Palak Tiwari: কালো জাম্পস্যুটে হট লুক পলকের! শ্বেতা তিওয়ারির মেয়ে নতুন সেনসেশন

Last Updated:
Palak Tiwari : গায়ের সঙ্গে লেগে আছে কালো জাম্পস্যুট। তার সঙ্গে মানানসই ব্যাগ। পারদ চড়ালেন পলক।
1/8
বিজলি নামের সেই মিউজিক ভিডিও ব্যাপক সাডা় পেয়েছে। এবার ফোটোশ্যুটে অনুরাগীদের মুগ্ধ করলেন শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারি।
বিজলি নামের সেই মিউজিক ভিডিও ব্যাপক সাডা় পেয়েছে। এবার ফোটোশ্যুটে অনুরাগীদের মুগ্ধ করলেন শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারি।
advertisement
2/8
গায়ের সঙ্গে লেগে আছে কালো জাম্পস্যুট। তার সঙ্গে মানানসই ব্যাগ। পারদ চড়ালেন পলক।
গায়ের সঙ্গে লেগে আছে কালো জাম্পস্যুট। তার সঙ্গে মানানসই ব্যাগ। পারদ চড়ালেন পলক।
advertisement
3/8
কিছুদিন আগেই পঞ্জাবি গায়ক হার্ডি সান্ধুর মিউজিক ভিডিওয় কাজ করেছেন পলক তিওয়ারি। সেই মিউজিক ভিডিও থেকেই জনপ্রিয়তা পান তিনি।
কিছুদিন আগেই পঞ্জাবি গায়ক হার্ডি সান্ধুর মিউজিক ভিডিওয় কাজ করেছেন পলক তিওয়ারি। সেই মিউজিক ভিডিও থেকেই জনপ্রিয়তা পান তিনি।
advertisement
4/8
সোশ্যাল মিডিয়ায় এই গানটি ব্যাপক সাড়া ফেলে। ভাইরাল হন শ্বেতা কন্যা পলক।
সোশ্যাল মিডিয়ায় এই গানটি ব্যাপক সাড়া ফেলে। ভাইরাল হন শ্বেতা কন্যা পলক।
advertisement
5/8
আর তার পর থেকেই স্পটলাইটে শ্বেতা তিওয়ারির মেয়ে । মায়ের মতোই মেয়ের সৌন্দর্যেও কাবু নেটিজেন।
আর তার পর থেকেই স্পটলাইটে শ্বেতা তিওয়ারির মেয়ে । মায়ের মতোই মেয়ের সৌন্দর্যেও কাবু নেটিজেন।
advertisement
6/8
পাশাপাশি তাঁর স্টাইল স্টেটমেন্টও নজর কাড়ার মতো। লাল রঙের থাই পর্যন্ত স্লিট দেওয়া গাউনে স্মোকিং হট লুক পলকের।
পাশাপাশি তাঁর স্টাইল স্টেটমেন্টও নজর কাড়ার মতো। লাল রঙের থাই পর্যন্ত স্লিট দেওয়া গাউনে স্মোকিং হট লুক পলকের।
advertisement
7/8
পার্পল মিনি ড্রেসে পলক তিওয়ারি। সাজের সঙ্গে মানানসই মেক আপ নজর কেড়েছে।
পার্পল মিনি ড্রেসে পলক তিওয়ারি। সাজের সঙ্গে মানানসই মেক আপ নজর কেড়েছে।
advertisement
8/8
কাজের দিক থেকে বিজলি বিজলি গানটি ব্যাপক সাড়া ফেলেছে। আর তার পর থেকেই বহু অফার পেয়েছেন পলক। স্লিট দেওয়া গাউনে  পারদ চড়াচ্ছেন তিনি।
কাজের দিক থেকে বিজলি বিজলি গানটি ব্যাপক সাড়া ফেলেছে। আর তার পর থেকেই বহু অফার পেয়েছেন পলক। স্লিট দেওয়া গাউনে পারদ চড়াচ্ছেন তিনি।
advertisement
advertisement
advertisement