Pankaj Tripathi: তিনদিন আগেই বাবার মৃত্যু, জাতীয় পুরস্কার 'বাবুজি'কে উৎসর্গ করলেন পঙ্কজ ত্রিপাঠী
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
একটি বিবৃতিতে তিনি জানান যে তাঁর বাবুজি বেঁচে থাকলে অত্যন্ত খুশি হতেন৷ পঙ্কজের জীবনে তাঁর বাবা পণ্ডিত বেনারাস তিওয়ারির প্রভাব অনেকটাই৷ গ্রামের ছেলের বলিউডে এসে লড়াইয়ের পিছনে ছিল তাঁর বাবার অনুপ্ররণা৷
advertisement
advertisement
advertisement
একটি বিবৃতিতে তিনি জানান যে তাঁর বাবুজি বেঁচে থাকলে অত্যন্ত খুশি হতেন৷ পঙ্কজের জীবনে তাঁর বাবা পণ্ডিত বেনারাস তিওয়ারির প্রভাব অনেকটাই৷ গ্রামের ছেলের বলিউডে এসে লড়াইয়ের পিছনে ছিল তাঁর বাবার অনুপ্ররণা৷ সেকথা বরাবর জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠী৷ ফলে জাতীয় পুরস্কারের খবর তাঁর বাবার সঙ্গে ভাগ না করতে পেরে মন খারাপ পঙ্কজের৷
advertisement
advertisement
২০১৮ সালে একটি সাক্ষাৎকারে পঙ্কজ জানিয়েছিলেন, গ্রামে বাবার সঙ্গে মাঠেঘাটে কাজ শিখে বড় হয়েছেন তিনি। পরে পটনা চলে আসার পর অভিনয়ের শখ জাগে তাঁর। এর পরে দিল্লিতে গিয়ে পড়াশোনা শুরু করেন ন্যাশনাল স্কুল অফ ড্রামা-তে। ২০০৪ সালে স্নাতক পাশ করে স্বপ্নের নগরী মুম্বই পাড়ি দেন পঙ্কজ। তার পর প্রবল স্ট্রাগল।