিং দিয়েই শুরু করেছিলেন কেরিয়ার। সেখান থেকেই তাঁর জীবনে এক নতুন মোড় আসে।
এক সময় বলিউডের সুন্দরী অভিনেত্রীদের তালিকায় ছিলেন পূজা বাত্রা। সৌন্দর্যের প্রতিযোগিতা থেকেই কেরিয়ার শুরু করেন তিনি। আসলে সাধারণ পরিবারেই জন্ম পূজার। সেনাবাহিনীতে ছিলেন বাবা আর তাঁর মা ছিলেন একজন মডেল। আর মা-কে দেখেই অনুপ্রেরণা পেয়েছিলেন অভিনেত্রী। ফলে মডেলিং দিয়েই শুরু করেছিলেন কেরিয়ার। সেখান থেকেই তাঁর জীবনে এক নতুন মোড় আসে। আজ তাঁর সাফল্যের গল্পই জেনে নেওয়া যাক। (Photo-instagram@poojabatra)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আর ভারতে পা রেখেই যেন নয়া ইনিংস শুরু করেন পূজা। ‘হাম তুম শাবানা’, ‘এবিসিডি২’, ‘কিলার পঞ্জাবি’, ‘মিরর গেম’, ‘স্কোয়াড’-এর মতো ছবিতে অভিনয়ও করেন। কিন্তু ভক্তদের মনে তেমন ছাপ ফেলতে পারেননি অভিনেত্রী। এরপর ২০১৯ সালে অভিনেতা নওয়াব শাহের সঙ্গে দ্বিতীয় বারের জন্য বিয়ের পিঁড়িতে বসেন পূজা বাত্রা। হিন্দি, তামিল, তেলুগু এবং মালয়ালম ছবিতে অভিনয় করেছেন নওয়াব শাহ। মূলত অ্যাকশন ছবিতেই দেখা যায় তাঁকে। ‘ভাগ মিলখা ভাগ’, ‘ডন ২’, ‘দিলওয়ালে’ ছবিতে অভিনয় করেছেন অভিনেতা। (Photo-instagram@poojabatra)