Guess the Celebrity: বিয়েতে খাবার পরিবেশন করে পেয়েছিলেন মাত্র ৫০ টাকা! পুলিশ কনস্টেবলের মেয়ে আজ ৩৭ কোটির মালিক, বলুন তো কে 'এই' অভিনেত্রী?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Guess the Celebrity: বলিউডে এমন অনেক তারকা রয়েছেন, যাদের চলচ্চিত্র জগতে আসার আগে জীবনে অনেক সংগ্রাম করতে হয়েছে। কিন্তু আজ তিনি বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন।
advertisement
advertisement
নিজের জীবন সংগ্রাম নিয়ে মিডিয়ার সঙ্গে বহুবার কথা বলেছেন রাখি। তিনি বহুবার দাবি করেছেন যে তার শৈশব ভীষণই দুঃখে-কষ্টে কেটেছে। মাত্র ১০ বছর বয়সে কাজ শুরু করেন রাখি সাওয়ান্ত। তিনি সাক্ষাৎকারে বলেছিলেন, তার বয়স যখন ১০, তখন তিনি মুম্বইয়ের একটি বিয়েতে খাবার পরিবেশন করেছিলেন যার জন্য মাত্র ৫০ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন।
advertisement
advertisement
advertisement
'চুরা লিয়া হ্যায় তুমনে'-এর বিখ্যাত গান 'মহব্বত হ্যায় মির্চি' তার ভাগ্য পরিবর্তন করে দিয়েছিল। চারবার অডিশন দেওয়ার পর এই গানটি পেয়েছিলেন তিনি। 'ক্রেজি ৪'- ছবিতে রাখি সাওয়ান্তের গান 'টুক টুক দেখে পাল-পাল কে দেখে' গানটিও অনেক গুঞ্জন তৈরি করেছিল। এর পরে, রাখি একের পর এক আইটেম গানে নজর কেড়েছেন৷ 'মস্তি' এবং 'ম্যায় হুন না'-এর মতো ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয় করতে দেখা গেছে রাখিকে।
advertisement
advertisement
advertisement