Bollywood Gossip: একাধিক পুরুষসঙ্গ, উচ্ছৃঙ্খল জীবন, শরীরী মোচড়ে তোলপাড় পুরুষ-হৃদয়! পচে গিয়েছিল পা... বচ্চনের এই নায়িকার মৃত্যু আজও রহস্য... গায়ে কাঁটা দেবে
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
শরীরী ভাষা ও পোশাকে নিজের সময় তথা সমসাময়িক নায়িকাদের থেকে অনেক এগিয়ে ছিলেন পরভীন৷ অমিতাভ বচ্চনের মতো নায়কের সঙ্গেও তাঁর অনস্ক্রিন কেমিস্ট্রি দেখে চমকে গিয়েছিলেন সেই সময়ের দর্শক ৷
৮০ দশকে খ্যাতির শীর্ষে ছিলেন পরভিন ববি। কিন্তু একসময় ছন্দপতন হল। মহেশ ভাটের সঙ্গে তাঁর সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে বারংবার মিডিয়ার আক্রমণে তিনি বিধ্বস্থ হয়ে পড়েছিলেন। সিৎজোফ্রেনিয়ায় আক্রান্ত হন। নিউ ইয়র্কেও চলে যান ১৯৮৩ সালে। ৬ বছর বাদে মুম্বইয়ে ফিরে আসেন। কিন্তু কীসের যেন একটা ভয় পিছু নিয়েছিল তাঁর। জীবনের শেষদিকে ছিল সীমাহীন দারিদ্র…টাকার অভাবে চিকিৎসাও করাতে পারছিলেন না। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ২০০৫-এর জানুয়ারিতে মৃত অবস্থায় ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। মৃত্যুর ২ দিন বাদে। প্রতিবেশিরা বলেছিলেন, ৩ দিন ধরে দুধ ও খাবরের কাগজ নিচ্ছিলেন না অভিনেত্রী। সেই থেকেই সন্দেহ দানা বাঁধে এবং পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে দেখেন, মাটিতে পড়ে রয়েছে পরভিনের দেহ। অনেকে এও বলেন, তাঁর একটা পায়ে নাকি গ্যাংগ্রিন-ও ছিল।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement