Shoaib Malik Wife Sana: সানিয়ার পর সানায় মন, তবে শোয়েবের তৃতীয় বউও মাসখানেক আগে ছিলেন অন্য স্বামীর ঘরে! পরিচয়ে চমক

Last Updated:
Shoaib Malik Wife Sana: পাকিস্তানি টিভি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে নিকাহ অনুষ্ঠানের ছবি শেয়ার করেছিলেন শোয়েব। তখন থেকেই সানিয়ার জন্য মনখারাপ শুরু নেটিজেনদের।
1/10
শনিবার সকালে পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিক সকলকে অবাক করে দিয়েছেন। সানিয়া মির্জার সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা প্রকাশ না পেতেই শোয়েবের নতুন বিয়ের ছবি জনসমক্ষে। চারদিকে হইচই পড়ে যায়।
শনিবার সকালে পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিক সকলকে অবাক করে দিয়েছেন। সানিয়া মির্জার সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা প্রকাশ না পেতেই শোয়েবের নতুন বিয়ের ছবি জনসমক্ষে। চারদিকে হইচই পড়ে যায়।
advertisement
2/10
ইনস্টাগ্রামে পাকিস্তানি টিভি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে নিকাহ অনুষ্ঠানের ছবি শেয়ার করেছিলেন শোয়েব। তখন থেকেই সানিয়ার জন্য মনখারাপ শুরু নেটিজেনদের।
ইনস্টাগ্রামে পাকিস্তানি টিভি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে নিকাহ অনুষ্ঠানের ছবি শেয়ার করেছিলেন শোয়েব। তখন থেকেই সানিয়ার জন্য মনখারাপ শুরু নেটিজেনদের।
advertisement
3/10
ডিভোর্সের গুঞ্জনের মাঝেই কিছুদিন আগে সানিয়া একটি পোস্ট করেন, যা দেখে অনেকেরই মনে হয়েছিল, বুঝি তাঁদের সম্পর্কে ছেদ ধরেছে। সেই গুঞ্জনকেই সত্যি করল শোয়েবের পোস্ট।
ডিভোর্সের গুঞ্জনের মাঝেই কিছুদিন আগে সানিয়া একটি পোস্ট করেন, যা দেখে অনেকেরই মনে হয়েছিল, বুঝি তাঁদের সম্পর্কে ছেদ ধরেছে। সেই গুঞ্জনকেই সত্যি করল শোয়েবের পোস্ট।
advertisement
4/10
সানা পাকিস্তানের অভিনয় জগতে রয়েছেন অনেকদিন ধরেই। তিনি উর্দু টেলিভিশনে জনপ্রিয় মুখ। রোমান্টিক ড্রামা ‘খানি’-তে প্রধান চরিত্রে অভিনয় করার পর ব্যাপক পরিচিতি পান। এ জন্য তিনি লাক্স স্টাইল অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত হন।
সানা পাকিস্তানের অভিনয় জগতে রয়েছেন অনেকদিন ধরেই। তিনি উর্দু টেলিভিশনে জনপ্রিয় মুখ। রোমান্টিক ড্রামা ‘খানি’-তে প্রধান চরিত্রে অভিনয় করার পর ব্যাপক পরিচিতি পান। এ জন্য তিনি লাক্স স্টাইল অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত হন।
advertisement
5/10
২০২০ সালের অক্টোবরে ঘোষণা করা হয়েছিল যে সানা করাচিতে তাঁর বাড়িতে অভিনেতা এবং গায়ক-গীতিকার উমায়ের জাসওয়ালকে বিয়ে করেন। যদিও দম্পতি এখনও তাঁদের বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেননি।
২০২০ সালের অক্টোবরে ঘোষণা করা হয়েছিল যে সানা করাচিতে তাঁর বাড়িতে অভিনেতা এবং গায়ক-গীতিকার উমায়ের জাসওয়ালকে বিয়ে করেন। যদিও দম্পতি এখনও তাঁদের বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেননি।
advertisement
6/10
উমাইর জাসওয়াল ইসলামাবাদের একজন জনপ্রিয় অভিনেতা, গায়ক-গীতিকার এবং সঙ্গীত প্রযোজক। এক কথায় তিনি সে দেশের রকস্টার। ইসলামাবাদে জন্ম ও বেড়ে ওঠা। একাধিক বার তিনি তাঁর ব্যান্ডের সঙ্গে কোক স্টুডিও সিজন ৫-এ যোগ দেন।
উমাইর জাসওয়াল ইসলামাবাদের একজন জনপ্রিয় অভিনেতা, গায়ক-গীতিকার এবং সঙ্গীত প্রযোজক। এক কথায় তিনি সে দেশের রকস্টার। ইসলামাবাদে জন্ম ও বেড়ে ওঠা। একাধিক বার তিনি তাঁর ব্যান্ডের সঙ্গে কোক স্টুডিও সিজন ৫-এ যোগ দেন।
advertisement
7/10
২০২০-তে বিয়ে হলেও গত বছরই, ২০২৩-এ নভেম্বরে, সানা এবং উমাইয়ের সম্পর্কে চিড় ধরেছিল বলে শোনা যায়। নিজেদের ছবিগুলি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দিয়েছিলেন তাঁরা।
২০২০-তে বিয়ে হলেও গত বছরই, ২০২৩-এ নভেম্বরে, সানা এবং উমাইয়ের সম্পর্কে চিড় ধরেছিল বলে শোনা যায়। নিজেদের ছবিগুলি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দিয়েছিলেন তাঁরা।
advertisement
8/10
শোনা যায়, সানা নাকি উমাইয়েরের বাড়ি ছেড়ে গিয়েছিলেন। তবে এই দম্পতি কখনওই তাঁদের বিবাহবিচ্ছেদের ঘোষণা করেননি।
শোনা যায়, সানা নাকি উমাইয়েরের বাড়ি ছেড়ে গিয়েছিলেন। তবে এই দম্পতি কখনওই তাঁদের বিবাহবিচ্ছেদের ঘোষণা করেননি।
advertisement
9/10
২০১০ সালে বিয়ে করেছিলেন ক্রিকেট এবং টেনিস তারকা। সীমান্তের এপারে এবং ওপারে দুই জায়গাতেই বিয়ের অনুষ্ঠান করেছিলেন তাঁরা। ২০১৮ সালে তাঁদের ছেলের জন্ম।
২০১০ সালে বিয়ে করেছিলেন ক্রিকেট এবং টেনিস তারকা। সীমান্তের এপারে এবং ওপারে দুই জায়গাতেই বিয়ের অনুষ্ঠান করেছিলেন তাঁরা। ২০১৮ সালে তাঁদের ছেলের জন্ম।
advertisement
10/10
শোনা যায়, সানিয়ার আগে শোয়েবের আরও একটি বিয়ে ছিল। আয়েশা সিদ্দিকি নামের একজনের সঙ্গে। কিন্তু সে কথা স্পষ্ট নস্যাৎ করেছিলেন ক্রিকেটার।
শোনা যায়, সানিয়ার আগে শোয়েবের আরও একটি বিয়ে ছিল। আয়েশা সিদ্দিকি নামের একজনের সঙ্গে। কিন্তু সে কথা স্পষ্ট নস্যাৎ করেছিলেন ক্রিকেটার।
advertisement
advertisement
advertisement