Pankaj Tripathi: তিনদিন আগেই বাবার মৃত্যু, জাতীয় পুরস্কার 'বাবুজি'কে উৎসর্গ করলেন পঙ্কজ ত্রিপাঠী

Last Updated:
একটি বিবৃতিতে তিনি জানান যে তাঁর বাবুজি বেঁচে থাকলে অত্যন্ত খুশি হতেন৷ পঙ্কজের জীবনে তাঁর বাবা পণ্ডিত বেনারাস তিওয়ারির প্রভাব অনেকটাই৷ গ্রামের ছেলের বলিউডে এসে লড়াইয়ের পিছনে ছিল তাঁর বাবার অনুপ্ররণা৷
1/6
গভীর শোকের মধ্যেই এল পুরস্কার প্রাপ্তির খবর৷ তিন দিন আগে পিতৃবিয়োগ হয়েছে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর৷ আর ঠিক সেই শোকের সময় জাতীয় পুরস্কারে ভূষিত হলেন পঙ্কজ৷
গভীর শোকের মধ্যেই এল পুরস্কার প্রাপ্তির খবর৷ তিন দিন আগে পিতৃবিয়োগ হয়েছে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর৷ আর ঠিক সেই শোকের সময় জাতীয় পুরস্কারে ভূষিত হলেন পঙ্কজ৷
advertisement
2/6
 মিমি ছবির জন্য জাতীয় পুরস্কার পাচ্ছেন পঙ্কজ ত্রিপাঠী৷ সেরা সহ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কারের সম্মান পাচ্ছেন তিনি৷
মিমি ছবির জন্য জাতীয় পুরস্কার পাচ্ছেন পঙ্কজ ত্রিপাঠী৷ সেরা সহ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কারের সম্মান পাচ্ছেন তিনি৷
advertisement
3/6
 সোমবার শ্যুটিং চলাকালীন বাবার মৃত্যুর খবর পান অভিনেতা৷ সরাসরি রওনা দেন গ্রামের বাড়ির উদ্দেশ্যে৷ আপাতত তিনি গোপালগঞ্জেই রয়েছেন পরিবারের সঙ্গে৷ সেখান থেকেই তিনি জানতে পারেন এই সম্মাননার কথা৷ এবং বাবাকে জাতীয় পুরস্কার উৎসর্গ করেন অভিনেতা৷
সোমবার শ্যুটিং চলাকালীন বাবার মৃত্যুর খবর পান অভিনেতা৷ সরাসরি রওনা দেন গ্রামের বাড়ির উদ্দেশ্যে৷ আপাতত তিনি গোপালগঞ্জেই রয়েছেন পরিবারের সঙ্গে৷ সেখান থেকেই তিনি জানতে পারেন এই সম্মাননার কথা৷ এবং বাবাকে জাতীয় পুরস্কার উৎসর্গ করেন অভিনেতা৷
advertisement
4/6
একটি বিবৃতিতে তিনি জানান যে তাঁর বাবুজি বেঁচে থাকলে অত্যন্ত খুশি হতেন৷ পঙ্কজের জীবনে তাঁর বাবা পণ্ডিত বেনারাস তিওয়ারির প্রভাব অনেকটাই৷ গ্রামের ছেলের বলিউডে এসে লড়াইয়ের পিছনে ছিল তাঁর বাবার অনুপ্ররণা৷ সেকথা বরাবর জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠী৷ ফলে জাতীয় পুরস্কারের খবর তাঁর বাবার সঙ্গে ভাগ না করতে পেরে মন খারাপ পঙ্কজের৷
একটি বিবৃতিতে তিনি জানান যে তাঁর বাবুজি বেঁচে থাকলে অত্যন্ত খুশি হতেন৷ পঙ্কজের জীবনে তাঁর বাবা পণ্ডিত বেনারাস তিওয়ারির প্রভাব অনেকটাই৷ গ্রামের ছেলের বলিউডে এসে লড়াইয়ের পিছনে ছিল তাঁর বাবার অনুপ্ররণা৷ সেকথা বরাবর জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠী৷ ফলে জাতীয় পুরস্কারের খবর তাঁর বাবার সঙ্গে ভাগ না করতে পেরে মন খারাপ পঙ্কজের৷
advertisement
5/6
৯৯ বছর বয়স হয়েছিল পঙ্কজ-পিতার। মৃত্যুর কারণ নিয়ে নির্দিষ্ট কোনও মন্তব্য করা হয়নি।
৯৯ বছর বয়স হয়েছিল পঙ্কজ-পিতার। মৃত্যুর কারণ নিয়ে নির্দিষ্ট কোনও মন্তব্য করা হয়নি।
advertisement
6/6
 ২০১৮ সালে একটি সাক্ষাৎকারে পঙ্কজ জানিয়েছিলেন, গ্রামে বাবার সঙ্গে মাঠেঘাটে কাজ শিখে বড় হয়েছেন তিনি। পরে পটনা চলে আসার পর অভিনয়ের শখ জাগে তাঁর। এর পরে দিল্লিতে গিয়ে পড়াশোনা শুরু করেন ন্যাশনাল স্কুল অফ ড্রামা-তে। ২০০৪ সালে স্নাতক পাশ করে স্বপ্নের নগরী মুম্বই পাড়ি দেন পঙ্কজ। তার পর প্রবল স্ট্রাগল।
২০১৮ সালে একটি সাক্ষাৎকারে পঙ্কজ জানিয়েছিলেন, গ্রামে বাবার সঙ্গে মাঠেঘাটে কাজ শিখে বড় হয়েছেন তিনি। পরে পটনা চলে আসার পর অভিনয়ের শখ জাগে তাঁর। এর পরে দিল্লিতে গিয়ে পড়াশোনা শুরু করেন ন্যাশনাল স্কুল অফ ড্রামা-তে। ২০০৪ সালে স্নাতক পাশ করে স্বপ্নের নগরী মুম্বই পাড়ি দেন পঙ্কজ। তার পর প্রবল স্ট্রাগল।
advertisement
advertisement
advertisement