Parambrata Chatterjee: জামাইষষ্ঠীতে বাবা হয়েছেন পরমব্রত... পরের দিনই পোস্ট করলেন সন্তানের ছবি! শুভেচ্ছায় ভরালেন অনুরাগীরা...

Last Updated:
২০২৩-এর ২৭ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েন টলিউডের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং সমাজ কর্মী ও গায়িকা পিয়া চক্রবর্তী। ঘরোয়া, চাকচিক্যহীন অনুষ্ঠান করেই ঘর বেঁধেছিলেন তাঁরা। কথা ছিল, জুনে আসবে তাঁদের সন্তান, হলও তাই। জামাইষষ্ঠীতেই বাবা হলেন পরম।
1/6
২০২৩-এর ২৭ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েন টলিউডের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং সমাজ কর্মী ও গায়িকা পিয়া চক্রবর্তী। ঘরোয়া, চাকচিক্যহীন অনুষ্ঠান করেই ঘর বেঁধেছিলেন তাঁরা। কথা ছিল, জুনে আসবে তাঁদের সন্তান, হলও তাই। জামাইষষ্ঠীতেই বাবা হলেন পরম।
২০২৩-এর ২৭ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েন টলিউডের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং সমাজ কর্মী ও গায়িকা পিয়া চক্রবর্তী। ঘরোয়া, চাকচিক্যহীন অনুষ্ঠান করেই ঘর বেঁধেছিলেন তাঁরা। কথা ছিল, জুনে আসবে তাঁদের সন্তান, হলও তাই। জামাইষষ্ঠীতেই বাবা হলেন পরম।
advertisement
2/6
 ২ জুন সকালে একটি মিষ্টি পোস্ট করতে দেখা যায় পরমব্রতকে। শিশুর দুটি ছোট্ট পা। আর তা আগলে রেখেছেন শিশুর বাবা-মা।
২ জুন সকালে একটি মিষ্টি পোস্ট করতে দেখা যায় পরমব্রতকে। শিশুর দুটি ছোট্ট পা। আর তা আগলে রেখেছেন শিশুর বাবা-মা।
advertisement
3/6
সেখানে লেখা, 'আমাদের হৃদয় পূর্ণ হল, সঙ্গে আমাদের হাতও। পৃথিবীতে তোমায় স্বাগত, জুনিয়র!'
সেখানে লেখা, 'আমাদের হৃদয় পূর্ণ হল, সঙ্গে আমাদের হাতও। পৃথিবীতে তোমায় স্বাগত, জুনিয়র!'
advertisement
4/6
দিন কয়েক আগে মাতৃত্বকালীন ছুটির আগে সহকর্মীরা সাধ খাইয়েছিলেন পিয়াকে। স্বামী পরমও কাজের মাঝেই যত্ন নিচ্ছিলেন গর্ভবতী স্ত্রীর।
দিন কয়েক আগে মাতৃত্বকালীন ছুটির আগে সহকর্মীরা সাধ খাইয়েছিলেন পিয়াকে। স্বামী পরমও কাজের মাঝেই যত্ন নিচ্ছিলেন গর্ভবতী স্ত্রীর।
advertisement
5/6
গত ফেব্রুয়ারিতে নেটমাধ্যমে সন্তান আসার খবর জানিয়েছিলেন তারকা-দম্পতি। জানিয়েছিলেন চলতি বছরেই আসতে চলেছে সন্তান।
গত ফেব্রুয়ারিতে নেটমাধ্যমে সন্তান আসার খবর জানিয়েছিলেন তারকা-দম্পতি। জানিয়েছিলেন চলতি বছরেই আসতে চলেছে সন্তান।
advertisement
6/6
নতুন সদস্যের আগমনের কথা জানতে পেরেই শুভেচ্ছাবার্তা পাঠান পিয়ার সহকর্মী রত্নাবলী রায়। পরমব্রতর বন্ধু রাইমা সেন, জোজো প্রমুখেরা।
নতুন সদস্যের আগমনের কথা জানতে পেরেই শুভেচ্ছাবার্তা পাঠান পিয়ার সহকর্মী রত্নাবলী রায়। পরমব্রতর বন্ধু রাইমা সেন, জোজো প্রমুখেরা।
advertisement
advertisement
advertisement