OTT: নেই কোনও খলনায়ক, ছিল না খুন-খারাপির দৃশ্যও; অথচ শুধুমাত্র গল্পের জোরেই ১৮৮ কোটি টাকা আয় করেছিল এই ছবিটি, জিতেছিল ৬৮টি পুরস্কারও
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
কিছু ছবি সেই চিরাচরিত অ্যাকশন এবং রক্তপাত ছাড়াই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। প্রায় বছর তেরো আগে এমনই একটি ছবি এসেছিল, যা বক্স অফিসে ব্লকবাস্টার বলে প্রমাণিত হয়েছিল। এমনকী ৬৮টি পুরস্কারও জিতেছিল। আর সেই ছবিটির নাম হল ‘বরফি’।
অ্যাকশন ছবির ফরম্যাট সাধারণত একই রকম হয়। মূলত সেখানে দেখা যায় যে, নায়ক এবং নায়িকার মাঝে খলনায়ক প্রবেশ করছে। তারপর প্রচণ্ড মারকাটারি অ্যাকশনের দৃশ্য থাকে। কিন্তু কিছু ছবি সেই চিরাচরিত অ্যাকশন এবং রক্তপাত ছাড়াই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। প্রায় বছর তেরো আগে এমনই একটি ছবি এসেছিল, যা বক্স অফিসে ব্লকবাস্টার বলে প্রমাণিত হয়েছিল। এমনকী ৬৮টি পুরস্কারও জিতেছিল। আর সেই ছবিটির নাম হল ‘বরফি’।
advertisement
advertisement
advertisement
অন্যদিকে, নায়িকা প্রিয়াঙ্কা চোপড়াকে মানসিক প্রতিবন্ধীর ভূমিকায় দেখা গিয়েছিল। রণবীর কাপুরের মতো দুর্ধর্ষ অভিনয়ের জোরে সকলের মন জয় করে নিয়েছিলেন প্রিয়াঙ্কা। তবে এই ছবিতে উঠে এসেছিল ত্রিকোণ প্রেমের গল্প। শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দর্শকদের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে ‘বরফি’। এমনকী মাঝে মাঝে আবেগঘন দৃশ্যে চোখে জল ধরে রাখতে পারেননি দর্শকরা।
advertisement
মুক্তির পরেই প্রচুর পুরস্কার জিতে নিয়েছিল ‘বরফি’। এই ছবিতে অভিনয়ের জন্য বেস্ট অ্যাক্টর ক্যাটাগরিতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছিলেন রণবীর কাপুর। এমনকী ট্রেন্ডসেটার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতে নিয়েছিল ‘বরফি’। রনি স্ক্রুওয়ালা জিতেছিলেন বেস্ট ফিল্ম, ইলিয়ানা ডিক্রুজ জিতেছিলেন বেস্ট ডেবিউ অ্যাকট্রেস অ্যাওয়ার্ড, প্রীতম জিতেছিলেন বেস্ট মিউজিক ডিরেক্টর-বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যাওয়ার্ড।
advertisement
advertisement
বলিউড হাঙ্গামার রিপোর্ট বলছে যে, সারা দেশে ১১২ কোটি টাকার ব্যবসা করেছিল রণবীর কাপুর এবং প্রিয়াঙ্কা চোপড়ার ‘বরফি’। ভারতে এই ছবির মোট সংগ্রহের পরিমাণ ছিল ১৫৬ কোটি টাকা। আর সারা বিশ্বে ‘বরফি’ আয় করেছে ১৮৮ কোটি টাকা। অনুরাগ বসু পরিচালিত এই ছবির আইএমডিবি-র রেটিং ১০-এ ৮.১। আপাতত দুই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে রীতিমতো সাড়া ফেলেছে ‘বরফি’। নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম ভিডিও উভয় প্ল্যাটফর্মেই দেখা যাবে এই ছবি।