Parineeti Chopra-Raghav Chadha Wedding : সাতপাকে বাঁধা পড়লেন রাঘব-পরিণীতি, শাহরুখের গান বাজিয়ে কনে-বিদায়, বলিউডে নবদম্পতি ‘রাগনীতি’

Last Updated:
Parineeti Chopra-Raghav Chadha Wedding : চোপড়া এবং চড্ডা পরিবারের সদস্যদের পাশাপাশি বলিউডের তারকারা এবং রাজনৈতিক জগতের ব্যক্তিত্বদের উপস্থিতিতে বিয়ে হল ‘রাগণীতি’র। সিটি অফ লেকের লীলা প্যালেসে বিয়ের মণ্ডপ বসেছিল।
1/8
মিলন ঘটল রাজনীতি এবং বিনোদন জগতের। দেশবাসী পেল আর এক তারকা দম্পতি। রাঘব চড্ডা এবং পরিণীতি চোপড়া। চার হাত এক হল এই যুগলের। উদয়পুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে বিয়ে সারলেন তারকারা।
মিলন ঘটল রাজনীতি এবং বিনোদন জগতের। দেশবাসী পেল আর এক তারকা দম্পতি। রাঘব চড্ডা এবং পরিণীতি চোপড়া। চার হাত এক হল এই যুগলের। উদয়পুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে বিয়ে সারলেন তারকারা।
advertisement
2/8
জানা গেল, কনে-বিদায়ের সময়ে শাহরুখ খানের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ গানটি চালানো হয়। লাল রঙের ভিন্টেজ গাড়িতে করে নবদম্পতি বিয়ের মণ্ডপ ছেড়ে যান।
জানা গেল, কনে-বিদায়ের সময়ে শাহরুখ খানের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ গানটি চালানো হয়। লাল রঙের ভিন্টেজ গাড়িতে করে নবদম্পতি বিয়ের মণ্ডপ ছেড়ে যান।
advertisement
3/8
চোপড়া এবং চড্ডা পরিবারের সদস্যদের পাশাপাশি বলিউডের তারকারা এবং রাজনৈতিক জগতের ব্যক্তিত্বদের উপস্থিতিতে বিয়ে হল ‘রাগণীতি’র। সিটি অফ লেকের লীলা প্যালেসে বিয়ের মণ্ডপ বসেছিল।
চোপড়া এবং চড্ডা পরিবারের সদস্যদের পাশাপাশি বলিউডের তারকারা এবং রাজনৈতিক জগতের ব্যক্তিত্বদের উপস্থিতিতে বিয়ে হল ‘রাগণীতি’র। সিটি অফ লেকের লীলা প্যালেসে বিয়ের মণ্ডপ বসেছিল।
advertisement
4/8
করণ জোহর, মণীশ মালহোত্রা, হরভজন সিং, অর্জুন কাপুর, আদিত্য ঠাকরে-সহ আরও অনেকে রবিবার দুপুর দুপুর উদয়পুর পৌঁছে গিয়েছিলেন। অন্যদিকে পরিণীতির তুতো দিদি প্রিয়াঙ্কা চোপড়া এবং তাঁর স্বামী নিক জোনাস এই শুভদিনে হাজিরা দিতে পারেননি।
করণ জোহর, মণীশ মালহোত্রা, হরভজন সিং, অর্জুন কাপুর, আদিত্য ঠাকরে-সহ আরও অনেকে রবিবার দুপুর দুপুর উদয়পুর পৌঁছে গিয়েছিলেন। অন্যদিকে পরিণীতির তুতো দিদি প্রিয়াঙ্কা চোপড়া এবং তাঁর স্বামী নিক জোনাস এই শুভদিনে হাজিরা দিতে পারেননি।
advertisement
5/8
শনিবার দুপুর থেকেই অতিথিদের জন্য এলাহি ব্যবস্থা করা হয়েছিল বিয়েবাড়িতে। শুরু হয়েছিল মধ্যাহ্নভোজ দিয়ে। তারপর মেহেন্দি অনুষ্ঠান এবং সঙ্গীতানুষ্ঠান। ৯০ দশকের বিখ্যাত গানে মজেছিলেন অতিথি-সহ বর-বউ।
শনিবার দুপুর থেকেই অতিথিদের জন্য এলাহি ব্যবস্থা করা হয়েছিল বিয়েবাড়িতে। শুরু হয়েছিল মধ্যাহ্নভোজ দিয়ে। তারপর মেহেন্দি অনুষ্ঠান এবং সঙ্গীতানুষ্ঠান। ৯০ দশকের বিখ্যাত গানে মজেছিলেন অতিথি-সহ বর-বউ।
advertisement
6/8
পরিণীতির সঙ্গে বিয়ে করতে রাঘব এবং তাঁর বরযাত্রী নৌকা করে ঝিল পার করে প্যালেসে পৌঁছন। নিউজ18-এর নিজস্ব ছবিতে দেখা গিয়েছে একের পর এক নৌকা বরযাত্রী নিয়ে জলাশয় পেরিয়ে যাচ্ছে।
পরিণীতির সঙ্গে বিয়ে করতে রাঘব এবং তাঁর বরযাত্রী নৌকা করে ঝিল পার করে প্যালেসে পৌঁছন। নিউজ18-এর নিজস্ব ছবিতে দেখা গিয়েছে একের পর এক নৌকা বরযাত্রী নিয়ে জলাশয় পেরিয়ে যাচ্ছে।
advertisement
7/8
এভাবেই রাজকীয় বন্দোবস্ত করা হয়েছিল দুই তারকার মিলন অনুষ্ঠানের জন্য। এখন সকলের অপেক্ষা কখন নবদম্পতি রূপে সাংবাদিকদের ক্যামেরায় ধরা দেবেন রাঘব-পরিণীতি।
এভাবেই রাজকীয় বন্দোবস্ত করা হয়েছিল দুই তারকার মিলন অনুষ্ঠানের জন্য। এখন সকলের অপেক্ষা কখন নবদম্পতি রূপে সাংবাদিকদের ক্যামেরায় ধরা দেবেন রাঘব-পরিণীতি।
advertisement
8/8
গত ১৩ মে নয়াদিল্লির কপূরথলা হাউসে রাঘবের সঙ্গে বাগদান সেরেছেন পরিণীতি। আর আজ, রবিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ হল জয়মালা বদল, সাতপাক হল ৪টে নাগাদ, কনে বিদায় হয় ছ’টা নাগাদ।
গত ১৩ মে নয়াদিল্লির কপূরথলা হাউসে রাঘবের সঙ্গে বাগদান সেরেছেন পরিণীতি। আর আজ, রবিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ হল জয়মালা বদল, সাতপাক হল ৪টে নাগাদ, কনে বিদায় হয় ছ’টা নাগাদ।
advertisement
advertisement
advertisement